IND W vs SA W Highlights Cricket Score, Final: বিশ্বজয় করল টিম ইন্ডিয়া, ইতিহাস লিখল ভারতের মেয়েরা

India vs South Africa: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্য়াচ। এই ম্য়াচে খেলতে নামছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। দুটো দলই এখনও পর্যন্ত মহিলাদের বিশ্বকাপ জিততে পারেনি।

India vs South Africa: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্য়াচ। এই ম্য়াচে খেলতে নামছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। দুটো দলই এখনও পর্যন্ত মহিলাদের বিশ্বকাপ জিততে পারেনি।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
IND W vs SA W Live Thumb

দেখে নিন লাইভ আপডেটস

Women’s ODI World Cup 2025 : আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্য়াচ। এই ম্য়াচে খেলতে নামছে ভারত (Indian Women Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকা। দুটো দলই এখনও পর্যন্ত মহিলাদের বিশ্বকাপ জিততে পারেনি। ফলে যে দলই আজ জিতুক না কেন, নয়া চ্যাম্পিয়ন পেতে চলেছে গোটা ক্রিকেট বিশ্ব।

Advertisment

IND W vs SA W Final News: কোন মন্ত্রে বিশ্বকাপ জিতবে টিম ইন্ডিয়া? ফাইনালের আগে স্পেশাল টিপস লক্ষ্মীরতন শুক্লার

পিচ রিপোর্ট:

নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের উইকেট নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে ব্যাটার এবং বোলার দুজনেই যথেষ্ট সুবিধা পাবে। সেমিফাইনাল ম্য়াচে দুটো দল মিলিয়ে এই উইকেটে ৬০০-র বেশি রান উঠেছিল। এই উইকেটে ব্যাট করা এবং রানের বন্যা ছোটানো অনেকটাই সহজ। কিন্তু, সন্ধ্য়ার পর মাঠে শিশির পড়ে। এই পরিস্থিতিতে যে দলের অধিনায়ক টস জিতবেন, তাঁরা প্রথমে বল করতেই পছন্দ করবেন। মিডল ওভারে পুরনো বল নিয়ে স্পিনাররাও যথেষ্ট সাফল্য অর্জন করতে পারেন। এই মাঠে শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা অনেকটাই সহজ হয়ে যায়। 

Advertisment

IND W vs SA W Final: ফাইনালের আগেই ১০০ রানে জয়ী ভারত? জেনে নিন আসল সত্যিটা

ওয়েদার রিপোর্ট:

AccuWeather থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, রবিবার নব্য মুম্বইয়ের আবহাওয়ায় যথেষ্ট আর্দ্রতা থাকবে। দুপুরের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২ নভেম্বর তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এদিন ৬৩ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে ১৩ শতাংশ। এই খবরই আপাতত টিম ইন্ডিয়ার টেনশন বাড়াতে শুরু করেছে।

IND W vs SA W Final Match Pitch Report: রানের বন্যা না আগুন বোলিং, ফাইনালে কোন উইকেটে খেলবে ভারত?

দেখে নিন, হেড টু হেড রেকর্ড:

ভারত এবং দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের মধ্যে মোট ৩৪ ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হয়েছে। এরমধ্যে টিম ইন্ডিয়া জিতেছে ২০ ম্য়াচে। আর দক্ষিণ আফ্রিকা জিতেছে মাত্র ১৩ ম্য়াচ। আর একটি ম্য়াচ অমীমাংসিত রয়ে গিয়েছে। ফলে ইতিহাস বলছে, দক্ষিণ আফ্রিকার তুলনায় ভারতীয় ক্রিকেট দল ধারে-ভারে অনেকটাই এগিয়ে রয়েছে। যদিও দক্ষিণ আফ্রিকা বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে। চলতি বিশ্বকাপেরই গ্রুপ পর্বে টিম ইন্ডিয়াকে হারিয়েছিল প্রোটিয়া ব্রিগেড। অলরাউন্ড পারফরম্য়ান্স করেছিলেন নাদিন ডি ক্লার্ক।

