Rahul Dravid: রাহুল দ্রাবিড়কে নিয়ে 'বড় খবর', আচমকা নিলেন চরম সিদ্ধান্ত!

Rahul Dravid: ভারতীয় ক্রিকেট দলে রাহুল দ্রাবিড়ের অবদান যে কতখানি, সেটা আর আলদা করে বলার দরকার নেই। ক্রিকেটার হিসেবে অবসর গ্রহণ করার পর তিনি কোচিং কেরিয়ারেও যথেষ্ট সাফল্য অর্জন করেন।

Rahul Dravid: ভারতীয় ক্রিকেট দলে রাহুল দ্রাবিড়ের অবদান যে কতখানি, সেটা আর আলদা করে বলার দরকার নেই। ক্রিকেটার হিসেবে অবসর গ্রহণ করার পর তিনি কোচিং কেরিয়ারেও যথেষ্ট সাফল্য অর্জন করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rahul Dravid

Rahul Dravid: ২০২৬ আইপিএল টুর্নামেন্টের আগে বড়সড় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। প্রকাশ্য়ে এসেছে একটি চাঞ্চল্যকর খবর। রাহুল দ্রাবিড় নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। গত বছরই রাজস্থান রয়্যালস দলের হেড কোচ হয়েছিলেন রাহুল দ্রাবিড়। কিন্তু, এক বছরের মধ্যেই তিনি সেই দায়িত্ব ছেড়ে দিলেন।

Advertisment

Rahul Dravid: বৈভবের শতরানে দিশেহারা, হুইলচেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন রাহুল! ভাইরাল ভিডিও

ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে রাহুলকে জানানো হয়েছে ধন্যবাদ

বিগত কয়েক বছর ধরেই রাজস্থান রয়্য়ালস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন রাহুল দ্রাবিড়। তাঁর নেতৃত্ব ক্রিকেটারদের একটি প্রজন্মকে উৎসাহিত করেছে। দলের মধ্যে একটা মূল্যবোধ তৈরি করেছিলেন তিনি। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির সংস্কৃতির উপর তিনি গভীর প্রভাব বিস্তার করেছিলেন।

Advertisment

একটি বিশেষ সূত্র মারফৎ জানা গিয়েছে, ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে দ্রাবিড়কে একটি বড় পদের জন্য অফার দেওয়া হয়েছিল। কিন্তু, সেই প্রস্তাব অস্বীকার করেন তিনি। এরপরই রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে রাহুল দ্রাবিড়কে আগামী ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে।

Sanju Samson Rahul Dravid Rift: রাজস্থানে 'রক্তপাত'! রয়্যালসের কোচ-ক্যাপ্টেনের মধ্যে ঝামেলা? ভড়কে গিয়ে দ্রাবিড় যা বললেন...

একনজরে রাহুল দ্রাবিড়ের কোচিং কেরিয়ার

টিম ইন্ডিয়াকে দীর্ঘদিন কোচিং করিয়েছেন রাহুল দ্রাবিড়। তাঁর কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দল ২০২৩ এশিয়া কাপ জয় করেছিল। এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ভারত দুর্দান্ত পারফরম্য়ান্স করে। ফাইনালে উঠলেও শেষ ম্য়াচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। এরপর ২০২৪ টি-২০ বিশ্বকাপে ভারত নজরকাড়া ক্রিকেট উপহার দেয়। শেষপর্যন্ত খেতাব জয় করে।

Rahul Dravid: ক্রাচ বগলে নিয়েই দলের অনুশীলনে 'মিস্টার ডিপেন্ডেবল'! রয়্যালস কোচকে দেখে চক্ষু ছানাবড়া রাজস্থান সমর্থকদের

চলতি বছর রাজস্থান রয়্যালস একেবারেই ভাল পারফরম্য়ান্স করতে পারেনি

২০২৫ আইপিএল টুর্নামেন্টে রাজস্থান রয়্যালস একেবারেই ভাল পারফরম্য়ান্স করতে পারেননি। এমনকী, তারা প্লে-অফের যোগ্যতাও অর্জন করতে পারেনি। রাহুল দ্রাবিড়কে দলের হেড কোচ হিসেবে নিয়োগ করার পর রাজস্থান রয়্যালসের যথেষ্ট প্রত্যাশা ছিল। কিন্তু, সেই প্রত্যাশার ঝুলি পূরণ করতে পারেননি দ্রাবিড়।

Rahul Dravid altercation with Auto Driver: অটোচালককে আঙুল উঁচিয়ে শাসানি, বড় বিতর্কে জড়িয়ে পড়লেন শান্তশিষ্ট দ্রাবিড়

এবারের আইপিএল টুর্নামেন্টে রাজস্থান রয়্য়ালস ১৪ ম্য়াচের মধ্য়ে দশটাতেই হেরে যায়। আট পয়েন্ট নিয়ে তারা ৯ নম্বরে দাঁড়িয়ে ছিল। রাজস্থান এখনও পর্যন্ত মাত্র একবারই আইপিএল খেতাব জয় করেছে। ২০০৮ সালে আয়োজিত আইপিএল টুর্নামেন্টের প্রথম মরশুমে কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্নের নেতৃত্বে রাজস্থান রয়্যালস ফাইনাল ম্য়াচে চেন্নাই সুপার কিংসকে পরাস্ত করেছিল। এরপর থেকে আর একবারও তারা খেতাব জয় করতে পারেনি।

Rahul Dravid Rajasthan Royals