/indian-express-bangla/media/media_files/2025/08/19/prthivi-shaw-century-2025-08-19-17-27-16.jpg)
শতরান করার পর পৃথ্বী শ
Prithvi Shaw Century: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। কবে আবারও টিম ইন্ডিয়ার জার্সিতে তাঁকে দেখা যাবে, সেটা বোধহয় স্বয়ং ঈশ্বরও বলতে পারবেন না। কিন্তু, ঘরোয়া টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্য়ান্স করে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন পৃথ্বী শ। মঙ্গলবার (১৯ অগাস্ট) বুচিবাবু টুর্নামেন্টে ছত্তিশগড় বনাম মহারাষ্ট্র ম্য়াচের আয়োজন করা হয়েছে। চেন্নাইয়ের গুরু নানক কলেজে আয়োজিত এই ম্য়াচে মহারাষ্ট্রের হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন পৃথ্বী শ। ১২২ বলে তিনি মারকাটারি শতরান করেন। মহারাষ্ট্রের টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়লেও, পৃথ্বী একা লড়াই চালিয়ে যান।
দুর্দান্ত শতরান হাঁকালেন পৃথ্বী
মহারাষ্ট্র ইনিংসের ৪৪ ওভারে পৃথ্বীর ব্যাট থেকে ওই ঝকঝকে শতরান বেরিয়ে আসেন। মুম্বইয়ের প্রাক্তন ব্যাটার প্রথমেই ড্রেসিংরুমের দিকে ব্যাট উঁচিয়ে ধরেন। সেখানে সকলেই করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান। এরপর তিনি ব্যাটিং সতীর্থ সিদ্ধার্থ মাহত্রেকে জড়িয়ে ধরেন।
মঙ্গলবার যে উইকেটে খেলা হচ্ছে, সেখানে অনিয়মিত বাউন্স দেখা যাচ্ছিল। পাশাপাশি এই উইকেট স্পিন সহায়কও বলা যেতে পারে। এই পরিস্থিতিতে পৃথ্বী নিজের মাথা ঠাণ্ডা রেখে তিন অঙ্কের মাইলফলকে পা রাখেন। যে ডেলিভারিগুলো নীচু হয়ে আসছিল, সেগুলো যথেষ্ট বুঝেশুনে খেলছিলেন। সবথেকে বড় কথা, ব্যাট করার সময় তাঁর মনোঃসংযোগ এবং ধৈর্য্য দেখার মতো ছিল।
এই ম্যাচের দ্বিতীয় দিন পৃথ্বীর ব্যাট থেকে ঝকঝকে শতরান বেরিয়ে আসে। ইতিমধ্যে তিনি ১৪ বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকিয়েছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সোমবার (১৮ অগাস্ট) এই টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে খেলতে নেমেছিলেন সরফরাজ খান। TNCA XI-এর বিরুদ্ধে তিনিও শতরান হাঁকান।
পৃথ্বী শ-কে ব্যাট দিয়ে থেঁতো করে গ্রেফতার সুন্দরী! কে এই স্বপ্না গিল, চিনুন পরিচয়, দেখুন ভিডিও
মুম্বই ছেড়ে মহারাষ্ট্রে যোগদান
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত মরশুমের শেষদিকে পৃথ্বী মুম্বই ছেড়ে মহারাষ্ট্রে যোগ দিয়েছিলেন। রনজি ট্রফি স্কোয়াডে বাদ পড়ার পরই পৃথ্বী এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তিনি মুম্বইয়ের হয়ে তিনি সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট খেলেছিলেন।
বারবার উপেক্ষিত টিম ইন্ডিয়ায়! একাই ৩৭৯ করে রোহিত-দ্রাবিড়দের মুখের মত জবাব পৃথ্বী শয়ের
চলতি বছর জুন মাসে টি-২০ মুম্বই লিগে খেলেছিলেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ওপেনার। যদিও ২০২৫ আইপিএল টুর্নামেন্টে কোনও দল না পেয়ে তিনি হতাশায় ভেঙে পড়েছিলেন। ইতিপূর্বে, পৃথ্বীর ফর্ম এবং ফিটনেস নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। এরপর আইপিএল টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঘটনাটি আগুনে ঘৃতাহুতি করেছে। অবশেষে ভারতের এই তরুণ ব্যাটার মহারাষ্ট্রের হয়ে খেলার সিদ্ধান্ত গ্রহণ করেন।