  • Nov 03, 2025 00:07 IST

    IND W vs SA W Live Updates: বিশ্ব চ্যাম্পিয়ন হল ভারত

    IND W vs SA W Live Updates: এত বছর ধরে যা হয়নি, হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি সেই কাজটাই আজ করে দেখাল। টিম ইন্ডিয়া প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাস্ত করল ভারত।



  • Nov 02, 2025 23:59 IST

    IND W vs SA W Live Updates: ৪৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৩২/৮

    IND W vs SA W Live Updates: ৪৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৩২ রান হয়ে গিয়েছে। আগামী ৬ ওভারে জয়ের জন্য প্রোটিয়া ব্রিগেড ৬৭ রান করতে হবে।



  • Nov 02, 2025 23:53 IST

    IND W vs SA W Live Updates: 'বাজিগর' দীপ্তি

    IND W vs SA W Live Updates: দক্ষিণ আফ্রিকার অষ্টম উইকেট শিকার করলেন দীপ্তি শর্মা। এবার মনে হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে। ৯ রান করে ফিরে গেলেন ক্লো ট্রাইয়ন।



  • Nov 02, 2025 23:43 IST

    IND W vs SA W Live Updates: দুরন্ত ক্যাচ আমনজ্যোতের, আউট লরা উলভার্ট

    IND W vs SA W Live Updates: সবথেকে বড় উইকেট শিকার করল টিম ইন্ডিয়া। ১০১ রান করে আউট হলেন লরা উলভার্ট। দীপ্তি শর্মা তাঁর উইকেট শিকার করেছেন। অসাধারণ ক্যাচ শিকার করলেন আমনজ্যোৎ কৌর। আপাতত জয়ের দোরগোড়ায় ভারত।



  • Nov 02, 2025 23:38 IST

    IND W vs SA W Live Updates: শতরান হাঁকালেন লরা

    IND W vs SA W Live Updates: লরা উলভার্ট নিজের শতরান পূরণ করলেন। সেমিফাইনালের পর ফাইনালেও শতরান হাঁকালেন তিনি। বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে তিনি এই কৃতিত্ব কায়েম করলেন। দুর্দান্ত ইনিংস, তবে তাঁর কাজ এখনও অনেকটাই বাকি।



  • Nov 02, 2025 23:36 IST

    IND W vs SA W Live Updates: ক্লিন বোল্ড ডার্কসেন

    IND W vs SA W Live Updates: ডার্কসেনকে ক্লিন বোল্ড করে দিলেন দীপ্তি শর্মা। এটা অবশ্যই বড় উইকেট। আর একেবারে সঠিক সময়ে সাফল্য এল ভারতের ঝুলিতে। দক্ষিণ আফ্রিকা তাদের ষষ্ঠ উইকেট ২০৯ রানে হারাল। ভারত আরও একবার দুর্দান্ত কামব্যাক করল।



  • Nov 02, 2025 23:30 IST

    IND W vs SA W Live Updates: টিম ইন্ডিয়ার মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছেন লরা

    IND W vs SA W Live Updates: দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য আপাতত ৮৪ বলে ১১৩ রান করতে হবে। টিম ইন্ডিয়ার দুশ্চিন্তা, লরা উলভার্ট এখনও ব্যাট করে যাচ্ছেন। এনেরি ডার্কসেন ২৫ রানে ব্যাট করছেন। তিনিও উইকেটে সেট হয়ে গিয়েছেন।



  • Nov 02, 2025 23:28 IST

    IND W vs SA W Live Updates: ১৭ ওভারে দরকার ১২৪ রান

    IND W vs SA W Live Updates: দক্ষিণ আফ্রিকা আপাতত ১৭৫ রানে পৌঁছে গিয়েছে। আগামী ১৭ ওভারে জয়ের জন্য টিম ইন্ডিয়ার দরকার ১২৪ রান। টিম ইন্ডিয়ার দৃষ্টিভঙ্গি থেকে খারাপ খবর হল, লরা উলভার্ট এখনও ক্রিজে রয়েছেন। তিনি ৮১ রান করে ফেলেছেন।



