Basketball Player Death: মেয়ের খাবার আনতে গিয়েই সব শেষ! দুষ্কৃতিদের গুলিতে লুটিয়ে পড়লেন তারকা খেলোয়াড়

Mohammed Shaalan Death: এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল গোটা বিশ্ব। প্যালেস্তাইনের প্রাক্তন বাস্কেটবল তারকা মহম্মদ শালানকে গুলি করে হত্যা করা হয়েছে। জানা গিয়েছে, গাজায় ইজরায়েলি দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন শালান।

Mohammed Shaalan Death: এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল গোটা বিশ্ব। প্যালেস্তাইনের প্রাক্তন বাস্কেটবল তারকা মহম্মদ শালানকে গুলি করে হত্যা করা হয়েছে। জানা গিয়েছে, গাজায় ইজরায়েলি দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন শালান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rest In Peace

ছবিটি প্রতীকী

Death: এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল গোটা বিশ্ব। প্যালেস্তাইনের প্রাক্তন বাস্কেটবল তারকা মহম্মদ শালানকে গুলি করে হত্যা করা হয়েছে। জানা গিয়েছে, গাজায় ইজরায়েলি দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন শালান। ঘটনাটি গত মঙ্গলবারের।

Advertisment

সংবাদ সংস্থা ওয়াফা মারফৎ জানা গিয়েছে, শালানকে তাঁর সমর্থকরা 'দ্য আর্থকোয়েক' নামে ডাকতে ভালবাসতেন। খান ইউনিস অঞ্চলে তিনি মেয়ের জন্য খাবার আনতে গিয়েছিলেন। সেইসময়ই শালানকে গুলি করে হত্যা করা হয়। 

Australian Cricketer Death: অস্ট্রেলিয়া ক্রিকেটে নক্ষত্র পতন, চিরনিদ্রার দেশে বিশ্বকাপজয়ী ক্রিকেটার

কিডনি র অসুখে ভুগছে ৬ বছরের মেয়ে

Advertisment

জানা গিয়েছে, শালানের মেয়ে মারিয়াম কিডনির অসুখে বহুদিন ধরে ভুগছে। এমনকী, তার রক্তও দূষিত হয়ে গিয়েছে। সেই মেয়ের জন্যই খাবার এবং ওষুধ আনতে গিয়েছিলেন মহম্মদ শালান।

প্যালেস্তাইন বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সচিব ফেয়ারস আওহাদ বললেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা এই খবর নিশ্চিত করছি, খান ইউনিস অঞ্চলে মহম্মদ শালান তাঁর সন্তানদের জন্য খাবার আনতে গিয়েছিলেন। সেখানেই ইজরায়েলি জঙ্গিরা তাঁকে গুলি করে হত্যা করেছে।'

Cricketer Death: চোখের নিমেষে শেষ সবকিছু, ছটফট করতে করতে মৃত্যু বাঙালি ক্রিকেটারের

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'ওঁর মোট ৬ সন্তান রয়েছে। তাদেরই মধ্যে একজন হল মারিয়াম (৬ বছর)। অনেকদিন ধরেই ওর কিডনি বিকল হয়ে গিয়েছে। পাশাপাশি সেপসিস রোগে ভুগছে। প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করছে।'

এক নজরে শালানের কেরিয়ার

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আল-বুরেইজ সার্ভিসেস বাস্কেটবল ক্লাবের হয়ে খেলতেন শালান। এই ক্লাবের হয়ে তিনি জোড়া প্রিমিয়ার লিগের খেতাব জয় করেছেন। এছাড়া একবার জিতেছেন গাজা স্ট্রিপ কাপ চ্যাম্পিয়নশিপ এবং ২ বার সুপার কাপ চ্যাম্পিয়নশিপ।

Cricketer Death News: মারা গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেস বোলার, শোকের ছায়া বিশ্বজুড়ে

এর পাশাপাশি তিনি আরও বেশ কয়েকটি দলের হয়ে বাস্কেটবল খেলেছেন। এরমধ্যে অন্যতম হল আল-মাঘাজি সার্ভিসেস, খান ইউনিস সার্ভিসেস, আল-শাতি সার্ভিসেস, গাজা স্পোর্টস, দ্য ওয়াইএমসিএ এবং জাবালিয়া সার্ভিসেস।

Cricketer Death: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের মধ্যেই দুঃসংবাদ! সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তারকা ক্রিকেটার

কয়েক সপ্তাহ আগেই গাজা ভূখণ্ডে প্যালেস্তাইন জাতীয় দলের ফুটবলার সুলেমান  আল-ওবেইদকে একইভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। এবার আল-শালানকেও একইভাবে মেরে ফেলা হল।

Death