/indian-express-bangla/media/media_files/2025/09/09/rohit-sharma-2025-09-09-00-16-37.jpg)
মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে গেলেন রোহিত শর্মা
Rohit Sharma: আচমকা কী হল ভারতীয় ওয়ানডে ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক রোহিত শর্মার? সোমবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে দেখতে পাওয়া গিয়েছে। সেই ছবি ভাইরাল হতেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে শুরু হয়ে গিয়েছে অজানা টেনশন। যদিও রোহিত কেন হাসপাতালে গিয়েছেন, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে ইতিমধ্যে সকলে রোহিতকে শুভেচ্ছাবার্তা পাঠাতে শুরু করেছেন।
Rohit Sharma New Look: এ কী অবস্থা রোহিতের? থলথলে ভুঁড়ি, ফুলে গেছে গাল! ভাইরাল ভিডিও
রোহিতের হাসপাতাল যাওয়ার ভিডিও:
সম্প্রতি বেঙ্গালুরুতে অবস্থিত বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্সে রোহিত শর্মা ফিটনেস টেস্ট দিয়েছিলেন। সূত্রের খবর, সেখানে তিনি যাবতীয় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের ক্ষেত্রে রোহিতকে এই গুরুত্বপূর্ণ ধাপটা পেরোতেই হত।
Rohit Sharma Fitness Test: ফিটনেস টেস্ট দিলেন রোহিত, কী হল রেজাল্ট? আদৌ সুযোগ পাবেন টিম ইন্ডিয়ায়!
চলতি বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকেই রোহিত শর্মাকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখতে পাওয়া যায়নি। গত মে মাসে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। লাল বলের ফরম্য়াটে তিনি ৬৭ ম্য়াচে মোট ৪,৩০১ রান করেন। ব্যাটিং গড় ৪০.৫৮। এরমধ্যে ১২ শতরান রয়েছে। সর্বাধিক ২১২ রান করেছেন তিনি।
Rohit Sharma Bronco Test: ব্রঙ্কো টেস্ট দিতে হবে রোহিত শর্মাকে! জানেন এটা কী ধরনের পরীক্ষা?
ভারতীয় ক্রিকেট সমর্থকরা আপাতত রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রোহিত এবং বিরাট যে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা মহারথী, তা বলা যেতেই পারে। দুবাইয়ে আয়োজিত ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর থেকেই ভারতের এই দুই ক্রিকেটার ২২ গজ থেকে দুরত্ব বজায় রেখেছেন। কবে আবার তাঁদের টিম ইন্ডিয়ার জার্সিতে দেখতে পাওয়া যাবে, তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে। রোহিত এবং বিরাট আপাতত ওয়ানডে ক্রিকেটের উপরেই ফোকাস করবেন। চলতি বছরের মাঝামাঝি তাঁরা টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন।
Rohit Sharma: রোহিত শর্মাকে কেন আচমকা ডেকে পাঠাল বিসিসিআই, সামনে এল বড় আপডেট
আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। সেখানে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এই সিরিজেই রোহিত এবং বিরাটকে ফের টিম ভারতের জার্সিতে দেখা যেতে পারে। সিরিজের প্রথম ম্য়াচটি আগামী ১৯ অক্টোবর পারথের অপ্টাস স্টেডিয়ামে আয়োজন করা হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us