Prithvi Shaw: টিম ইন্ডিয়ার দরজা বন্ধ অনেকদিন, ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা এই ক্রিকেটারের!

Indian Cricket News 2025: টিম ইন্ডিয়ার দরজা বহুদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে। চলতি বছর আইপিএল টুর্নামেন্টেও কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁর প্রতি আগ্রহ প্রকাশ করেনি। তবে কেরিয়ারের এই চরম দুর্দিনেও ভেঙে পড়েননি ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ।

Indian Cricket News 2025: টিম ইন্ডিয়ার দরজা বহুদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে। চলতি বছর আইপিএল টুর্নামেন্টেও কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁর প্রতি আগ্রহ প্রকাশ করেনি। তবে কেরিয়ারের এই চরম দুর্দিনেও ভেঙে পড়েননি ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Prithvi Shaw

ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ

Prithvi Shaw: টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) দরজা বহুদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে। চলতি বছর আইপিএল (IPL 2025) টুর্নামেন্টেও কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁর প্রতি আগ্রহ প্রকাশ করেনি। তবে কেরিয়ারের এই চরম দুর্দিনেও ভেঙে পড়েননি ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ। বর্তমানে মুম্বই ছেড়ে মহারাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন তিনি। আর বুচি বাবু ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে করছেন আগুন পারফরম্য়ান্স। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, এবার অন্তত ভারতীয় ক্রিকেট দলে পৃথ্বীকে একটা সুযোগ দেওয়া উচিত।

Advertisment

Prithvi Shaw: বন্ধ টিম ইন্ডিয়ার দরজা, সেঞ্চুরি হাঁকিয়ে যোগ্য জবাব দিলেন এই ক্রিকেটার

চলতি বুচি বাবু ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করছেন পৃথ্বী শ। প্রথম ম্য়াচে সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় ম্য়াচে তিনি ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর তৃতীয় ম্য়াচে ফের তিনি ঝকঝকে একটি হাফসেঞ্চুরি করলেন। গত ইনিংসে তিনি টিএনসিএ প্রেসিডেন্টস একাদশের বিরুদ্ধে ৯৬ বলে ৬৬ রানের একটি নজরকাড়া ইনিংস উপহার দেন। গত মরশুমে ঘরোয়া ক্রিকেটে পৃথ্বী একেবারেই ভাল পারফরম্য়ান্স করতে পারেননি। প্রত্যেকটা রান করার জন্য় তাঁকে যথেষ্ট লড়াই করতে হয়েছে। তবে এবার মনে হচ্ছে, ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করার জন্য তিনি যথেষ্ট পরিশ্রম করছেন। অন্তত তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স সেকথাই বলছে।

Advertisment

Prithvi Shaw Girlfriend: ক্রিকেট যাক চুলোয়, গার্লফ্রেন্ডের জন্মদিন নিয়ে ব্যস্ত পৃথ্বী!

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত মরশুমের শেষদিকে পৃথ্বী মুম্বই ছেড়ে মহারাষ্ট্রে যোগ দিয়েছিলেন। রনজি ট্রফি স্কোয়াডে বাদ পড়ার পরই পৃথ্বী এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তিনি মুম্বইয়ের হয়ে তিনি সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট খেলেছিলেন।

Prithvi Shaw dance video: 'কাঁটা লাগা' নায়িকার সঙ্গে অশ্লীল জড়াজড়ি পৃথ্বীর! জন্মদিনের ড্যান্স পার্টিতে আগুনে বিতর্কে সুপারস্টার

পৃথ্বীকে নিয়ে বিতর্ক

পৃথ্বী শ'কে নিয়ে ভারতীয় ক্রিকেটে ইতিপূর্বে কম বিতর্ক হয়নি। গত বছর ডিসেম্বর মাসে নাম প্রকাশ না করার শর্তে মুম্বইয়ের এক কর্তা বলেন, 'সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে, আমরা কার্যত ১০ ফিল্ডার নিয়ে খেলেছি। পৃথ্বী শ-কে কার্যত লুকিয়ে রাখতে হয়েছে। তাঁর কাছে বল গেলে, বেশিরভাগ সময়ই ধরতে পারত না। এমনকি ব্যাটিং করার সময়, আমরা দেখতে পেয়েছি যে ও বলের কাছে পৌঁছতে সমস্যায় পড়ছিল। ওঁর ফিটনেস, শৃঙ্খলা এবং মনোভাবের জন্যই দল থেকে বাদ দেওয়া হল। বিভিন্ন খেলোয়াড়ের জন্য আলাদা নিয়ম থাকতে পারে না। দলের সিনিয়র খেলোয়াড়রাও এখন ওঁর মনোভাব নিয়ে অভিযোগ জানাতে শুরু করেছে।' 

IPL 2025 Indian Cricket Team Prithvi Shaw