/indian-express-bangla/media/media_files/2025/04/28/g4szhoykN6t92EvOuQj7.jpg)
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা
Ramiz Raja Pakistan: পাকিস্তান সুপার লিগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালীন একটি মারাত্মক ভুল করে বসলেন ওই দেশেরই প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা। তিনি PSL বলতে গিয়ে ভুল করে IPL বলে ফেলেছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। ক্রিকেট বিশ্বে ইতিমধ্য়েই হাসাহাসি শুরু হয়ে গিয়েছে।
ঘটনাটি গত ২২ এপ্রিলের। পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League) মুলতান সুলতানস বনাম লাহোর কলন্দর্সের একটি ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে আয়ারল্যান্ডের ক্রিকেটার জোসুয়া লিটন মুলতান সুলতানসের হয়ে খেলেন। লাহোর কলন্দর্সের ব্যাটার ফখর জমানের একটি দুর্দান্ত ক্যাচ তালুবন্দি করেছিলেন তিনি। সেকারণে তাঁর হাতে 'ক্যাচ অফ দ্য ম্যাচ'-এর পুরস্কারও তুলে দেওয়া হয়।
Venkatesh Iyer KKR: ক্রমশ 'দলের বোঝা' হয়ে উঠছেন ভেঙ্কটেশ? আসল কথাটা ফাঁস করলেন কুম্বলে
কিন্তু, পুরস্কার দেওয়ার সময় যখন জোসুয়া লিটলকে মঞ্চে ডাকা হয়, সেইসময় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকরা রামিজ রাজা বলেন, এটা আইপিএল টুর্নামেন্টের সবথেকে নজরকাড়া ক্যাচ। তিনি আসলে পিএসএল বলতে গিয়ে মুখ ফসকে আইপিএল বলে ফেলেন।
KKR IPL 2025 Playoff Qualification: কীভাবে আইপিএল প্লে-অফে উঠতে পারে কেকেআর? মিলিয়ে নিন কঠিন অঙ্ক
দেখে নিন ভিডিও:
‘Catch of the HBL IPL’
— Waheed Malik (@WaheedMalik93) April 23, 2025
- Ramiz Raja 😭pic.twitter.com/7KVwkllJZ8
কিন্তু, নিজের ভুলটা বুঝতে পারেননি রামিজ রাজা। সেকারণে কথাটা শুধরেও নেননি তিনি। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রামিজ রাজা পাকিস্তানের সেই হাতেগোনা ক্রিকেটারদের মধ্যে একজন, যিনি কমেন্ট্রিও করেন। জোসুয়া লিটলকে সেরা ক্যাচ ধরার জন্য ২ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয়।
Virat Kohli Orange Cap: রাজধানীতে 'বিরাট' রাজত্ব, জয়ের পাশাপাশি গড়লেন নয়া রেকর্ড
ক্ষোভে ফুঁসছে গোটা পাকিস্তান:
Even in their wildest of dreams,
— Inside out (@INSIDDE_OUT) April 23, 2025
IPL is better than PSL.
- Ramiz Raja mispronounces 'HBL IPL' instead of 'HBL PSL' in post match presentation.pic.twitter.com/2cSXf1DbA9
HBL PSL ❌
— Richard Kettleborough (@RichKettle07) April 23, 2025
HBL IPL ✅
Best Catch of the "HBL IPL" ~ Ramiz Raja does it again 😅 pic.twitter.com/mbt2mFdGzP
Catch of the " HBL IPL "
— jawad saleem🇵🇰 (@jawadsaleemJD) April 22, 2025
Ramiz Raja "Rambo" at it again 🤣🤣🤣 pic.twitter.com/B9IEbZcl7c
ইতিপূর্বে, আইপিএল টুর্নামেন্টে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিলেন জোসুয়া লিটল। ২০২৪ এবং ২০২৫ আইপিএল টুর্নামেন্টে তিনি জিটি ব্রিগেডের সদস্য ছিলেন। কিন্তু, একটাও ম্য়াচ খেলার সুযোগ পাননি তিনি। ২০২৩ সালে তাঁর ডেবিউ হয়েছিল।
RCB IPL Playoff Qualification: দিল্লিকে হারিয়ে 'ফার্স্ট বয়' আরসিবি, এবার ছিটকে গেল কলকাতা?
গত ২২ এপ্রিলের ম্যাচে লাহোর কলন্দর্সকে ৩৩ রানে হারিয়ে দেয় মুলতান সুলতানস। মুলতান প্রথমে ব্যাট করতে নেমে ২২৯ রান করেছিল। জবাবে শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর ২০ ওভারে ১৯৫ রান করতে পারে। মুলতানের ওপেনার ইয়াসির খান এই ম্য়াচে ৮৭ রান করেন। পাশাপাশি পেস বোলার উবেইদ শাহ ৪ ওভারে ৩৭ রান দিয়ে ফখর জমান, স্যাম বিলিংস এবং ড্যারিল মিচেলের মতো তিনটে বড় উইকেট শিকার করেছিলেন।