East Bengal FC: কীভাবে চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে উঠবে ইস্টবেঙ্গল? দেখে নিন জটিল অঙ্ক

AFC Women's Champions League 2025: এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে আজ কঠিন লড়াইয়ের মুখে ইস্টবেঙ্গল। কারণ প্রতিপক্ষের নাম কিচি এফসি। হংকংয়ের এই ফুটবল ক্লাবটি লাল-হলুদ ব্রিগেডকে যথেষ্ট বেগ দিতে পারে।

AFC Women's Champions League 2025: এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে আজ কঠিন লড়াইয়ের মুখে ইস্টবেঙ্গল। কারণ প্রতিপক্ষের নাম কিচি এফসি। হংকংয়ের এই ফুটবল ক্লাবটি লাল-হলুদ ব্রিগেডকে যথেষ্ট বেগ দিতে পারে।

author-image
IE Bangla Sports Desk
New Update
East Bengal FC (10)

লড়াইয়ে নামতে প্রস্তুত মশাল গার্লসরা

East Bengal FC: রবিবার মহারণ। ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামছে ইস্টবেঙ্গল এফসি-র মহিলা দল। প্রিলিমিনারি রাউন্ডের প্রথম ম্য়াচে তারা কাম্বোডিয়ান চ্যাম্পিয়ন নম পেন ক্রাউনকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল। আর এবার হংকংয়ের ফুটবল ক্লাব কিচি এফসি-র বিরুদ্ধে তারা খেলতে নামবে। ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটা থেকে এই ম্য়াচ শুরু হবে। ম্যাচের আগে ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউস স্পষ্ট জানিয়ে দিলেন যে ড্র নয়, তিনি জয় ছাড়া আপাতত আর কিছু ভাবছেন না।

Advertisment

প্রথম ম্য়াচে জয়সূচক গোলটি করেছিলেন ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার ফাজিলা ইকওয়াপুট। প্রিলিমিনারি পর্বের দ্বিতীয় ম্য়াচেও কি এই মশাল গার্লের ম্য়াজিক দেখতে পাওয়া যাবে? সেই আশাতেই আপাতত তাকিয়ে রয়েছেন লাল-হলুদ সমর্থকরা। চলতি মরশুমে ইস্টবেঙ্গল একাধিক ফুটবলারকে সই করিয়েছে। আশা করা হচ্ছে, গত মরশুমে ওড়িশা এফসি-র দেখানো পথেই তারা হাঁটতে পারবে। প্রসঙ্গত, গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের যোগ্যতা অর্জন করতে পেরেছিল ওড়িশা।

কীভাবে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করতে পারে ইস্টবেঙ্গল?

Advertisment

প্রিলিমিনারি পর্বে ইস্টবেঙ্গলের সঙ্গে একই গ্রুপে রয়েছে নম পেন ক্রাউন এবং কিচি এফসি।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্য়াচে কিচি এফসি-র বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করে নম পেন ক্রাউন নিজেদের পয়েন্ট হারিয়েছিল। আর এটাই ইস্টবেঙ্গলকে বাড়তি সুবিধা করে দিয়েছে।

East Bengal FC: জ্বলে উঠল লাল-হলুদ মশাল, কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে ইস্টবেঙ্গল

আসুন তাহলে দেখে নেওয়া যাক, কোন অঙ্কে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করতে পারে ইস্টবেঙ্গল?

যদি ইস্টবেঙ্গল ড্র করে কিংবা জয়লাভ করে:

কলকাতার এই ফুটবল ক্লাবটি ড্র করুক কিংবা জিতুক, সেক্ষেত্রে তারা পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করতে পারবে। এক্ষেত্রে গ্রুপে বাকি ম্য়াচের ফলাফল যাইহোক না কেন, সেটা কোনও প্রভাব বিস্তার করতে পারবে না।

East Bengal FC: 'আজও টোটো-রিকশায় চাপলে...', কলকাতার ভালবাসায় আজও মুগ্ধ লাল-হলুদের প্রাক্তন ফুটবলার

যদি ইস্টবেঙ্গল হেরে যায়:

সেক্ষেত্রে বাকি চারটে গ্রুপের ফলাফলের দিকে ইস্টবেঙ্গলকে তাকিয়ে থাকতে হবে। কারণ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা দলটা পরবর্তী রাউন্ডের যোগ্যতা অর্জন করতে পারবে।

East Bengal FC: হারতেই নাকেকান্না ইস্টবেঙ্গলের, রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ অস্কার ব্রুজোঁ!

ম্যাচের আগে কী বললেন ইস্টবেঙ্গল কোচ?

ম্য়াচের আগে অ্যান্ড্রিউস বললেন, 'আমরা এই খেলায় একেবারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং মনোভাব নিয়ে মাঠে নামছি। প্রথম ম্য়াচে বেশ কয়েকটা জায়গায় আমরা ভুলভ্রান্তি করেছিলাম।'

East Bengal FC Loss: 'কোন ক্লাবের জার্সি পরে কী খেলছে...', কার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রহিম নবি?

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'সেই ভুল শুধরে নেওয়ার যথেষ্ট সময় আমরা পেয়েছিল। কিচি এফসি যে কতটা শক্তিশালী দল, সেটা আমরা খুব ভাল করেই জানি। বলার এটাই যে আমরা সেইমতো নিজেদের পরিকল্পনা তৈরি করেছিল। গোটা দেশের জন্য আমরা এই ম্য়াচটা জিততে চাই।'

East Bengal FC