/indian-express-bangla/media/media_files/2025/04/23/1P5yb0tiZOW5AyOrYwZ6.jpg)
অম্বাতি রায়াডু এবং ঋষভ পন্থ
LSG vs DC: চলতি আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে ঋষভ পন্থ (Rishabh Pant) এবং তাঁর দল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) আরও একটি ম্য়াচ হেরে গেল। সেটাও আবার ঘরের মাঠে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ঋষভ তাঁর প্রাক্তন দল, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই ম্য়াচটা হেরেছে। অভিযোগ উঠতে শুরু করেছে, মঙ্গলবার (২২ এপ্রিল) লখনউ সুপার জায়ান্টসকে তাদেরই বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে হারতে হয়েছে।
এই ম্য়াচে লখনউ প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫৯ রান করে। দিল্লি সেটা ১৩ বল বাকি থাকতেই অর্জন করে নেয়। আর সেইসঙ্গে ৮ উইকেটে এই ম্য়াচটা তারা নিজেদের পকেটে পুরে নিয়েছে। লখনউয়ের এই কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে ঋষভ পন্থের ব্যাটিং। মঙ্গলবার লখনউয়ের ইকানা স্টেডিয়ামে তিনি এতটাই নীচের দিকে ব্যাট করতে নেমেছিলেন যে তখন আর কিছুই করার ছিল না। যদিও ২ বল খেলে তিনি শেষপর্যন্ত কোনও রান করতে পারেননি। অন্যদিকে, লখনউয়ের প্রাক্তন অধিনায়ক কেএল রাহুল মনে রাখার মতো একটি ইনিংস উপহার দেন। অপরাজিত হাফসেঞ্চুরি করে তিনি দিল্লির জয় সুনিশ্চিত করেন। পাশাপাশি, আইপিএল টুর্নামেন্টে দ্রুততম ৫,০০০ রানের মালিকও তিনি হয়ে যান।
কিন্তু, কেন ঋষভ এতটা নীচে ব্যাট করতে নামলেন? জবাবে পন্থ বলেন, 'আশা করেছিলাম, সামাদকে উপরের দিকে ব্যাট করতে পাঠালে হয়ত কিছুটা রান উঠবে। তারপর মিলার এল। কিন্তু, সেভাবে কেউ রান করতে পারেনি। এই ব্যাপারগুলো নিয়ে আমাদের পর্যবেক্ষণ করতে হবে। কোন কম্বিনেশন দল নামালে সাফল্য আসবে, সেটা নির্ধারণ করতে হবে।'
এরপর ঋষভকে প্রশ্ন করা হয়, গত কয়েকটা ম্য়াচে লখনউ প্রথমে ব্যাট করতে নামলেই আয়ুশ বদৌনিকে কেন ইমপ্যাক্ট সাব হিসেবে মাঠে নামানো হচ্ছে? যদিও লখনউয়ের কাছে মায়াঙ্ক যাদবের মতো একজন বোলিং সাব রয়েছেন।
কেন খেলানো হচ্ছে না মায়াঙ্ক যাদবকে?
জবাবে ঋষভ বললেন, 'এখানে টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। কিন্তু, দল হিসেবে আমরা আর কোনও অজুহাত দিতে চাই না। এই একটা কারণেই আয়ুশকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয়েছে, যাতে মায়াঙ্ক আরও খানিকটা গেম টাইম পায়। কারণ, ওকে আমরা এমনিতেই মরশুমের প্রথমদিকে চেয়েছিলাম। কিন্তু, এখন তো টুর্নামেন্ট মাঝপথে দাঁড়িয়ে রয়েছে। এখন ওকে NCA থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সেকারণে ওকে আরেকটু ফিট হওয়ার সময় দিচ্ছিলাম।'
কী বললেন অম্বাতি রায়াডু?
ম্যাচের পর জিও হটস্টারে অম্বাতি রায়াডু (Ambati Rayudu) বললেন, 'এবার ঋষভের উচিত এই হারের কিছুটা দায় নিজের উপর নেওয়া। এবার ও নিজের সিদ্ধান্ত নিজেই নিক। একটা ভাল দলের কাছে এমন ছবি একেবারেই কাম্য নয়। সবকিছু তো আর বন্ধ দরজার আড়ালে হয় না।'
Rishabh Pant: ঘরের মাঠে লজ্জার হার, কার ঘাড়ে দোষ চাপালেন ঋষভ পন্থ?
সেইসঙ্গে তিনি আরো যোগ করেন, 'তুমি চাইছ, সবকিছু বন্ধ দরজার আড়ালেই হোক। এবার অন্তত সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে পন্থকে কঠোর হতেই হবে। একমাত্র তাহলেই লখনউ সুপার জায়ান্টসের ভাল হবে। ওর আরও উপরের দিকে ব্যাট করতে নামা উচিত ছিল। আর কোনও অজুহাত মানায় না। এই দলটার ও অধিনায়ক। আর এটা অধিনায়কের খেলা। সেটা আমরা সকলেই জানি। এই দলটাকে জয়ের সরণীতে ফিরতে হলে বেশ কয়েকটা পরিবর্তন করতে হবে। মায়াঙ্ক যাদবকে দলে নিয়ে এসো। ঋষভ, তুমি আরও উপরের দিকে ব্যাট করতে নামো। গোটা পরিস্থিতি নিয়ে তোমাকে যথেষ্ট চিন্তিত দেখাচ্ছে।'