  • Nov 02, 2025 22:57 IST

    IND W vs SA W Live Updates: সাফল্য এনে দিলেন দীপ্তি

    IND W vs SA W Live Updates: সিনালো জাফতার উইকেট শিকার করলেন দীপ্তি শর্মা। জাফতা মাত্র ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। এবার দক্ষিণ আফ্রিকার অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে গেল। টিম ইন্ডিয়া আপাতত ম্য়াচের লাগাম নিজের হাতে তুলে নিয়েছে।



  • Nov 02, 2025 22:36 IST

    IND W vs SA W Live Updates: কামব্যাক করালেন শেফালি

    IND W vs SA W Live Updates: ব্যাটিংয়ের পর ফাইনাল ম্য়াচে শেফালি বর্মা বল হাতেও দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন। আরও একটি উইকেট তাঁর ঝুলিতে চলে এল। এবার তিনি মারিজান কাপের উইকেট শিকার করলেন। কাপ মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। এটা টিম ইন্ডিয়ার কাছে যথেষ্ট বড় উইকেট।



  • Nov 02, 2025 22:26 IST

    IND W vs SA W Live Updates: কাজে এল মাস্টারপ্ল্যান

    IND W vs SA W Live Updates: সুনে লাসকে প্যাভিলিয়নে ফেরচ পাঠিয়ে দিলেন শেফালি বর্মা। অধিনায়ক হরমনপ্রীত কৌরের মাস্টার প্ল্যান কাজে লেগে গেল। লাস মাত্র ২৫ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন।



  • Nov 02, 2025 22:18 IST

    IND W vs SA W Live Updates: ১৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০৯/২

    IND W vs SA W Live Updates: ১৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বোর্ডে ১০৯ রান যুক্ত হয়েছে। লরা উলভার্ট ৬০ রানে পৌঁছে গিয়েছেন। টিম ইন্ডিয়ার কাছে তিনি মাথা ব্যথার কারণ হয়ে উঠছেন। অন্যদিকে, সুন লাসও ২১ রান করে ফেলেছেন।



  • Nov 02, 2025 22:16 IST

    IND W vs SA W Live Updates: হাফসেঞ্চুরি পূরণ করলেন লরা

    IND W vs SA W Live Updates: লরা উলভার্ট নিজের হাফসেঞ্চুরি পূরণ করে ফেললেন। সেমিফাইনাল ম্য়াচের পর আরও একটি দুর্দান্ত ইনিংস উপহার দিলেন তিনি। টিম ইন্ডিয়ার দুশ্চিন্তা ক্রমশ বাড়তে শুরু করেছে।



  • Nov 02, 2025 22:15 IST

    IND W vs SA W Live Updates: ১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭৮/২

    IND W vs SA W Live Updates: ১৫ ওভারের খেলা শেষ হল। দক্ষিণ আফ্রিকা ৭৮ রান করে ফেলেছে। উইকেটে একেবারে সেট হয়ে গিয়েছেন লরা। তিনি আপাতত ৪৩ রানে ব্যাট করছেন। টিম ইন্ডিয়ার জন্য প্রোটিয়া অধিনায়কের উইকেটটা খুবই দরকারি।



  • Nov 02, 2025 21:49 IST

    IND W vs SA W Live Updates: দুরন্ত শ্রী চরণী, ফিরলেন বশ

    IND W vs SA W Live Updates: দ্বিতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। অ্যানি বশ রানের খাতা খুলতে না পেরেই ফিরে গেলেন প্যাভিলিয়নে। শ্রী চরণী ভারতকে এনে দিলেন দ্বিতীয় সাফল্য।



  • Nov 02, 2025 21:44 IST

    IND W vs SA W Live Updates: দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটের পতন

