Ind vs Aus Highlights Cricket Score, 3rd ODI: সিরিজ হারল ভারত, হৃদয় জিতল রো-কো জুটি

India vs Australia: শনিবার অর্থাৎ ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে। এই সিরিজের প্রথম ২ ম্য়াচেই হেরে গিয়েছে ভারত। সেকারণে সিরিজ ইতিমধ্যে হাতছাড়া হয়ে গিয়েছে।

India vs Australia: শনিবার অর্থাৎ ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে। এই সিরিজের প্রথম ২ ম্য়াচেই হেরে গিয়েছে ভারত। সেকারণে সিরিজ ইতিমধ্যে হাতছাড়া হয়ে গিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma and Virat Kohli (2)

জয়ের পর স্বস্তির হাসি রোহিত-বিরাটের মুখে

India vs Australia: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় ওয়ানডে ম্য়াচ শেষ হল। শনিবার অর্থাৎ ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই সিরিজের প্রথম ২ ম্য়াচেই হেরে গিয়েছিল ভারত। সেকারণে সিরিজ ইতিমধ্যে হাতছাড়া হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) চেষ্টা করে, যাতে তৃতীয় ম্য়াচটা জিতে অন্তত নিজেদের সম্মান পুনরুদ্ধার করবে। সত্যি কথা বলতে কী, টিম ইন্ডিয়া শুধুমাত্র ৯ উইকেটে জয়লাভই করেনি, সিডনিতে ব্যাট হাতে রাজত্ব করলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি।

Advertisment

IND vs AUS 3rd ODI Record: কলঙ্কের ভাগীদার হবে টিম ইন্ডিয়া? ৪১ বছর পর ফের লজ্জিত হবে গোটা ভারত!

২৩৬ রানে অলআউট অস্ট্রেলিয়া

এই ম্য়াচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু, বড় স্কোর তারা খাড়া করতে পারল না। মাত্র ২৩৬ রানে অলআউট হয়ে গেল ক্যাঙারু ব্রিগেড। টিম ইন্ডিয়াকে এই ম্য়াচ জিততে হলে ২৩৭ রান করতে হবে। এই ম্য়াচে অজ়ি ব্রিগেডের শীর্ষ ৬ ব্যাটার শুরুটা বেশ ভাল করলেও, বড় রান করতে পারেননি। দলের হয়ে সর্বাধিক ৫৬ রান করলেন রেনেশো। 

Advertisment

Rohit Sharma ODI Retirement: সেঞ্চুরি হাঁকিয়েই অবসর ঘোষণা রোহিতের? চলছে তোলপাড় বিতর্ক

সিডনির উইকেটে অপ্রত্যাশিত বাউন্স দেখতে পাওয়া গেল। ভারতীয় পেসার এবং স্পিনাররা এই উইকেটের ভরপুর ফায়দা তুলেছেন। আলাদা করে নজর কাড়লেন সিরাজ। আর্শদীপের অনুপস্থিতিতে দায়িত্ব নিলেন হর্ষিত রানাও। তিনি মোট ৪ উইকেট শিকার করেছেন। প্রসিদ্ধ এবং হর্ষিতের মধ্যে খুব বেশি ফারাক নেই। দুজনেই মিডল ওভার বোলার। যেখানে ধারাবাহিকতা দেখানোর দরকার ছিল, সেটাই করেছেন। 

Virat Kohli Duck: বিরাটকে নিয়ে চরম দুঃসংবাদ, হা-হুতাশ করছেন সমর্থকরা

অন্যদিকে, ফের নিজের জাত চেনালেন কুলদীপ। যদি সংখ্যাতত্ত্বে পারফরম্য়ান্স বিচার না করা যায়, সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার এই রিস্ট স্পিনারও নজর কাড়লেন। কুলদীপের পারফরম্য়ান্সে ধারাবাহিকতা দেখা গেল। সঞ্চয়ী বোলিং করলেন অক্ষর। মোটের উপর ভাল ওয়াশিংটন। কঠিন ক্যাচ নিতে গিয়ে চোট পেয়েছেন শ্রেয়স। এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও আপডেট পাওয়া যায়নি।

Ind vs Aus Cricket Score, 2nd ODI Highlights: শেষ যাবতীয় আশা, সিরিজে লজ্জার হার ভারতের

রাজত্ব করলেন রোহিত-বিরাট

হিন্দি ভাষায় একটি কথা বেশ প্রচলিত। দো ভাই, দোনো তবাহি। আজকের ম্য়াচে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখে অন্তত একথা বলা যেতেই পারে। ভারতীয় ক্রিকেটের এই দুই মহারথীর ব্যাটিং কার্যত উপভোগ করল গোটা ক্রিকেট বিশ্ব। ১২১ রানে অপরাজিত রইলেন রোহিত শর্মা। ৭৪ রানে বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে রোহিত ৩৩ নম্বর শতরান হাঁকিয়ে ফেললেন। আর সেই সুবাদে ১১.৩ ওভার বাকি থাকতেই ৯ উইকেটে জিতল ভারত।

