scorecardresearch

আফ্রিদির নখের যোগ্যও নয় বুমরা! পাক তারকার ভয়ঙ্কর মন্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া

বুমরাকে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে পাকিস্তানি তারকা

আফ্রিদির নখের যোগ্যও নয় বুমরা! পাক তারকার ভয়ঙ্কর মন্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া

সমস্ত ফরম্যাট মিলিয়ে দুজনের দখলে মোট ৫৩৮ আন্তর্জাতিক উইকেট। বর্তমান প্রজন্মের অন্যতম সেরা পেসার দুজনে। দুজনের মধ্যে সেরা কে, এই নিয়ে তর্কবিতর্ক থাকলেও পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক জানাচ্ছেন, শাহিন আফ্রিদির সঙ্গে কোনও তুলনাই হয় না বুমরার। পাক টিভি.টিভি-কে রাজ্জাক জানিয়ে দিয়েছেন, “শাহিন এতটাই ভালো যে বুমরা ধারেকাছেই আসে না।”

২২ বছরের তারকা পাকিস্তানি পেসার বর্তমানে হাঁটুর চোটে ভুগছেন। রিহ্যাবে ব্যস্ত তারকা। ২০২২-এর অধিকাংশ সময়ই তারকা পেসারের কেটেছে মাঠের বাইরে। এশিয়া কাপে খেলতে পারেননি তারকা। টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় প্রত্যাবর্তন ঘটেছিল তারকার।

আরও পড়ুন: ভারতের বিশ্বকাপ জয়ের মঞ্চেই লাঞ্ছিত তেরঙা! ভয়ঙ্কর বিতর্কের সুনামিতে চ্যাম্পিয়ন-ক্যাপ্টেন শেফালি

ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ফের একবার হাঁটুতে চোট পেয়ে ছিটকে যান। এখনও সেই চোট সারিয়ে উঠতে পারেননি তিনি। বুমরাও চোট আঘাতে জর্জরিত। এশিয়া কাপ তো বটেই টি২০ বিশ্বকাপ মিস করেছেন। এখনও জাতীয় দলে প্রত্যাবর্তন করেননি তারকা।

ভারতের ২৯ বছরের স্পিডস্টার বহুদিন ধরে পিঠের চোটে ভুগছেন। গত বছর ইংল্যান্ড সফরে গিয়ে চোটের শিকার হন তিনি।।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টি২০ সিরিজে ফিরলেও দক্ষিণ আফ্রিকা সফরের ঠিক আগেই পিঠে অস্বস্তির কথা টিম ম্যানেজমেন্টকে জানান। তারপরে অস্ট্রেলিয়া সফরে যেতে পারেননি তারকা।

আরও পড়ুন: শামির গ্রেফতারি মামলায় নয়া মোড়! আদালতে কেন হাজির হচ্ছেন না ক্রিকেটার, বিরাট পর্যবেক্ষণ হাইকোর্টের

চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে রাখা হয়েছিল তাঁকে। তবে গুয়াহাটির বর্ষাপাড়ায় প্ৰথম ওয়ানডের আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বাইরে পাঠিয়ে দেওয়া হয় সুপারস্টারকে।

বুমরার বিষয়ে বলতে গিয়ে রোহিত জানিয়েছিলেন, “খুবই দুর্ভাগ্যজনক। এনসিএ-তে বেচারা দারুণ পরিশ্রম করছে। কয়েকদিন আগেও পিঠে অস্বস্তি অনুভব করেছে। বুমরা যদি নিজে জানায় ও ফিট নয়, তাহলে ওঁকে বাইরে রাখতেই হবে। বুমরাকে নিয়ে আমাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে।”

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Pakistans shaheen afridi far better than indias jasprit bumrah abdul razaq