    IND W vs SA W Live Updates: প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। আমনজ্যোৎ কৌরের সরাসরি থ্রো'য়ে রান আউট হয়ে গেলেন ব্রিৎজ়। এটা বড় উইকেট এবং একেবারে সঠিক সময়ে এসেছে। 



  • Nov 02, 2025 21:42 IST

    IND W vs SA W Live Updates: ৫০ রান টপকাল দক্ষিণ আফ্রিকা

    IND W vs SA W Live Updates: লরা উলভার্ট এবং ব্রিৎজ় এবার গিয়ার বদলাতে শুরু করেছেন। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্য়ে ৫১ রান করে ফেলেছে। ব্রিৎজ় ২৩ এবং উলভার্ট ২৪ রানে ব্যাট করছেন।



  • Nov 02, 2025 21:29 IST

    IND W vs SA W Live Updates: ৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩৩/০

    IND W vs SA W Live Updates: ৭ ওভারের খেলা হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার স্কোর বোর্ডে আপাতত ৩৩ রান যোগ হয়েছে। ব্রিৎজ় ১৪ এবং লরা ১৫ রানে ব্যাট করছেন। দুই ব্যাটারই আপাতত উইকেটে সেট হয়ে গিয়েছেন। টিম ইন্ডিয়াকে দ্রুত প্রথম উইকেট শিকার করতে হবে।



  • Nov 02, 2025 21:27 IST

    IND W vs SA W Live Updates: ৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৮/০

    IND W vs SA W Live Updates: ৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বোর্ডে ১৮ রান যোগ হয়েছে। লরা উলভার্ট ৮ এবং ব্রিৎজ় ৬ রানে ব্যাট করছেন। টিম ইন্ডিয়া এখনও কোনও উইকেট শিকার করতে পারেনি।



  • Nov 02, 2025 21:25 IST

    IND W vs SA W Live Updates: ৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০/০

    IND W vs SA W Live Updates: শুরুটা তুলনামূলক ধীরগতিতেই করেছে দক্ষিণ আফ্রিকা। ৩ ওভার শেষে তারা ১০ রান করেছে। শুরুতেই দু'একটা উইকেট শিকার করতে হবে টিম ইন্ডিয়াকে।



  • Nov 02, 2025 21:22 IST

    IND W vs SA W Live Updates: রিভিউ হারাল টিম ইন্ডিয়া

    IND W vs SA W Live Updates: তৃতীয় ওভারেই প্রথম রিভিউ হারিয়ে ফেলল টিম ইন্ডিয়া। এই বিশ্বকাপে এটাই ভারতীয় মহিলা ক্রিকেট দলের সবথেকে বড় দুর্বলতা।



  • Nov 02, 2025 21:05 IST

    IND W vs SA W Live Updates: শুরু হল দক্ষিণ আফ্রিকার ইনিংস

    IND W vs SA W Live Updates: শুরু হল দক্ষিণ আফ্রিকার ব্য়াটিং। ব্যাট করতে নামলেন দলের দুই ওপেনার। প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য় প্রোটিয়া ব্রিগেডকে ২৯৯ রান করতে হবে।



  • Nov 02, 2025 20:38 IST

    IND W vs SA W Live Updates: জয়ের জন্য ভারতের ২৯৮ রান যথেষ্ট?

    IND W vs SA W Live Updates: ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমেছিল। ৫০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে জয়ের জন্য আদৌ এই রানটা ভারতের পক্ষে যথেষ্ট। কারণ, ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা অনেকটাই সহজ হয়ে যায়। আর যেখানে টিম ইন্ডিয়ার ওপেনিং পার্টনারশিপ ১০৪ রানের হয়েছিল, সেখানে এই রানটা নেহাতই তুচ্ছ। সত্যি কথা বলতে কী, এই ম্য়াচে টিম ইন্ডিয়ার মিডল অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল। 

     

    আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে মহা রেকর্ড স্মৃতি মান্ধানার, আনন্দে উল্লসিত টিম ইন্ডিয়া

