East Bengal FC: জ্বলে উঠল লাল-হলুদ মশাল, কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে ইস্টবেঙ্গল

East Bengal FC Super Six 2025: চলতি কলকাতা ফুটবল লিগে সুপার সিক্সের টিকিট কনফার্ম করে ফেলল ইস্টবেঙ্গল এফসি। শুক্রবার (২৯ অগাস্ট) তারা কালীঘাট মিলন সংঘকে ৩-১ গোলে পরাস্ত করেছে।

East Bengal FC Super Six 2025: চলতি কলকাতা ফুটবল লিগে সুপার সিক্সের টিকিট কনফার্ম করে ফেলল ইস্টবেঙ্গল এফসি। শুক্রবার (২৯ অগাস্ট) তারা কালীঘাট মিলন সংঘকে ৩-১ গোলে পরাস্ত করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
East Bengal FC

দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা

East Bengal FC: চলতি কলকাতা ফুটবল লিগে (CFL 2025-26) ইস্টবেঙ্গল ফুটবল দল দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। শুক্রবার (২৯ অগাস্ট) নৈহাটি স্টেডিয়ামে তারা কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে লাল-হলুদ ব্রিগেড ৩-১ গোলে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে তারা গ্রুপ পর্বেও শীর্ষস্থান ধরে রাখল। ইস্টবেঙ্গলের এই জয়ে দলে সমর্থকরাও যারপরনাই খুশি।

Advertisment

East Bengal FC: 'আজও টোটো-রিকশায় চাপলে...', কলকাতার ভালবাসায় আজও মুগ্ধ লাল-হলুদের প্রাক্তন ফুটবলার

কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে বিনো জর্জ কোনও ঝুঁকি গ্রহণ করতে চাননি। সেকারণেই দলের একাধিক সিনিয়র ফুটবলারকে মাঠে নামিয়েছিলেন তিনি। এদিন খেলার শুরু থেকেই লাল-হলুদ ফুটবলারদের বেশ চনমনে মেজাজে দেখতে পাওয়া যায়। একেবারে প্রথম মিনিট থেকেই উঠতে শুরু করে আক্রমণের ঝড়।

Advertisment

East Bengal FC: হারতেই নাকেকান্না ইস্টবেঙ্গলের, রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ অস্কার ব্রুজোঁ!

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল

ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোলটি করলেন ডেভিড লালনসাঙ্গা। একটি নিখুঁত সংঘবদ্ধ আক্রমণে তিনি লাল-হলুদকে লিড এনে দিলেন। ৩২ মিনিটে কালীঘাটের সামনে সমতা ফেরানোর একটা সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু, বিদ্যানন্দ সিং সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন। ঠিক করে শটটাই নিতে পারলেন না তিনি। প্রথমার্ধের শেষে ইস্টবেঙ্গল ১-০ গোলে এগিয়ে থাকে।

East Bengal FC Loss: 'কোন ক্লাবের জার্সি পরে কী খেলছে...', কার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রহিম নবি?

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। মাত্র ৮ মিনিটের মধ্যে দলের স্কোর ২-০ করে দিলেন গুইতে পেকার। কিন্তু, ম্য়াচের ৬৮ মিনিটে কালীঘাটের ক্ষতে কিছুটা হলেও মলম লাগালেন পরিবর্ত ফুটবলার দেবদত্ত। পেনাল্টি শটে একটি গোলের ব্যবধান কমিয়েছিলেন তিনি। 

East Bengal FC: 'পচা শামুকে পা কাটল...', ইস্টবেঙ্গলের হার নিয়ে হতাশ গৌতম সরকার

এরপর আশা করা হয়েছিল, বাকি ম্য়াচে দুটো দলের মধ্যেই হয়ত হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে। কিন্তু, ৮৭ মিনিটে শ্যামল বেসরার দুরপাল্লার শট যাবতীয় হিসেব এলোমেলো করে দেয়। এই জায়গা থেকে কালীঘাটের সামনে প্রত্যাবর্তনের যাবতীয় রাস্তা বন্ধ হয়ে যায়। এই ম্য়াচে ইস্টবেঙ্গলের হয়ে আলাদা করে নজর কাড়লেন প্রভাত লাকরা। ৮৫ এবং ৮৬ মিনিটে কালীঘাট দুটো গোল করার সুযোগ পেলেও পরিস্থিতি বিপদমুক্ত করলেন প্রভাত। সেকারণে প্রশংসাও কুড়িয়ে নেন তিনি। অবশেষে ইস্টবেঙ্গল এই ম্য়াচে ৩-১ গোলে হাসতে হাসতে জয়লাভ করে। 

CFL 2025-26 East Bengal FC