Sourav Ganguly on Eden Gardens Pitch Controversy: 'রাহানেকে জিজ্ঞাসা করুন...', ইডেনের উইকেট বিতর্কে মুখ খুললেন সৌরভ

Sourav Ganguly News: চলতি আইপিএল টুর্নামেন্টে ইডেন গার্ডেন্সের উইকেট নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছে। বিশেষ করে হোম ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সের খারাপ পারফরম্য়ান্সের পর পিচ কিউরেটরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে।

Sourav Ganguly News: চলতি আইপিএল টুর্নামেন্টে ইডেন গার্ডেন্সের উইকেট নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছে। বিশেষ করে হোম ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সের খারাপ পারফরম্য়ান্সের পর পিচ কিউরেটরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ajinkya Rahane and Sourav Ganguly

অজিঙ্কা রাহানে এবং সৌরভ গঙ্গোপাধ্যায়

চলতি আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) উইকেট নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছে। বিশেষ করে হোম ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সের খারাপ পারফরম্য়ান্সের পর পিচ কিউরেটরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে । এই ব্যাপারে এবার মুখ খুললেন নাইট ব্রিগেডের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

Advertisment

বৃহস্পতিবার (১০ এপ্রিল) IKONZ-এর একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি আইপিএল টুর্নামেন্ট সংক্রান্ত বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন। ইতিমধ্যে সৌরভকে ইডেন গার্ডেন্সের পিচ বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়।

Sourav Ganguly on MS Dhoni: 'ওঁকেই ক্যাপ্টেন করা উচিত!', ধোনিকে প্রশংসায় ভরিয়ে চেন্নাই শিবিরকে কী বার্তা সৌরভের?

জবাবে সৌরভ বললেন, 'দয়া করে এই ব্যাপারে অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) প্রশ্ন করুন। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স কেন হারছে, এই ব্যাপারে উনিই ভাল বলতে পারবেন। গত ম্যাচে ওরা যথেষ্ট ভাল খেলছিল। এক ওভার হাতে রেখেই ম্য়াচটা জেতা উচিত ছিল কলকাতার।'

Advertisment

Sourav Ganguly Top 5 innings: বাইশ গজে 'দাদাগিরি', সৌরভের সেরার সেরা ৫ ইনিংস যা কোনওদিন ভোলার নয়

সঙ্গে সৌরভ আরও যোগ করেন, 'কলকাতা নাইট রাইডার্সে বেশ কয়েকজন দুর্দান্ত ক্রিকেটার রয়েছে। রাহানে নিজে যথেষ্ট ভাল ফর্মে রয়েছে। আমার চিন্তা শুধুমাত্র রিঙ্কু সিংকে নিয়ে। ওকে যথেষ্ট লোয়ার অর্ডারে ব্যাট করতে পাঠানো হচ্ছে।'

Sourav Ganguly: 'লর্ডসে জামা ঘুরপাক মানে...', এবার AI প্রযুক্তিতে দাদাগিরি সৌরভের

চেন্নাই বনাম কলকাতা

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এমএ চিদম্বরম স্টেডিয়ামে এই ম্য়াচ আয়োজন করা হচ্ছে। ম্য়াচটা যে কলকাতা নাইট রাইডার্সের পক্ষে খুব একটা সহজ হবে না। কারণ, একে তো এটা নাইট ব্রিগেডের অ্যাওয়ে ম্য়াচ, তার উপরে ধোনির হাতে আবারও অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। ক্যাপ্টেন ধোনি যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।

Sourav Ganguly: 'অভিনয়টা আমার জন্য নয়...', অবশেষে স্বীকার করলেন সৌরভ

Sourav at IKONZ Press Meet
আইকনজের সাংবাদিক বৈঠকে সৌরভ

 

শুক্রবার এই অনুষ্ঠানে Ikonz টিম ইন্ডিয়ার কিংবদন্তী ক্রিকেটারের ডিজিটাল অবতার লঞ্চ করেছে। সৌরভ বলেন, 'আমি নিজের ডিজিটাল অবতার দেখার জন্য যথেষ্ট উদগ্রীব হয়ে রয়েছি। আশা করছি, এই অবতার খেলা, বিনোদন, শিক্ষা এবং আরও অনেক ক্ষেত্রে নয়া দিগন্ত খুলতে পারবে। এই চুক্তির ব্যাপারে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী। আমার পার্সোনাল ব্র্যান্ডকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে।'

Sourav Ganguly Ajinkya Rahane KKR Eden Gardens IPL 2025