     

    দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে আলাদা করে নজর কাড়লেন মালাবা। গুরুত্বপূর্ণ সময়ে তিনি হরমনপ্রীত কৌরের উইকেট শিকার করলেন। পাশাপাশি ট্রায়নও শিকার করেছেন স্মৃতি মান্ধানার গুরুত্বপূর্ণ উইকেট। ডেথ ওভারে কার্যত কাঁপুনি ধরালেন খাকা। মহিলাদের বিশ্বকাপ ফাইনালে ইতিপূর্বে কোনও দল এত রান করতে পারেনি। তবে এই দক্ষিণ আফ্রিকা দলে যথেষ্ট ব্যাটিং গভীরতা রয়েছে। ফলে এই রান তাড়া করা সম্ভব হবে কি না, সেটা একমাত্র সময়ই বলবে। আপাতত কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংস।



  • Nov 02, 2025 20:27 IST

    IND W vs SA W Live Updates: শেষ হল ভারতের ব্যাটিং

    IND W vs SA W Live Updates:শেষ হল ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং। দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। টিম ইন্ডিয়া ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করেছে। শেষ ওভারে এসেছে মাত্র ৬ রান। দক্ষিণ আফ্রিকাকে এই ম্য়াচ জিততে হলে ২৯৯ রান করতে হবে।



  • Nov 02, 2025 20:23 IST

    IND W vs SA W Live Updates: আউট রিচা

    IND W vs SA W Live Updates: রিচা ঘোষ ২৪ বলে ৩৪ রানের ইনিংস উপহার দিলেন। শেষ ওভারের ঠিক আগেই টিম ইন্ডিয়া এই গুরুত্বপূর্ণ উইকেট হারাল। শেষ ওভারে দীপ্তি শর্মাকে দায়িত্ব নিতে হবে। কম করে ১০ থেকে ১৫ রান করতে হবে।



  • Nov 02, 2025 20:17 IST

    IND W vs SA W Live Updates: দুরন্ত হাফসেঞ্চুরি দীপ্তির

    IND W vs SA W Live Updates: ৫৩ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন দীপ্তি শর্মা। একটা দিক ধরে রেখেছেন তিনি। তবে এবার তাঁকে বড় শট হাঁকাতে হবে। ৪৮ ওভার শেষে টিম ইন্ডিয়া ২৮৬ রান করেছে



  • Nov 02, 2025 20:16 IST

    IND W vs SA W Live Updates: ব্যাট হাতে ধামাকা রিচার

    IND W vs SA W Live Updates: রিচা ঘোষ ব্যাট হাতে আপাতত তাণ্ডব চালাচ্ছেন। সহজেই বল পাঠাচ্ছেন বাউন্ডারির বাইরে



  • Nov 02, 2025 19:58 IST

    IND W vs SA W Live Updates: আউট আমনজ্যোৎ কৌর

    IND W vs SA W Live Updates: ব্যাট হাতে বিশেষ নজর কাড়তে পারলেন না আমনজ্যোৎ কৌর। মাত্র ১২ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে গেলেন। টিম ইন্ডিয়ার অর্ধেক ব্যাটেলিয়ন আপাতত প্যাভিলিয়নে ফিরে গিয়েছে।



  • Nov 02, 2025 19:56 IST

    IND W vs SA W Live Updates: জীবনদান পেলেন দীপ্তি শর্মা

    IND W vs SA W Live Updates: ৩৯ রানের মাথায় জীবনদান পেলেন দীপ্তি শর্মা। এই সুযোগের ফায়দা তিনি অবশ্যই তুলতে চাইবেন। ৪১ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর বোর্ডে ২৩৬ রান যুক্ত হয়ে গিয়েছে।



