/indian-express-bangla/media/media_files/2025/04/06/B9Ubo75RiE8TFDpQuJYr.png)
রোহিত শর্মা এবং সঞ্জীব গোয়েঙ্কা
Rohit Sharma Mumbai Indians: রোহিত শর্মা। ক্রিকেট ময়দানের এমন একজন চরিত্র, যাঁকে সবসময় প্রচারের আলোয় রাখা হয়। শুক্রবার (৪ এপ্রিল) চোটের কারণে লখনউ সুপার জায়ান্টের (LSG vs MI 2025) বিরুদ্ধে খেলতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রাক্তন অধিনায়ক। এই ম্য়াচে মুম্বই ১২ রানে পরাস্ত হয়েছিল।
ম্যাচ শেষ হওয়ার পর লখনউ সুপার জায়ান্টস দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে রোহিত শর্মা মজাদার আলোচনা করছিলেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
BCCI Rohit-Kohli: 'ওঁরা কিংবদন্তি!' রোহিত কোহলি কেন এ প্লাস গ্রেডে, চুক্তি নিয়ে সাফাই বিসিসিআইয়ের
লখনউ সুপার জায়ান্টসের 'এক্স' অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওয় সঞ্জীব গোয়েঙ্কাকে রোহিত বলছেন, 'স্যার আপনার আর চিন্তা কী? আপনার কাছে তো লর্ড রয়েছে।'
Rohit Sharma: 'বাদ পড়লেন রোহিত শর্মা?' ইমপ্যাক্ট প্লেয়ারে বড় চমক মুম্বই ইন্ডিয়ান্সের
রোহিত শর্মা এখানে লর্ড বলতে লখনউ সুপার জায়ান্টসের জোরে বোলার শার্দূল ঠাকুরকে বোঝাতে চেয়েছেন। 'লর্ড' হচ্ছে শার্দূলেরই ডাকনাম। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মেগা অকশনে শার্দূলকে কোনও দলই নিতে চায়নি। কিন্তু, লখনউয়ের বেশ কয়েকজন বোলার চোট পাওয়ার কারণে শার্দূলকে তারা শেষপর্যন্ত দলে নেয়।
দেখে নিন ভিডিও:
Rohit Sharma to Sanjiv Goenka : "sir why worry when you have lord" 😂👌
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) April 5, 2025
pic.twitter.com/tF8izaXfsX
রোহিতের পরামর্শেই বাজিমাত
লখনউ সুপার জায়ান্টসের (IPL 2025) বিরুদ্ধে গত ম্য়াচে রোহিত শর্মা না খেললেও, দলের সতীর্থ ক্রিকেটারদের তিনি যথেষ্ট সাহায্য করেন। স্ট্র্যাটেজিক টাইম আউট চলাকালীন সেই দৃশ্য দেখতে পাওয়া যায়। লখনউ ইনিংসের চলাকালীন যখন বিরতি চলছিল, সেইসময় LSG ৬ ওভার শেষে বিনা উইকেটে ৬৯ রান করে। এই সময় রোহিত শর্মা স্লো বল করার পরামর্শ দিয়েছিলেন।
Rohit Sharma Injury Update: চোট সারিয়ে কবে দলে ফিরবেন রোহিত? মুম্বই কোচের কথায় বাড়ল অনিশ্চয়তা
নিকোলাস পুরানের উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া
এরপর ম্য়াচ যখন আবারও শুরু হয়, তখন মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া স্লো বল করতে থাকেন। আর সেইসঙ্গে লখনউয়ের বিধ্বংসী ব্যাটার নিকোলাস পুরানের উইকেট শিকার করে নেন তিনি। নিকোলাস মাত্র ১২ রান করে আউট হয়ে যান। যদিও গত তিনটে ম্য়াচে তিনি ৭৫, ৭০ এবং ৪৪ রান করেছিলেন।
Rohit Sharma Injury: আদৌ চোট না পাকাপাকি বাদ? রোহিতের অনুপস্থিতি নিয়ে বাড়ছে ধোঁয়াশা
রোহিতের প্রশংসা করেন সাবা করিম
সেইসময় কমেন্ট্রি করছিলেন সাবা করিম। তিনি বলেন, 'মাঠের মধ্যে তো শুধুমাত্র ১১ ক্রিকেটার রয়েছেন। কিন্তু, রোহিত শর্মা বাইরে থেকে আসেন এবং আর দেখুন কী পরামর্শ দিলেন! একটু ধীরে বল করো। আর সেটাই করল হার্দিক। পান্ডিয়া স্লো বাউন্সার করল। আর হাতেনাতে পেল ফলাফল। বলটা সোজা দীপক চাহারের হাতে চলে যায়। এককথায় দুর্দান্ত রণনীতি।'