/indian-express-bangla/media/media_files/2025/07/01/east-bengal-fc-fans-2025-07-01-14-39-44.jpg)
এই ফুটবলারের জন্য একদা উচ্ছ্বসিত ছিলেন লাল-হলুদ সমর্থকরা
East Bengal FC: বাংলার শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব ইস্টবেঙ্গলে ইতিমধ্যে একাধিক বিদেশি ফুটবলার খেলে গিয়েছেন। তাঁদের মধ্যে খুব কমজনই লাল-হলুদ সমর্থকদের হৃদয়ে চিরকালীন বন্দোবস্ত করতে পেরেছেন। আর এই সীমিত সংখ্যকের তালিকায় নাম রয়েছে নাইজেরিয়ার ফুটবলার রন্টি মার্টিন্সের (Ranti Martins)। শুধুমাত্র নিজের পারফরম্য়ান্সের দৌলতেই তিনি সমর্থকদের 'প্রাণভ্রমরা' হয়ে ওঠেননি। বিপক্ষ দলের ডিফেন্ডারদের কাছে তিনি কার্যত ত্রাস ছিলেন।
East Bengal FC: কেন দিয়ামান্তাকোসকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল? আসল কারণটা জানালেন বিকাশ পাঁজি
যাইহোক, ডেম্পোর হাত ধরে ভারতীয় ফুটবলে পা রেখেছিলেন রন্টি মার্টিন্স। ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা এই ক্লাবের হয়ে খেলেছেন তিনি। এরপর তিনি ২ বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন প্রয়াগ ইউনাইটেডে। অবশেষে ২০১৪ সালে যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে। তখনও ইন্ডিয়ান সুপার লিগের আভিজাত্য বাংলার তিনটে প্রথম সারির ফুটবল ক্লাবকে স্পর্শ করতে পারেনি। কর্পোরেটের চাকচিক্যে ঢাকা পড়েনি প্রতিভার দাম! এমনই একটা সময়ে লাল-হলুদ সমর্থকদের হৃদয় জয় করেছিলেন রন্টি মার্টিন্স।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/09/05/ranti-martins-east-bengal-2025-09-05-11-05-08.jpg)
East Bengal FC: কীভাবে চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে উঠবে ইস্টবেঙ্গল? দেখে নিন জটিল অঙ্ক
দেখে নিন পরিসংখ্যান
ইস্টবেঙ্গলের হয়ে রন্টি মার্টিন্স মোট ৬০ ম্য়াচ খেলেছিলেন। করেছিলেন ৪৩ গোল। দু'বার গোল্ডেন বুটও জয় করেছিলেন। তবে আক্ষেপ ছিল একটাই। লাল-হলুদ জার্সিতে আই-লিগ জয় তাঁর অধরাই থেকে গিয়েছিল। যদিও ডেম্পোর হয়ে তিনি ২ বার জাতীয় ফুটবল লিগ এবং তিনবার আই-লিগ জয় করেন। শোনা যায়, ইস্টবেঙ্গল ফুটবল দলের প্রাক্তন কোচ ট্রেভর জেমস মরগ্যানের সঙ্গে নাকি তাঁর ঝামেলা হয়েছিল। এরপরই তিনি ইস্টবেঙ্গল ক্লাব ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তবে ইস্টবেঙ্গল ছাড়ার পর আর কখনও ভারতীয় ফুটবলে দেখতে পাওয়া যায়নি রন্টিকে। মালেশিয়ার পেনাং এফসি ও আমেরিকান সকার লিগে মেরিল্যান্ড এসজিএফসি ইগলসে খেলার পর ২০২০ সালে তিনি ফুটবল থেকে অবসর গ্রহণ করেন।
East Bengal FC: জ্বলে উঠল লাল-হলুদ মশাল, কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে ইস্টবেঙ্গল
প্রশ্নটা হল, এখন কী করছেন রন্টি মার্টিন্স? আদৌ কি ফুটবলের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি? উত্তরটা হল, না। ফুটবল দুনিয়ার আলো থেকে নিজেকে একেবারেই সরিয়ে নিয়েছেন তিনি। একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রন্টি মার্টিন্স নাকি বর্তমানে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত। ফুটবল মাঠের মতো এই ব্যবসাতেও তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন। যদিও এই ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। ভারতীয় ফুটবলে খেলে যাওয়া নাইজেরিয়ান অন্যতম সেরা বিদেশি, তা বলা যেতেই পারে। এরপর হয়ত অনেকেই ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে এসেছেন। কিন্তু, রন্টির বিকল্প আজ অবধি পায়নি মশালবাহিনী।