  • Nov 02, 2025 19:40 IST

    IND W vs SA W Live Updates: ক্লিন বোল্ড হরমনপ্রীত

    IND W vs SA W Live Updates: ফাইনাল ম্য়াচে জেমিমার পর অধিনায়ক হরমনপ্রীত কৌরও ব্যাট হাতে গর্জন করতে পারলেন না। অধিনায়ক মাত্র ২০ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। টিম ইন্ডিয়া চতুর্থ উইকেট হারাল।



  • Nov 02, 2025 19:32 IST

    IND W vs SA W Live Updates: ২০০ রান টপকাল টিম ইন্ডিয়া

    IND W vs SA W Live Updates: ২০০ রানের চৌকাঠ স্পর্শ করল ভারতীয় ক্রিকেট দল। দীপ্তি এবং হরমনপ্রীতের কাঁধে আপাতত বড় দায়িত্ব রয়েছে। এই উইকেটে হরমনপ্রীত কেমন ব্যাটিং পারফরম্য়ান্স করবেন, সেটার উপরই টিম ইন্ডিয়ার মোট রান নির্ভর করবে।



  • Nov 02, 2025 19:30 IST

    IND W vs SA W Live Updates: স্টেডিয়ামে এসেছেন রোহিত শর্মা

    IND W vs SA W Live Updates: টিম ইন্ডিয়াকে চিয়ার করার জন্য ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এলেন রোহিত শর্মা, ৩৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১৯৫ রান। দীপ্তি এবং হরমনপ্রীত একটা বড় পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করছেন।



  • Nov 02, 2025 19:10 IST

    IND W vs SA W Live Updates: ৫ রানের মধ্যে জোড়া উইকেট হারাল ভারত

    IND W vs SA W Live Updates: ৫ রানের মধ্যে লাগাতার ২ উইকেট হারাল টিম ইন্ডিয়া। এবার এখানে একটা বড়সড় ওপেনিং পার্টনারশিপের দরকার রয়েছে। কারণ আরও একটা উইকেট পড়লে দক্ষিণ আফ্রিকা ফাইনাল ম্য়াচে কামব্যাক করতে পারবে। অধিনায়ক হরমনপ্রীত কৌরকে দায়িত্ব সামলাতে হবে।



  • Nov 02, 2025 18:58 IST

    IND W vs SA W Live Updates: ফিরলেন জেমি রডরিগস, ভারতের তৃতীয় উইকেটের পতন

    IND W vs SA W Live Updates: ভারতের তৃতীয় উইকেটের পতন। ফিরলেন জেমিমা রডরিগস। পরপর ২ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া অনেকটা ব্যাকফুটে চলে গেল। ৩৭ বলে ২৪ রান করলেন জেমি। এই নিয়ে দ্বিতীয় উইকেট শিকার করলেন খাকা। টিম ইন্ডিয়া আপাতত ১৭১ রান করেছে।



  • Nov 02, 2025 18:51 IST

    IND W vs SA W Live Updates: ভারতের দ্বিতীয় উইকেটের পতন

    IND W vs SA W Live Updates: ফাইনাল ম্য়াচে দ্বিতীয় উইকেট হারাল টিম ইন্ডিয়া। ফিরে গেলেন শেফালি বর্মা। এই ম্য়াচে তিনি ৭৮ বলে ৮৭ রান করলেন। খাকার বলে তিনি ক্যাচ আউট হয়ে ফিরে যান। ২৯ ওভার শেষে ভারত ২ উইকেট হারিয়ে ১৭১ রান করেছে।



  • Nov 02, 2025 18:41 IST

    IND W vs SA W Live Updates: ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১৫১/১

    IND W vs SA W Live Updates: ২৫ ওভারের খেলা হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়া আপাতত এক উইকেট হারিয়ে ১৫১রান করেছে। শেফালি ৭৮ এবং জেমিমা ১৮ রানে ব্যাট করছেন।



