/indian-express-bangla/media/media_files/2025/10/26/rohit-and-virat-1-2025-10-26-18-14-06.jpg)
রোহিত এবং বিরাটের অবসর প্রসঙ্গে মুখ খুললেন মহম্মদ কাইফ
India vs Australia 3rd ODI: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচে ধামাকাদার ব্যাটিং ব্যাটিং করেছেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ৯ উইকেটে জয়লাভ করেছে এই ম্য়াচটা। রোহিত শর্মা শেষ পর্যন্ত ১২১ এবং বিরাট কোহলি ৭৪ রানে অপরাজিত ছিলেন। এই দুই ব্যাটার ইতিমধ্যেই ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, ২০২৭ সালে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপ নিয়ে তাঁরা যথেষ্ট সিরিয়াস। ইতিমধ্যে, টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ (Mohammad Kaif) কার্যত চুপ করিয়ে দিলেন রোহিত এবং বিরাট সমালোচকদের। সঙ্গে এটাও স্পষ্ট করে দেন, এখনই অবসর গ্রহণের কথা ভাবছেন না ভারতের এই দুই ব্যাটিং মহারথী।
Rohit Sharma Century: সেঞ্চুরি তো সংখ্যা মাত্র! আগরকরকে যোগ্য জবাব দিলেন রোহিত?
সমালোচকদের যোগ্য জবাব দিলেন মহম্মদ কাইফ
ইতিমধ্যে মহম্মদ কাইফ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, রোহিত এবং বিরাট আপাতত নিশ্চিন্তে ওয়ানডে ক্রিকেট খেলবেন। ২০২৭ বিশ্বকাপের আগে অবসর গ্রহণ করার কোনও চিন্তাভাবনাই করছেন না। রোহিত-কোহলির সমালোচকদের একহাত নিয়ে তিনি বললেন, 'রোহিত শর্মা এবং বিরাট কোহলি কোথাও যাচ্ছেন না। ওঁদের উপর যথেষ্টই চাপ ছিল। বিরাট কোহলি তো ২ বার শূন্য রানেও আউট হয়ে গিয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন যে তৃতীয় ম্য়াচেও হয়ত রান করতে পারবেন না। তারপরই অবসর নিয়ে চিন্তাভাবনা শুরু করে দেবেন। সকলেই ওঁকে অবসরের দিকে ঠেলে দিচ্ছিলেন। আপনাদের জানিয়ে রাখি, বিরাট এই লড়াইটা নিজের বিরুদ্ধে লড়ছে। গত ১৭ বছর ধরে দুজনে লড়াই চালিয়ে যাচ্ছেন। ১৭ বছরের লম্বা কেরিয়ার ওঁর।'
Rohit Sharma ODI Retirement: সেঞ্চুরি হাঁকিয়েই অবসর ঘোষণা রোহিতের? চলছে তোলপাড় বিতর্ক
সঙ্গে কাইফ আরও যোগ করেছেন, 'বিরাট কোহলির ঝুলিতে ১৪ হাজার রান রয়েছে। শচীন তেন্ডুলকরের পর ওয়ানডে ক্রিকেট ইতিহাসে তিনি সর্বাধিক রান করেছেন। রোহিত শর্মার কাছে রয়েছে ১১ হাজার রান। একজনের নামে রয়েছে ৫১ এবং অন্যজনের ৩৩ শতরান রয়েছে। এবার ওঁরা মনস্থির করে ফেলেছেন। বলতে পারেন জেদও। সবাই চাইছেন ওঁরা যেন ফ্লপ হয়। তাহলেই বের করে দেওয়ার রাস্তাটা সহজ হবে। কিন্তু, এই ম্য়াচে দুই ক্রিকেটারের জেদই চোখে পড়েছে।'
Ind vs Aus Highlights Cricket Score, 3rd ODI: সিরিজ হারল ভারত, হৃদয় জিতল রো-কো জুটি
নির্বাচকদের বিরুদ্ধে তোপ দাগলেন মহম্মদ কাইফ?
এই ভিডিওতে মহম্মদ কাইফ আরও যোগ করেছেন, কয়েকজন তো রোহিত-বিরাটের ফ্লপ হওয়ার অপেক্ষা করছেন। দল থেকে কীভাবে তাড়ানো যায়, সেই ছক কষছেন। কাইফ তাঁর আভাসে-ইঙ্গিতে শুধুমাত্র সমালোচকদেরই নয়, বরং নির্বাচকদেরও একহাত নিলেন। তিনি বললেন, 'এই সিরিজে ভারতীয় ক্রিকেট দল একটাই মাত্র ম্যাচ জিততে পেরেছে। আর এই সেই ম্য়াচে রোহিত শর্মা শতরান করেছেন। অপরাজিত ছিলেন বিরাট কোহলিও। দুটো ম্য়াচ তো ভারত আগেই হেরে গিয়েছিল। ফলে এই দুই ব্যাটারের জন্যই জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। কয়েকজন তো রোহিত-বিরাটের ফ্লপ হওয়ার অপেক্ষা করছেন। দল থেকে কীভাবে তাড়ানো যায়, সেই ছক কষছেন। আমার মনে হয়, সেইসকল লোকেদের আপাতত অপেক্ষা করতে হবে। কারণ দুজনেই মনস্থির করে ফেলেছেন যে যতক্ষণ ব্যাট চলবে, ততক্ষণ খেলে যাবেন।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us