Rohit Sharma Duck: মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলের ওপেনার রোহিত শর্মা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একটি লজ্জার রেকর্ড কায়েম করলেন। রবিবার (২৩ মার্চ) চলতি টুর্নামেন্টের এল ক্লাসিকো আয়োজন করা হয়েছে। একদিকে মুম্বই ইন্ডিয়ান্স এবং অন্যদিকে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। আর এই ম্যাচে রোহিত রানের খাতাই খুলতে পারলেন না। তার থেকেও বড় কথা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবথেকে বেশিবার শূন্য রানে আউট হলেন। বলাই বাহুল্য, এই রেকর্ডের কথা তিনি মনে রাখতে চাইবেন না।
IPL 2025: ঈশান কিষাণের দুর্দান্ত সেঞ্চুরি! ঐতিহাসিক স্কোর সানরাইজার্সের
এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে মুম্বই ইন্ডিয়ান্স। আর মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। কিন্তু, তিনটে বল খেলতে না খেলতেই প্যাভিলিয়নে ফিরে গেলেন হিটম্যান। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টি-২০ ক্রিকেটে ২০২৪ বিশ্বকাপে রোহিত শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শূন্য রান করেছিলেন। গত বছর ওই ম্যাচটা বার্বাডোজে আয়োজন করা হয়েছিল।
IPL 2025: সবচেয়ে ব্যয়বহুল স্পেল জোফ্রা আর্চারের, ইতিহাসের পাতায় রাজস্থানের বোলার
আইপিএল টুর্নামেন্টে এই নিয়ে ১৮ বার শূন্য রানে আউট হলেন রোহিত শর্মা। আর সেইসঙ্গে তিনি দীনেশ কার্তিক এবং গ্লেন ম্যাক্সওয়েলের সর্বাধিক ডাক আউটের রেকর্ড স্পর্শ করে ফেললেন। ৩৭ বছর বয়সি রোহিতের ঝুলিতে আপাতত ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক ডাক আউটের রেকর্ড চলে এসেছে।
CSK vs MI Live Score, IPL 2025: দুরন্ত ঘর ওয়াপসি অশ্বিনের, ক্যরম বলে পরাস্ত হলেন উইল জ্যাকস
আইপিএল টুর্নামেন্টে সর্বাধিক ডাক আউট করেছেন যাঁরা -
১৮* - রোহিত শর্মা
১৮ - গ্লেন ম্যাক্সওয়েল
১৮ - দীনেশ কার্তিক
১৬ - পীযূষ চাওলা
১৬ - সুনীল নারিন
১৫ - রশিদ খান
১৫ - মনদীপ সিং
১৪ - মনীশ পাণ্ডে
১৪ - অম্বাতি রায়ুডু
IPL 2025: প্রথম ম্যাচে ধাক্কা খেয়েই দোষারোপ শুরু? কাঠগড়ায় কাউকে তুলতে চান না বলেই, জল্পনা জাগালেন কেকেআর অধিনায়ক
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চেন্নাইয়ের বিরুদ্ধে রোহিত শর্মা যদি একটি বাউন্ডারি হাঁকাতে পারতেন, তাহলে আইপিএল ইতিহাসে ৬০০ চার মারার পরিসংখ্যানে চতুর্থ স্থান অর্জন করতেন। কিন্তু, সেটাও তিনি করতে পারলেন না। রোহিত ডাক হওয়ার পর ইতিমধ্যেই সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।