/indian-express-bangla/media/media_files/2025/04/01/wsnBtFXAkKnfNZvnyGCf.jpg)
কলকাতা নাইট রাইডার্স দলের ফিনিশার রিঙ্কু সিং
চলতি আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) থেকে যে প্রত্য়াশা করা হয়েছিল, সেটা এখনও তারা পূরণ করতে পারেনি। প্রথম তিনটে ম্য়াচের মধ্যে দুটোতেই হেরে গিয়েছে কেকেআর (KKR) ব্রিগেড। যে ক্রিকেটারদের নাইট ম্য়ানেজমেন্ট রিটেন করেছিল, সেই তালিকায় নাম রয়েছে দলের তারকা ফিনিশার রিঙ্কু সিংয়েরও (Rinku Singh)। মরশুম শুরুর আগে থেকেই যেভাবে তাঁকে নিয়ে মাতামাতি শুরু হয়েছিল, তার ছিটেফোঁটা প্রতিদানও রিঙ্কু এখনও দিতে পারেননি। আর সেকারণেই সমর্থকদের ক্ষোভ ক্রমশ বাড়তে শুরু করেছে।
এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এখনও পর্যন্ত তিনটে ম্য়াচ খেলেছেন রিঙ্কু। ১৩ কোটি টাকার বিনিময়ে তাঁকে রিটেন করা হলেও, এখনও পর্যন্ত তিনি মাত্র ২৯ রান করেছেন। সর্বাধিক ১৭ রান। তবে সমস্যাটা চলতি মরশুম নিয়ে একেবারেই নয়। গত বছরও ১৫ ম্য়াচে তিনি মাত্র ১৬৮ রান করেছিলেন। সর্বাধিক ২৬ রান এবং ব্যাটিং গড় ১৮.৬৭। কেকেআর ম্য়ানেজমেন্ট এখনও ২০২৩ সালের রিঙ্কুকে ধরেই বসে রয়েছেন। আশা করছেন, কোনও একটি ম্য়াচে যশ দয়ালের মতো কোনও বোলারের বিরুদ্ধে তিনি হয়ত জ্বলে উঠতে পারবেন। কিন্তু সেই মাহেন্দ্রক্ষণ যে কবে আসবে, সেটা স্বয়ং ঈশ্বরও বোধহয় বলতে পারবেন না।
দারিদ্রের বিরুদ্ধে রিঙ্কুর লড়াই
একথা অস্বীকার করতে কোনও বাধা নেই যে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম জনপ্রিয় মুখ হলেন রিঙ্কু সিং। ২০১৭ সালে তিনি মাত্র ১০ লাখ টাকায় কেকেআর ব্রিগেডে যোগ দিয়েছিলেন। পরিবারের আর্থিক অবস্থা যথেষ্ট খারাপ ছিল। কিন্তু, সেখান থেকে যেভাবে রিঙ্কু লড়াই করে উঠে এসেছেন, তা সত্যিই প্রশংসনীয় ছিল। একটা সময় টাকার জন্য ঝাড়ুদারের কাজ পর্যন্ত করতে হয়েছে এই তারকা নাইটকে।
বদলে গিয়েছে পরিস্থিতি
তবে আজ পরিস্থিতি একেবারে বদলে গিয়েছে। ২০২৪ সালে যেখানে তাঁর দর ছিল ৫৫ লাখ টাকা, ২০২৫ সালে ১৩ কোটি টাকায় তাঁকে রিটেন করা হয়েছে। অনেকে ইতিমধ্যে বলতেও শুরু করেছেন, আচমকা আর্থিক উন্নতির কারণে রিঙ্কুর ব্যাটিং পারফরম্য়ান্স এমন নিম্নমুখী হয়েছে। আজ নাইটদের অধিকাংশ অনুষ্ঠানেই রিঙ্কুকে দেখতে পাওয়া যায়। কিন্তু, ২২ গজের লড়াইয়ে তাঁর ব্যাটিং ধামাকা আর দেখা যায় না।
কলকাতা নাইট রাইডার্স গত ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৮ উইকেটে হেরে গিয়েছে। তাও ৪৩ বল বাকি থাকতে। একটা সময় যখন একের পর এক উইকেট হারাচ্ছিল কলকাতা, তখন অনেকেই আশা করেছিলেন যে রিঙ্কু হয়ত একটা দিকে হাল ধরে রাখতে পারবেন।
কিন্তু, সেই দায়িত্ব পালন করেননি নাইট ব্রিগেডের এই তারকা ব্যাটার। ১৪ বলে মাত্র ১৭ রান করে ফিরে যান তিনি। আর সেকারণে সমর্থকদের ক্ষোভ আরও বেড়ে গিয়েছে। আগামী বৃহস্পতিবার (৩ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা। এই ম্য়াচে রিঙ্কু সিং নিজের যোগ্যতার প্রতি সুবিচার করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।