PBKS vs KKR Dream11 Prediction, IPL 2025: কোন ফর্মুলায় বানাবেন ড্রিম ইলেভেন দল? কাকে অধিনায়ক করলেই হবেন কোটিপতি?

PBKS vs KKR Playing 11 Prediction, Chennai Super Kings vs Kolkata Knight Riders Dream 11 Prediction: পয়েন্টস টেবিলের কথা যদি বলতে হয়, তাহলে কেকেআর আপাতত ৬ পয়েন্ট সংগ্রহ করে পাঁচ নম্বরে দাঁড়িয়ে রয়েছে।

PBKS vs KKR Playing 11 Prediction, Chennai Super Kings vs Kolkata Knight Riders Dream 11 Prediction: পয়েন্টস টেবিলের কথা যদি বলতে হয়, তাহলে কেকেআর আপাতত ৬ পয়েন্ট সংগ্রহ করে পাঁচ নম্বরে দাঁড়িয়ে রয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
KKR vs PBKS Dream 11

দেখে নিন পঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ড্রিম ১১

PBKS vs KKR Dream 11 Prediction, IPL 2025:  ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৩১ নম্বর ম্য়াচে আরও একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আয়োজন করা হচ্ছে। বাঙালির নববর্ষে (১৫ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে খেলতে নামছে পঞ্জাব কিংস (Punjab Kings)। এই ম্য়াচটি চণ্ডীগড়ের মুল্লানপুর ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই মাঠে পঞ্জাব কিংস এখনও পর্যন্ত খুব একটা ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। গত ৭ ম্য়াচের মধ্যে তারা এখানে মাত্র ২ ম্য়াচেই জয়লাভ করতে পেরেছে। যদিও গত ম্য়াচে তারা এই মাঠেই চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছিল।

Advertisment

PBKS vs KKR: দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

এই আইপিএল টুর্নামেন্টে পঞ্জাব কিংস দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং প্রিয়াংশ আর্য দুর্দান্ত ফর্মে রয়েছেন। ৫ ম্য়াচে ২৫০ রান করে শ্রেয়স দলের হয়ে সর্বাধিক রান সংগ্রহ করেছেন। অন্যদিকে, ওপেনিং ব্যাটার প্রিয়াংশ আর্য একটি সেঞ্চুরিয়ন ইনিংসের দৌলতে ৫ ম্য়াচে ১৯৪ রান করেছেন। নেহাল বঢেরা এবং প্রভসিমরন সিংও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। যদিও গ্লেন ম্য়াক্সওয়েলের ফর্ম নিয়ে এখনও যথেষ্ট দুশ্চিন্তা রয়েছে। এই মরশুমে তাঁর ব্য়াট থেকে রান দেখতে পাওয়া যায়নি বলা যেতে পারে। আগামী ম্য়াচে পঞ্জাব কিংস তাঁকে দলের প্রথম একাদশে সুযোগ দেয় কি না, সেটাই দেখার।

Advertisment

Varun Chakarvarthy: হুমকি ফোন পেয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করে বোমা ফাটালেন বরুণ

পঞ্জাব কিংস: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), প্রভসিমরন সিং (উইকেটকিপার), প্রিয়াংশ আর্য, নেহাল বঢেরা, শশাঙ্ক সিং, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো জেনসেন, মার্কাস স্টোয়েনিস, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল এবং যশ ঠাকুর। 

Sourav Ganguly on Eden Gardens Pitch Controversy: 'রাহানেকে জিজ্ঞাসা করুন...', ইডেনের উইকেট বিতর্কে মুখ খুললেন সৌরভ

এবার কলকাতা নাইট রাইডার্সের কথায় আসা যাক। দলের ওপেনিং জুটি এখনও পর্যন্ত সেই অর্থে জ্বলে উঠতে পারেনি। একটা ম্য়াচ বাদ দিয়ে ডি কক এখনও পর্যন্ত চূড়ান্ত ফ্লপ হয়েছেন। এখনও পর্যন্ত এই প্রোটিয়া ব্যাটার মাত্র ১৪১ রান করেছেন। অধিনায়ক অজিঙ্কা রাহানে এই মুহূর্তে দলের হয়ে সর্বাধিক রান করেছেন। তিনি ৬ ম্য়াচে ৪০-এর ব্যাটিং গড়ে মোট ২০৪ রান করেছেন। আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন চলতি মরশুমে এখনও পর্যন্ত বিশেষ নজর কাড়তে পারেননি। এই ম্য়াচে রাহানে কোন কম্বিনেশনে খেলতে নামেন, সেটাই আপাতত দেখার।

Sunil Narine: সুনীলের জীবনে আসছে 'সুখবর', তর সইছে না KKR তারকার

কলকাতা নাইট রাইডার্স: অজিঙ্কা রাহানে (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, মঈন আলি, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, স্পেনসর জনসন, অনরিক নোর্খিয়া।

KKR vs LSG: কোথায় গেল ইডেনের স্পিন? লখনউ ওপেনারদের সামনে দিশেহারা বরুণ-নারিনরা

PBKS vs KKR ম্যাচের সম্ভাব্য Dream 11 দল:

উইকেটকিপার - প্রভসিমরন সিং, কুইন্টন ডি কক
ব্যাটার - অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, নেহাল বঢেরা, প্রিয়াংশ আর্য
অলরাউন্ডার - সুনীল নারিন
বোলার - বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, বৈভব অরোরা, হর্ষিত রানা
অধিনায়ক - শ্রেয়স আইয়ার, সহ অধিনায়ক - প্রিয়াংশ আর্য

Kolkata Knight Riders Punjab Kings IPL 2025 Dream 11