/indian-express-bangla/media/media_files/2025/05/03/AUdR23HZfjAK7tmDPDws.jpg)
বান্ধবীকে কেক খাইয়ে দিচ্ছেন পৃথ্বী শ
Prithvi Shaw: আপাতত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত গোটা দেশ। প্রত্যেকটা ম্য়াচেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাচ্ছে। তবে মাঠের বাইরে আরও একটা লিগ আপাতত চলছে। অনেকেই এটাকে 'ইন্ডিয়ান প্রেম লিগ' বলতে শুরু করেছে।
হ্যাঁ, ঠিকই শুনছেন। 'ইন্ডিয়ান প্রেম লিগ'। মাঠে যাঁরা ব্যাট হাতে ২২ গজ কাঁপাচ্ছেন, মাঠের বাইরেও এই প্রেম লিগে তাঁরা দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন। মজার ব্যাপার হল, এই লিগে জয়-পরাজয়ের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল চেষ্টা। যিনি নিজের চেষ্টায় কোনও খামতি রাখবেন না, তিনিই শেষপর্যন্ত জয়লাভ করবেন।
গত কয়েকমাসে বেশ কয়েকজন ক্রিকেটারকে এই ইন্ডিয়ান প্রেম লিগে দেখতে পাওয়া গিয়েছে। এই তালিকায় সবার উপরে নাম থাকবে যুজবেন্দ্র চাহাল এবং আরজে মাহভেশের। সম্প্রতি নাম লিখিয়েছেন শিখর ধাওয়ান এবং তাঁর আইরিশ গার্লফ্রেন্ড সোফি শাইন। একটি ছবি শেয়ার করে তাঁরা নিজেদের সম্পর্কে সিলমোহর লাগিয়েছেন। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ আচমকাই সংবাদ শিরোনামে উঠে এসেছেন। বেশ কয়েকবছর ভারতীয় ক্রিকেট দলে সুযোগ হয়নি পৃথ্বীর। তবে সম্প্রতি এক 'মিস্ট্রি গার্ল'-এর সঙ্গে তাঁকে দেখতে পাওয়া গিয়েছে।
ইন্ডিয়ান প্রেম লিগের নয়া মরশুমে নাম লিখিয়েছেন পৃথ্বী শ
শুধুমাত্র টিম ইন্ডিয়াই নয়, ২০২৫ আইপিএল টুর্নামেন্টেও খেলার সুযোগ পাননি পৃথ্বী শ। মেগা অকশনে কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁর প্রতি আগ্রহ প্রকাশ করেনি। কিন্তু, ইন্ডিয়ান প্রেম লিগে তিনি 'কলির কেষ্ট' হয়ে ঘুরে বেড়াচ্ছেন।
সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, একটি মহিলাকে কেক খাওয়াচ্ছেন তিনি। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পৃথ্বীর সঙ্গে যে 'মিস্ট্রি গার্ল'কে দেখতে পাওয়া গিয়েছে, তাঁর নাম আকৃতি আগরওয়াল। আকৃতি পেশায় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। শোনা যাচ্ছে, পৃথ্বী এবং আকৃতি অনেকদিন ধরেই একে অপরকে ডেট করছেন।
ভারতীয় ক্রিকেটার পৃথ্বী তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ছবিটা শেয়ার করেছেন। এটা আকৃতির ২২তম জন্মদিনের ছবি। সঙ্গে ছবির ক্যাপশনে পৃথ্বী লিখেছেন, 'হ্যাপি বার্থডে আকৃতি আগরওয়াল।' আর এই ছবি ভাইরাল হওয়ার পরই পৃথ্বী এবং আকৃতিকে নিয়ে প্রেমের গুঞ্জন আরও জোরদার হতে শুরু করেছে। ক্যাপশনের পাশাপাশি তিনি হার্ট ইমোজিও শেয়ার করেছেন। একটা কথা বলা যেতেই পারে, ভালবাসার উইকেটে পৃথ্বী আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছে।
ইন্ডিয়ান প্রেম লিগে সুপারহিট শিখর-যুজি
ভারতীয় ক্রিকেটাররা সম্প্রতি ভালবাসার উইকেটে চার-ছক্কা হাঁকাচ্ছেন। অন্যদিকে, বোলাররা তাঁদের গুগলিতে পার্টনারদের ক্লিন বোল্ড করছেন। প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সোফি সাইনের সঙ্গে ছবি শেয়ার করেছেন। তাঁদের দুজনকেই বেশ রোম্য়ান্টিক মেজাজে দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের মনে করিয়ে দিই, ইনি হচ্ছেন সেই সোফি সাইন যাঁকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন শিখর ধাওয়ানের সঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল। অন্যদিকে, যুজবেন্দ্র চাহালের গুগলিতে ইতিমধ্য়ে বোল্ড হয়ে গিয়েছেন মাহভেশ। এই তালিকায় এবার পৃথ্বী শ'র নামও যুক্ত হয়ে গেল।