/indian-express-bangla/media/media_files/2025/10/04/rohit-sharma-2-2025-10-04-10-18-59.jpg)
টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা
Rohit Sharma: শনিবার অর্থাৎ ৪ অক্টোবর ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) বড়সড় রদবদল দেখা যেতে পারে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (BCCI) নির্বাচক কমিটির একটি বৈঠক আয়োজন করা হচ্ছে। এই বৈঠকে টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। টেস্ট এবং টি-২০'র পর এবার ওয়ানডে ক্রিকেট অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। আর শনিবারের বৈঠকে একটি বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। মাত্র ৭ মাস আগেই রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছিল। কিন্তু, আগামী সিরিজে রোহিত শর্মাকেই অধিনায়ক করা হবে কি না, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। আশা করা হচ্ছে, এই প্রশ্নের উত্তর ৪ অক্টোবরই পাওয়া যাবে। আগামী অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজের জন্য টিম ইন্ডিয়ার নির্বাচন করা হবে।
Rohit Sharma In Hospital: মাঝরাতে ভর্তি হাসপাতালে, আচমকা কী হল রোহিত শর্মার?
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে যাবে। সেখানে ২ দলের মধ্যে ওয়ানডে এবং টি-২০ সিরিজ আয়োজন করা হবে। সূত্রের খবর, এই সিরিজের জন্য ৪ অক্টোবর অজিত আগরকরের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচক কমিটি বৈঠকে বসতে পারে। সেখানেই অস্ট্রেলিয়া সফরের জন্য স্কোয়াড বেছে নেওয়া হবে। তবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের নজর আপাতত বিরাট কোহলি এবং রোহিত শর্মার প্রত্যাবর্তনের উপরেই থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে আর টিম ইন্ডিয়ার এই দুই মহারথীকে দেখতে পাওয়া যায়নি। আশা করা হচ্ছে, এই ওয়ানডে সিরিজের হাত ধরেই আবারও তাঁরা ভারতীয় ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন।
Rohit Sharma Fitness Test: ফিটনেস টেস্ট দিলেন রোহিত, কী হল রেজাল্ট? আদৌ সুযোগ পাবেন টিম ইন্ডিয়ায়!
রোহিতের অধিনায়কত্ব নিয়ে হতে পারে সরাসরি আলোচনা
ভারতীয় ক্রিকেট দলে বিরাট এবং রোহিতের প্রত্যাবর্তন মোটামুটি নিশ্চিত হলেও, এই ২ ক্রিকেটারের ওয়ানডে ভবিষ্যৎ কী হতে চলেছে, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সেইসঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ওয়ানডে ক্রিকেটের অধিনায়কত্বও। ক্রিকবাজে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচকরা এই ব্যাপারে রোহিতের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারেন। এই সিরিজের পাশাপাশি রোহিতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হবে। এই সিরিজের পর ভারতীয় ক্রিকেট দলে রোহিত শর্মার ভবিষ্যৎ কী হতে চলেছে, সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু আপাতত যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে এটাই তাঁর ওয়ানডে কেরিয়ারে শেষ সিরিজ হতে চলেছে। যদি এটা রোহিতের শেষ ওয়ানডে সিরিজ না'ও হয়, তদুপরি তাঁর অধিনায়কত্ব কেড়ে নেওয়া হতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন।
Rohit Sharma Bronco Test: ব্রঙ্কো টেস্ট দিতে হবে রোহিত শর্মাকে! জানেন এটা কী ধরনের পরীক্ষা?
শেষবার মাঠে নামছেন অধিনায়ক রোহিত?
আপাতত এই বৈঠকে নির্বাচকরা রোহিত শর্মাকে নিয়ে কী সিদ্ধান্ত গ্রহণ করেন, সেদিকেই সকলের নজর থাকবে। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান এবং সাফল্যের কথা মাখায় রেখে অস্ট্রেলিয়া সিরিজে হয়ত অধিনায়কত্ব তাঁর কাঁধেই দেওয়া হবে। তবে ওয়ানডে ফরম্য়াটে টিম ইন্ডিয়ার আগামী অধিনায়ক শুভমান গিলকেই করা হয় কি না, সেটাও আপাতত আলোচনার বিষয়। অনেকে আবার বলছেন যে শ্রেয়স আইয়ার কিংবা কেএল রাহুলকে এই দায়িত্ব দেওয়া হতে পারে। যাইহোক না কেন, এই বৈঠকে রোহিতের অধিনায়কত্ব নিয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তা একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছে।