IPL 2025 news: মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলের প্রাক্তন অধিনায়ক তথা ওপেনার রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাটিং ফর্ম অনেকদিন ধরেই বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছে। যদিও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে তিনি দুর্দান্ত প্রত্য়াবর্তন করেছেন।
এই ম্য়াচে রোহিত ৭৬ রানে অপরাজিত থাকেন। আর সেই দৌলতেই মুম্বই ইন্ডিয়ান্স ৯ উইকেটে জয়লাভ করেছে। ফর্মে ফেরার পর রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচকে ধন্যবাদ জানালেন। ইনি হচ্ছেন সেই কোচ যাঁকে বিসিসিআই সম্প্রতি টিম ইন্ডিয়া থেকে ছাঁটাই করেছে।
Rohit Sharma and Sanjiv Goenka: 'আপনার আর চিন্তা কী!' সঞ্জীব গোয়েঙ্কাকে কেন একথা বললেন রোহিত? দেখুন ভিডিও
প্রত্যাবর্তনের কৃতিত্ব কাকে দিলেন রোহিত শর্মা?
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রোহিত শর্মা নজরকাড়া ব্যাটিং করেছেন। ৪৫ বলে তাঁর ব্যাট থেকে ৭৬ রানের ঝকঝকে ইনিংস বেরিয়ে আসে। তিনি এই স্পেশাল ইনিংসটা ৪ বাউন্ডারি এবং ৬ ওভার বাউন্ডারি দিয়ে সাজিয়েছেন। বহুদিন ধরেই রোহিতের ব্যাটে রানের খরা চলছিল। সেকারণে তাঁকেই এই ম্য়াচের সেরা নির্বাচন করা হয়।
Rohit Sharma: কোচের পর এবার রোহিতের উপরেও খাঁড়া? BCCI-এর অ্যাকশন মোডে তুলকালাম
ম্যাচের পর রোহিত একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন। সেখানে তিনি অভিষেক নায়ারকে (Abhishek Nayar) ধন্যবাদ জানান। আসলে, অস্ট্রেলিয়া সফরে খারাপ পারফরম্য়ান্সের পর রোহিত শর্মার ব্যাটিং পারফরম্য়ান্স উন্নত করতে অভিষেক নায়ার যথেষ্ট পরিশ্রম করেছিলেন। পাশাপাশি রোহিতের ফিটনেস ফিরিয়ে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন অভিষেক। সেকারণে রোহিত নিজের প্রত্যাবর্তনের কৃতিত্ব তাঁকেই দিয়েছেন।
Rohit Sharma Mumbai Indians: টিম ইন্ডিয়ার অধিনায়ক, অথচ IPL-এ ইমপ্যাক্ট প্লেয়ার! সম্মানের খাতিরেই রোহিতকে খেলাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স?
সম্প্রতি অভিষেক নায়ারকে ছাঁটাই করেছে BCCI
টিম ইন্ডিয়ায় অ্যাসিস্ট্যান্ট কোচের পদে দায়িত্ব পালন করছিলেন অভিষেক নায়াক। সম্প্রতি, ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ থেকে তাঁকে সরিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এরপর তিনি আবারও কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়েছেন। প্রসঙ্গত, টিম ইন্ডিয়ায় যোগ দেওয়ার আগে অভিষেক কলকাতা নাইট রাইডার্সের হয়েই কাজ করতেন।
Rohit Sharma IPL 2025: 'আমাকে এখানে ঢুকতেও দিত না', বিধ্বংসী ব্যাটিংয়ের রাতে ওয়াংখেড়ে নিয়ে কেন একথা রোহিতের?
রোহিত শর্মা ছাড়াও কেএল রাহুল তাঁর পারফরম্য়ান্সের কৃতিত্ব অভিষেক নায়ারকেই দিয়েছিলেন। এই আইপিএল মরশুম শুরু হওয়ার আগে রোহিত এবং রাহুলের ব্যাটিং পারফরম্যান্স উন্নত করতে কঠোর পরিশ্রম করেছিলেন অভিষেক নায়ার।