/indian-express-bangla/media/media_files/2025/06/05/e9lXZNaL8RBhnXpNmoHW.jpg)
একদিকে চলছে জয়োল্লাস,, অন্যদিকে মৃত্যুুর হাহাকার
RCB IPL 2025: ১৮ বছরে এই প্রথমবার আইপিএল খেতাব জয় করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore)। গত মঙ্গলবার (৩ জুন) অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ফাইনাল ম্য়াচটি আয়োজন করা হয়েছিল। ফাইনাল ম্য়াচে পঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে দেয় আরসিবি ব্রিগেড। আইপিএল টুর্নামেন্টে অষ্টম দল হিসেবে খেতাব জয় করল বেঙ্গালুরু। আরসিবি জিততে না জিততেই গোটা বেঙ্গালুরু শহর জুড়ে জয়োল্লাস শুরু হয়ে যায়। বুধবার অর্থাৎ ৪ জুন বিরাট কোহলিরা যখন ট্রফি নিয়ে বিমানবন্দরে পা রাখেন, সেইসময় কার্যত জনসমুদ্র দেখতে পাওয়া যায়।
ঘটে গেল সেই ভয়ঙ্কর দুর্ঘটনা
আরসিবি দল এবং সাপোর্ট স্টাফ বেঙ্গালুরু আসতে না আসতেই গোটা শহর কার্যত আনন্দে মেতে ওঠে। প্রিয় ক্রিকেটারদের এক ঝলক দেখার জন্য আকুল হয়ে ওঠেন সকলেই। আর সেকারণেই ক্রিকেট সমর্থকরা চিন্নস্বামী স্টেডিয়ামের বাইরে ধীরে ধীরে ভিড় জমাতে শুরু করেন। দেখতে না দেখতেই গোটা এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। আচমকাই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। এই ঘটনায় পদপিষ্ট (RCB Victory Parade Stampede) হয়ে ১০ আরসিবি সমর্থক মারা গিয়েছেন। পাশাপাশি ৩৫-এর বেশি সমর্থক আহত হয়েছেন।
দুর্ঘটনার পর উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন
এই দুর্ঘটনার পর রাজ্য সরকার এবং আরসিবি আধিকারিকদের বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে আইপিএল চেয়ারম্য়ান অরুণ ধুমালের একটি মন্তব্য সামনে এসেছে। তিনি এই ঘটনা থেকে কার্যত নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করলেন।
ধুমাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এমন কোনও অনুষ্ঠানের খবরই নাকি তাঁর কাছে ছিল না। সঙ্গে তিনি আরও যোগ করেন, এই ঘটনার সঙ্গে আইপিএল কিংবা বিসিসিআই-এর কোনও সম্পর্ক নেই। যদিও এই ঘটনার জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
RCB victory parade stampede: কোহলিদের বিজয়োৎসব বদলে গেল বিষাদে, ভয়াবহ ঘটনায় বেঙ্গালুরুতে মৃত্যুমিছিল
অন্যদিকে, বুধবার রাতেই আরসিবি এবং কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি যুগ্ম বিবৃতি দেওয়া হয়েছে। এই ঘটনাটিকে দূর্ভাগ্যজনক বলার পাশাপাশি গভীর শোকপ্রকাশ করা হয়েছে। সঙ্গে মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।