/indian-express-bangla/media/media_files/2025/04/18/aaFOEnTzjsbrFk6uR2LC.jpg)
ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে সই করতে পারেন পিভি বিষ্ণু
PV Vishnu Mohun Bagan: বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত থেকে একটাই জল্পনা কলকাতা ময়দানে ঘুরপাক খেতে শুরু করেছে। ইস্টবেঙ্গলের (East Bengal) তারকা ফুটবলার পিভি বিষ্ণু নাকি মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan Super Giants) সই করতে চলেছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জল্পনা শুরু হয়ে গিয়েছে। যদিও মোহনবাগান কিংবা ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এই পরিস্থিতিতে অনেকেই বলতে শুরু করছেন, আনোয়ার আলির 'বদলা' নাকি নিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আসলে আনোয়ারের সঙ্গে মোহনবাগানের ৫ বছরের চুক্তি ছিল। সেই চুক্তি ভেঙেই আনোয়ারকে সই করিয়েছিল মশালবাহিনী। যদিও এই ট্রান্সফার ইস্টবেঙ্গলের চাকা খুব একটা ঘোরাতে পারেনি। আইনি জটিলতা এবং চোটের কারণে ইস্টবেঙ্গলের জার্সিতে একাধিক ম্য়াচ খেলতে পারেননি আনোয়ার।
Richard Celis East Bengal: সুপার কাপে আদৌ খেলবেন রিচার্ড সেলিস? ক্রমশ বাড়ছে ধোঁয়াশা
এদিকে, বিষ্ণুর সঙ্গেও ইস্টবেঙ্গল এফসি-র ২ বছরের চুক্তি রয়েছে। ইস্টবেঙ্গল যদি বিষ্ণুকে ছাড়তে রাজি না হয়, তাহলে সেই চুক্তি ভেঙেই আসতে হবে। সেক্ষেত্রে অনেকেই আনোয়ার ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছেন। শেষপর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই আপাতত দেখার।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে সুপার কাপ (Super Cup)। ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। এই পরিস্থিতিতে লাল-হলুদ সমর্থকরা সুপার কাপকেই পাখির চোখ করে নতুন আশায় বুক বাঁধছেন।
East Bengal FC: 'ক্লাবের কিছু করার নেই...', ক্লেইটন বিতর্কে এ কী বললেন দেবব্রত সরকার?
গত মরশুমে এই সুপার কাপ জিতেই সবাইকে চমকে দিয়েছিল কার্লেস কুয়াদ্রাতের দল। তবে কুয়াদ্রাত জমানা আপাতত অতীত। অস্কার ব্রুজোঁ সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।
East Bengal: ফুটবলারদের উসকানি দেওয়ার অভিযোগ, ক্লেইটনের পর এবার ফিজিওকে তাড়াল ইস্টবেঙ্গল
সুপার কাপের আগে অস্বস্তিতে ইস্টবেঙ্গল
তবে ইস্টবেঙ্গল অন্দরমহলের হাওয়া কিন্তু আপাতত বেশ গরম হয়ে রয়েছে। সম্প্রতি, অনুশীলন ম্য়াচ খেলতে নেমে অস্কারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন ক্লেইটন সিলভা। এমনকী, মাঠ ছেড়ে বেরিয়েও যান তিনি। এই পরিস্থিতিতে শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁর সঙ্গে ক্লাবের যাবতীয় সম্পর্ক ভেঙে দেওয়া হয়। এদিকে, চোটে কাহিল সাউল ক্রেসপোও। সব মিলিয়ে সুপার কাপে যে অস্কারকে দল সামলানোর জন্য় যথেষ্ট বেগ পেতে হবে, সেটা আলাদা করে বলার দরকার নেই।