  • Nov 02, 2025 18:31 IST

    IND W vs SA W Live Updates: ২৩ ওভার শেষে ভারতের স্কোর ১৩৪/১

    IND W vs SA W Live Updates: ২৩ ওভারের খেলা হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়া আপাতত এক উইকেট হারিয়ে ১৩৪ রান করেছে। শেফালি আপাতত দুর্দান্ত ব্যাট করছেন। আপাতত তিনি ৬৫ রানে ব্যাট করছেন। ১৪ রানে যোগ্য সঙ্গত দিচ্ছেন জেমিমা রডরিগস।



  • Nov 02, 2025 18:22 IST

    IND W vs SA W Live Updates: জীবনদান পেলেন শেফালি

    IND W vs SA W Live Updates: শেফালি বর্মা একটি জীবনদান পেলেন। বড় শট হাঁকাতে গিয়ে শেফালি বলটা প্রায় ফিল্ডারের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু, বশ তাঁর ক্যাচটা ফেলে দেন। এই ক্যাচটা দক্ষিণ আফ্রিকাকে বিপাকে ফেলতে পারে।



  • Nov 02, 2025 18:20 IST

    IND W vs SA W Live Updates: হাফসেঞ্চুরি পূরণ করলেন শেফালি বর্মা

    IND W vs SA W Live Updates: ৪৯ বলে শেফালি নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন। ফাইনাল ম্যাচে শেফালি যে সুযোগ পেয়েছেন, সেটা তিনি পূর্ণ সদ্ব্যবহার করছেন। এই ইনিংসটা এবার বড় করতে হবে। ক্রিজে আপাতত টিকে থাকতে হবে।



  • Nov 02, 2025 18:13 IST

    IND W vs SA W Live Updates: ভারতের প্রথম উইকেটের পতন

    IND W vs SA W Live Updates: টিম ইন্ডিয়ার প্রথম উইকেটের পতন হল। ফিরে গেলেন স্মৃতি মান্ধানা। ট্রায়নের বলে ক্যাচ আউট হয়ে গেলেন তিনি। ৫৮ বলে করলেন ৪৫ রান। তার থেকেও বড় কথা, শেফালি বর্মার সঙ্গে ১০৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।



  • Nov 02, 2025 18:04 IST

    IND W vs SA W Live Updates: ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৯২/০

    IND W vs SA W Live Updates: ১৬ ওভার শেষে টিম ইন্ডিয়া স্কোর বোর্ডে ৯২ রান যোগ করে ফেলেছে। ৪৭ রানে ব্যাট করছেন শেফালি বর্মা। অন্যদিকে স্মৃতি মান্ধানা ৩৫ রান করে ফেলেছেন। দুজনের মধ্যে শতরানের পার্টনারশিপ গড়ে উঠছে। আপাতত পানীয় জলের বিরতি গ্রহণ করা হয়েছে।



  • Nov 02, 2025 17:45 IST

    IND W vs SA W Live Updates: ১০ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৬৪/০

    IND W vs SA W Live Updates: ১০ ওভারের খেলা শেষ হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়া স্কোর বোর্ডে ৬৪ রান তুলে ফেলেছে। শেফালি ২৯ এবং স্মৃতি ২৭ রানে ব্যাট করতছে। প্রথম উইকেটে খোঁজে দক্ষিণ আফ্রিকা।



  • Nov 02, 2025 17:37 IST

    IND W vs SA W Live Updates: ৫০ রানের চৌকাঠ স্পর্শ ভারতের

    IND W vs SA W Live Updates: ৬.৩ ওভারে টিম ইন্ডিয়া ৫০ রানের চৌকাঠ স্পর্শ করে ফেলল। ফাইনাল ম্য়াচে এমনই সূচনার দরকার ছিল। আর সেটা ভারত পেয়ে গিয়েছে। এবার এই সূচনাকেই শেষ পর্যন্ত ধরে রাখতে হবে।



  • Nov 02, 2025 17:32 IST

    IND W vs SA W Live Updates: ধামাকাদার শুরুয়াত টিম ইন্ডিয়ার

    IND W vs SA W Live Updates: ৬ ওভার শেষে মান্ধানা এবং শেফালির জুটি ৪৫ রান করে ফেলেছে। শেফালি ১৭ বলে করেছেন ২১ রান। অন্যদিকে, মান্ধানা ১৬ রান করেছেন। ফাইনাল ম্য়াচে এমনই একটা সূচনার দরকার ছিল।