  • Oct 25, 2025 16:27 IST

    Ind vs Aus Live Cricket Score: রো-কো জুটিই আনল ভারতের জয়

    Ind vs Aus Live Cricket Score: ভারতীয় দলের সুপারস্টার ব্যাটার রোহিত শর্মা ১২১ রানে অপরাজিত রইলেন। আর বিরাট কোহলি অপরাজিত রইলেন ৭৪ রানে। আর সেইসঙ্গে সিডনিতে এল কাঙ্খিত জয়। এই ম্য়াচে অস্ট্রেলিয়া ৯ উইকেটে হেরে গেল। তবে সিরিজটা অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে জয়লাভ করেছে।



  • Oct 25, 2025 15:25 IST

    Ind vs Aus Live Cricket Score: ধামাকাদার শতরান রোহিত শর্মার

    Ind vs Aus Live Cricket Score: ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটার রোহিত শর্মা সিডনিতে একটি ধামাকাদার শতরান হাঁকালেন। ১০৫ বলে তাঁর ব্যাট থেকে ঝকঝকে সেঞ্চুরি বেরিয়ে এল। ৩৩ ওভার শেষে টিম ইন্ডিয়া ১ উইকেট হারিয়ে ২০০ রান করে ফেলেছে। জয়ের জন্য আপাতত ৩৭ রান দরকার।



  • Oct 25, 2025 15:07 IST

    Ind vs Aus Live Cricket Score: বিরাট কোহলি হাঁকালেন দুর্দান্ত হাফসেঞ্চুরি

    Ind vs Aus Live Cricket Score: ভারতীয় ক্রিকেট দলের 'কিং' বিরাট কোহলি ব্যাক টু ব্যাক শূন্য রান করার পর সিডনিতে দুর্দান্ত একটি হাফসেঞ্চুরি হাঁকালে। ৫৬ বলে পঞ্চাশ রান করে তিনি সমালোচকদের যোগ্য জবাব দিয়ে দিলেন। আর সেইসঙ্গে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মধ্যে ১০০ রানের পার্টনারশিপ করে ফেললেন।



  • Oct 25, 2025 14:52 IST

    Ind vs Aus Live Cricket Score: ফের হাফসেঞ্চুরি রোহিতের

    Ind vs Aus Live Cricket Score: টিম ইন্ডিয়ার ওপেনিং সুপারস্টার রোহিত শর্মা ব্যাক টু ব্যাক দ্বিতীয় হাফসেঞ্চুরি হাঁকালেন। এই ম্য়াচে রোহিত মাত্র ৬৩ বলে পঞ্চাশ রান করলেন। যেভাবে হিটম্য়ান এবং কিং কোহলি আপাতত ব্যাট করছেন, তাতে মনে হচ্ছে টিম ইন্ডিয়া একেবারে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে।



  • Oct 25, 2025 14:28 IST

    Ind vs Aus Live Cricket Score: ১০০ রান টিম ইন্ডিয়ার

    Ind vs Aus Live Cricket Score: ভারতীয় ক্রিকেট দল আপাতত দুর্দান্ত ব্যাটিং করছে। ১৬ ওভারে ১০০ রানের চৌকাঠ স্পর্শ করে ফেলেছে। বিরাট কোহলি ২২ রান এবং রোহিত শর্মা ৪৩ রানে ব্যাট করছেন। ভারতের জয়ের জন্য ১৩৫ রান দরকার।



  • Oct 25, 2025 14:27 IST

    Ind vs Aus Live Cricket Score: ধামাকাদার অভ্যর্থনা বিরাটকে

    Ind vs Aus Live Cricket Score: শুভমান গিল আউট হওয়ার পর বিরাট কোহলি যখন ব্যাট করতে নামলেন, সেইসময় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তাঁকে ধামাকাদার স্বাগত জানানো হয়। গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে করতালি দেয়।



  • Oct 25, 2025 14:24 IST

    Ind vs Aus Live Cricket Score: আউট শুভমান গিল

    Ind vs Aus Live Cricket Score: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল ২৪ রান করে জস হ্যাজেলউডের বলে আউট হয়ে গেলেন। টিম ইন্ডিয়া ১১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭০ রান করেছে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা আপাতত উইকেটে রয়েছেন।



