/indian-express-bangla/media/media_files/2025/04/18/TaB4dIs6K0IwBthSAr2w.jpg)
কেড়ে নেওয়া হতে পারে রোহিত শর্মার টেস্ট ক্যাপ্টেন্সি
Rohit Sharma Test Captaincy: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট শেষ হলেই, পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত এই টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তন দেখতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে বোর্ডের কোচিং ইউনিটে বড়সড় পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে। ব্যাটিং কোচ অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং ফিটনেস কোচ সোহম দেশাইকে BCCI-এর কেন্দ্রীয় চুক্তি থেকে বের করে দেওয়া হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, এবার ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক রোহিত শর্মাকে নিয়েও গ্রহণ করা হতে পারে বড়সড় সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেটে রোহিতের ক্যাপ্টেন্সি নিয়ে অনেকদিন ধরেই প্রশ্ন তোলা হচ্ছিল। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
রোহিতের ক্যাপ্টেন্সি নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন
সম্প্রতি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিতের নেতৃত্ব নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়। এই দুটো সিরিজেই টিম ইন্ডিয়া মুখ থুবড়ে পড়েছিল। আর সেকারণে রোহিতের টেস্ট ক্যাপ্টেন্সির উপর এবার কোপ পড়তে চলেছে। আর সেকারণে আসন্ন ইংল্যান্ড সিরিজে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) অধিনায়ক করা হতে পারে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি শুভমান গিলের (Shubman Gill) হাতে তুলে দেওয়া হতে সহ অধিনায়কের দায়িত্ব।
Rohit Sharma Injury Update: চোট সারিয়ে কবে দলে ফিরবেন রোহিত? মুম্বই কোচের কথায় বাড়ল অনিশ্চয়তা
খারাপ ব্যাটিং পারফরম্যান্স
নিন্দুকদের কথায়, রোহিতের অধিনায়কত্বের কারণেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। পাশাপাশি লাল বলের ক্রিকেটে রোহিতের ব্যাটিং পারফরম্য়ান্স নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। এমনকী, এই খারাপ ব্যাটিং পারফরম্য়ান্সের কারণেই তিনি সিডনি টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন।
Rohit Sharma Injury: আদৌ চোট না পাকাপাকি বাদ? রোহিতের অনুপস্থিতি নিয়ে বাড়ছে ধোঁয়াশা
সূত্রের খবর, ভারতীয় টিম ম্য়ানেজমেন্টও চাইছে, এবার রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করুন। টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার আর কোনও প্রয়োজনীয়তা নেই। আর সেকারণে রোহিতকে টেস্ট স্কোয়াড থেকে বের করে দেওয়া হতে পারে। তাঁর জায়গায় টিম ইন্ডিয়ার নয়া অধিনায়ক হতে পারেন জসপ্রীত বুমরাহ।
Rohit Sharma: 'বাদ পড়লেন রোহিত শর্মা?' ইমপ্যাক্ট প্লেয়ারে বড় চমক মুম্বই ইন্ডিয়ান্সের
এই পরিস্থিতিতে শুভমান গিলের ভাগ্যেও শিকে ছিঁড়তে পারে। ওয়ানডে এবং টি-২০ ফরম্য়াটে শুভমান ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্স করে যাচ্ছেন। এই পরিস্থিতিতে রোহিতের জায়গায় যদি টেস্ট স্কোয়াডেও শুভমানের জায়গা পাকা হয়ে যায়, সেক্ষেত্রে তাঁর কাঁধে সহ অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। আর ইংল্যান্ড সিরিজের পাশাপাশি আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য নতুন পরিকল্পনায় মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া।