  • Nov 02, 2025 17:29 IST

    IND W vs SA W Live Updates: দাপট দেখাচ্ছেন শেফালি

    IND W vs SA W Live Updates: ব্য়াট হাতে শেফালি বর্মা আপাতত অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছেন। তাঁর ব্যাট থেকে এখনও পর্যন্ত চারটে ৪ বেরিয়ে এসেছে। শুরুটা বেশ ভাল করেছে টিম ইন্ডিয়া। আপাতত এই ইনিংসটা বডড় করতে হবে শেফালিকে।



  • Nov 02, 2025 17:18 IST

    IND W vs SA W Live Updates: দেখেশুনে খেলছেন স্মৃতি-শেফালি

    IND W vs SA W Live Updates: স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা আপাতত দেখেশুনে খেলছেন। তিন ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর বোর্ডে ১৩ রান যোগ হয়েছে। বৃষ্টির কারণে উইকেটে এখনও আর্দ্রতা রয়েছে। ভারতীয় ক্রিকেট দলের অ্যাপ্রোচ আপাতত একেবারে ঠিক আছে।



  • Nov 02, 2025 17:15 IST

    IND W vs SA W Live Updates: ২ ওভার শেষে ভারতের স্কোর ৭/০

    IND W vs SA W Live Updates: এখনও পর্যন্ত ২ ওভার খেলা হয়েছে। বাউন্ডারি হাঁকিয়ে খাতা খুলেছেন শেফালি বর্মা। আপাতত তিন ৬ রানে ব্যাট করছেন। অন্যদিকে, স্মৃতি মান্ধানা এক রানে দাঁড়িয়ে রয়েছেন। উইকেটে সেট হওয়ার চেষ্টা করছেন তিনি।



  • Nov 02, 2025 17:10 IST

    IND W vs SA W Live Updates: কোথায় দেখবেন বিশ্বকাপের ফাইনাল ম্য়াচ?

    IND W vs SA W Live Updates: শুরু হয়ে গিয়েছে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্য়াচ। ইতিমধ্যে ব্য়াট করতে নেমেছে টিম ইন্ডিয়া। বেলা তিনটের সময় এই ম্য়াচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, বৃষ্টির কারণে তা বিকেল ৫টা থেকে শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকেই জানেন না যে কোথায় এই ফাইনাল ম্য়াচ উপভোগ করতে পারবেন। নীচের লিঙ্কে ক্লিক করে জেনে নিন বিস্তারিত:

    এভাবে দেখতে পারেন মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্য়াচ



  • Nov 02, 2025 17:03 IST

    IND W vs SA W Live Updates: স্মৃতির থেকে বড় ইনিংসের প্রত্যাশা

    IND W vs SA W Live Updates: ফাইনাল ম্য়াচে প্রথমে ব্যাট করতে নামবে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে ভারতের হয়ে ওপেন করতে নামছেন স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা। আশা করা হচ্ছে, দুজনে শুরুটা বেশ ভাল করবেন। এই বিশ্বকাপে স্মৃতি ব্যাট হাতে যথেষ্ট নজর কেড়েছেন।



  • Nov 02, 2025 16:44 IST

    IND W vs SA W Live Updates: দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

    IND W vs SA W Live Updates: লরা উলভার্ট (অধিনায়ক), তাজ়মিন ব্রিৎজ়, আনেকে বশ, সুন লাস, মারিজানে কাপ্প, অ্যানারি ডার্কশেন, শিনালো জাফটা (উইকেটকিপার), চোল ট্রায়ন, নাদি ডি ক্লার্ক, আয়াবোঙ্গা খাকা, নংকুলুলেকো মালাবা।



IND W vs SA W Women’s ODI World Cup 2025 Indian Women Cricket Team