Advertisment

পূজারাকে ফিরিয়ে প্রথম টেস্ট উইকেট পেয়ে খুশি: কর্নওয়াল

ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্য়ান্সের সুবাদেই ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে সুযোগ করে নিয়েছেন রখিম কর্নওয়াল। তাঁর বিশাল বপুর জন্য়ই ক্রিকেটের ‘ম্য়ান মাউন্টেন’ বলে পরিচিত। 

author-image
IE Bangla Web Desk
New Update
Rahkeem Cornwall feels happy to bag pujara as his debut test wicket

পূজারাকে ফিরিয়ে প্রথম টেস্ট উইকেট পেয়ে খুশি: কর্নওয়াল (ছবি-টুইটার/উইন্ডিজ ক্রিকেট)

ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্য়ান্সের সুবাদেই ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে সুযোগ করে নিয়েছেন রখিম কর্নওয়াল। তাঁর বিশাল বপুর জন্য়ই ক্রিকেটের ‘ম্য়ান মাউন্টেন’ বলে পরিচিত। ১৪৩ কেজি-র ৬ ফুট ৫ ইঞ্চির ক্রিকেটার জামাইকা টেস্টে অভিষেক করেই ছাপ রেখেছেন।

Advertisment

 

ডানহাতি অফস্পিনার কর্নওয়াল জামাইকা টেস্টের প্রথম দিনে ২৭ ওভার বল করে মাত্র ৬৯ রান দিয়েছেন। আটটি মেডেন দিয়েছেন তিনি। তাঁর শিকার হয়েছেন স্বয়ং চেতেশ্বর পূজারা।

বিশ্ব ক্রিকেটের জায়ান্ট পূজারার উইকেট নিয়ে উচ্ছ্বসিত। সাংবাদিক বৈঠকে বিশ্বের 'হেভিওয়েস্ট' ক্রিকেটার বললেন, "পূজারাকে আউট করে প্রথম টেস্ট উইকেট পেলাম। ভাল লাগছে। তবে আমার কাছে এটা নতুন কিছু নয়। অনুভূতিটা বেশ সুন্দর। টেস্ট অভিষেকটা স্মরণীয় হয়ে থাকবে। বল বেশ ভালভাবেই আসছিল। কিন্ত ঠিক জায়গায় বল করার জন্য় খাটতে হয়েছে। আমাদের সিমাররা সত্য়িই ভাল বল করেছে। আমাকে সেটাই করতে হতো। আমরা টস জেতার পরেই ভেবে নিয়েছিলাম, পিচের আদ্রতাকে কাজে লাগিয়ে দ্রুত উইকেট তুলে নেব।" ময়ঙ্ক আগরওয়ালও রখিমের বোলিংয়ের তারিফ করেছেন। তিনি বললেন, “রখিম অত্য়ন্ত ধারাবাহিক বোলার। ঠিক জায়গায় বলটা করে। খেলা অত্য়ন্ত কঠিন হয়ে যায়। ও ভাল বল করেছে।”

আরও পড়ুন: কর্ণওয়ালকে নিয়ে মাঠেই মস্করা চাহারের, ভাইরাল ভিডিও

-->

দিনের শেষে ভারত পাঁচ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলতে সমর্থ হয়েছে। বিহারীর (৪২) সঙ্গে ঋষভ পন্থ (২৭) অপরাজিত রয়েছেন ক্রিজে। ৬২ রানের পার্টনারশিপ করে ফেলেছেন তাঁরা।

West Indies India
Advertisment