/indian-express-bangla/media/media_files/2025/08/30/rohit-sharma-bronco-test-4-2025-08-30-19-22-37.jpg)
Rohit Sharma: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা এবং পেস বোলার জসপ্রীত বুমরাহ সহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস টেস্ট দিলেন। তবে প্রত্যেকের নজর রোহিত শর্মার উপরেই ছিল। সংবাদ সংস্থা PTI জানিয়েছে, রোহিত কোনও ঝুট-ঝামেলা ছাড়াই এই ফিটনেস টেস্টে পাস করেছেন। রোহিতের পাশাপাশি শুভমান গিল, জসপ্রীত বুমরাহ এবং জীতেশ শর্মাও সফলভাবে এই টেস্ট পাশ করেছেন।
Rohit Sharma Bronco Test: ব্রঙ্কো টেস্ট দিতে হবে রোহিত শর্মাকে! জানেন এটা কী ধরনের পরীক্ষা?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে পারেন রোহিত শর্মা
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ৩০ এবং ৩১ অগাস্ট ভারতীয় ক্রিকেটারদের এই টেস্ট হয়েছে। আসলে, সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ক্রিকেটারদের ফিটনেস পরখ করার জন্য ইয়ো-ইয়ো টেস্টের পাশাপাশি ব্রঙ্কো টেস্টও চালু করা হয়েছে। তবে ক্রিকেটারদের ব্রঙ্কো টেস্ট হয়েছে কি না, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, ক্রিকেটারদের ইয়ো-ইয়ো টেস্ট অবশ্যই হয়েছে। আর তাতে প্রত্যেক ভারতীয় ক্রিকেটারই পাশ করে গিয়েছে। টেস্ট এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর রোহিত শর্মাকে আপাতত টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে দেখা যায়নি। আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে পারেন।
Rohit Sharma: রোহিত শর্মাকে কেন আচমকা ডেকে পাঠাল বিসিসিআই, সামনে এল বড় আপডেট
এশিয়া কাপের জন্য শুভমান গিলকে সহ অধিনায়ক করা হয়েছে
আপনারা সকলেই জানেন যে শুভমান গিলের জন্য এই ফিটনেস টেস্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। জ্বরের কারণে শুভমান ২০২৫ দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্য়াচ খেলতে পারেননি। তাঁকে নর্থ জোনের অধিনায়ক নির্বাচন করা হয়েছে। তবে এবার তিনি আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়া কাপ টুর্নামেন্টে খেলতে নামবেন। এই টুর্নামেন্টে শুভমান গিলকে টিম ইন্ডিয়ার অধিনায়ক নির্বাচন করা হয়েছে। এবারের এশিয়া কাপ টুর্নামেন্ট টি-২০ ফরম্য়াটে আয়োজন করা হবে।
Rohit Sharma New Look: এ কী অবস্থা রোহিতের? থলথলে ভুঁড়ি, ফুলে গেছে গাল! ভাইরাল ভিডিও
এই ক্রিকেটাররা পাশ করেছেন ফিটনেস টেস্ট
সংবাদসংস্থা PTI-এর খবর অনুসারে, অন্য যে ক্রিকেটাররা এই ফিটনেস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, তাঁরা হলেন - মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর এবং শার্দূল ঠাকুর। জয়সওয়াল এবং ওয়াশিংটনকে আসন্ন এশিয়া কাপে স্ট্যান্ডবাই ক্রিকেটারদের তালিকায় রাখা হয়েছে। অন্যদিকে, চলতি দলীপ ট্রফিতে ওয়েস্ট জোনকে নেতৃত্ব দিচ্ছেন শার্দূল ঠাকুর।