  • Oct 25, 2025 14:22 IST

    Ind vs Aus Live Cricket Score: পাওয়ারপ্লে'তে রাজত্ব টিম ইন্ডিয়ার

    Ind vs Aus Live Cricket Score: প্রথম পাওয়ারপ্লে'তে কার্যত রাজত্ব করল ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়া ১০ ওভারে বিনা উইকেট হারিয়ে ৬৮ রান করেছে। রোহিত শর্মা ৩১ রান এবং অধিনায়ক গিল ২৪ রানে ব্যাট করছেন। প্রথম ২ ম্য়াচে ভারতের ব্যাটিং ফ্লপ হয়েছিল।



  • Oct 25, 2025 14:18 IST

    Ind vs Aus Live Cricket Score: জমাটি শুরুয়াত ভারতের

    Ind vs Aus Live Cricket Score: সিডনিতে শুরুটা বেশ ভাল করল ভারতীয় দল। টিম ইন্ডিয়া ৫ ওভার শেষে বিনা উইকেটে ২২ রান করেছে। এরমধ্যে ১৬ রান করেছেন রোহিত শর্মা। হিটম্য়ান গত ম্য়াচে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন।



  • Oct 25, 2025 14:15 IST

    Ind vs Aus Live Cricket Score: শুরু হচ্ছে ভারতের ব্যাটিং

    Ind vs Aus Live Cricket Score: সিডনি ওয়ান়ে ম্যাচে টিম ইন্ডিয়া ২৩৭ রান তাড়া করতে নামছে। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং বর্তমান অধিনায়ক শুভমান গিল ব্যাট করতে নামলেন। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ওভার বল করতে এলেন মিচেল স্টার্ক।



  • Oct 25, 2025 13:17 IST

    শেষ অস্ট্রেলিয়ার ইনিংস



  • Oct 25, 2025 13:09 IST

    Ind vs Aus Live Cricket Score: ২৩৬ রানে অলআউট টিম ইন্ডিয়া

    Ind vs Aus Live Cricket Score: টস জেতার পর ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ৪৬.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে তারা ২৩৬ রান করে। অস্ট্রেলিয়ার হয়ে ম্য়াট রেনেশো ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন। টিম ইন্ডিয়ার হয়ে পেস ব্যাটারি হর্ষিত রানা ৪ উইকেট শিকার করলেন।



  • Oct 25, 2025 13:07 IST

    Ind vs Aus Live Cricket Score: ধামাকাদার বোলিং হর্ষিত রানার

    Ind vs Aus Live Cricket Score: বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন হর্ষিত রানা। গত ম্য়াচের নায়ক কুপার কনৌলিকে তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠালেন। হর্ষিতের বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে কনৌলি প্যাভিলিয়নে ফিরে গেলেন। ২৩ রান করলেন তিনি।



  • Oct 25, 2025 13:04 IST

    Ind vs Aus Live Cricket Score: অলআউটের দোরগোড়ায় অস্ট্রেলিয়া

    Ind vs Aus Live Cricket Score: ভারতীয় ক্রিকেট দলের পেস বোলার প্রসিদ্ধ কৃষ্ণার শুরুটা খুব খারাপ হয়েছিল। এরপর তিনি কামব্যাক করে নাথান এলিসকে ১৬ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন। অস্ট্রেলিয়া ৪৪ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২২৩ রান করেছে।



  • Oct 25, 2025 13:02 IST

    Ind vs Aus Live Cricket Score: টলমলিয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস

    Ind vs Aus Live Cricket Score: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইনিংস একেবারে টলমলিয়ে গেল। মিচেল স্টার্ককে ২ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন কুলদীপ যাদব। দল ৩৯ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২০১ রান করেছে।



  • Oct 25, 2025 13:01 IST

    Ind vs Aus Live Cricket Score: আগুন জ্বালালেন হর্ষিত

    Ind vs Aus Live Cricket Score: অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেট হিসেবে ফিরে গেলেন মিচেল আওয়েন। আওয়েন ১ রান করেই হর্ষিত রানার বলে প্যাভিলিয়নে ফিরে গেলেন। দুর্দান্ত ক্যাচ ধরলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়া ৩৮ ওবারে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান করেছে।



  • Oct 25, 2025 11:46 IST

    Ind vs Aus Live Cricket Score: প্যাভিলিয়নে ফিরল অস্ট্রেলিয়ার অর্ধেক দল

    Ind vs Aus Live Cricket Score: অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটের পতন হল। দলের সেট ব্যাটার ম্যাট রেনেশো ৫৬ রান করে ওয়াশিংটন সুন্দরের শিকার হলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দল ৩৬.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৫ ররান করেছে। টিম ইন্ডিয়ার কাছে কামব্যাক করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে।



  • Oct 25, 2025 11:36 IST

    Ind vs Aus Live Cricket Score: অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন

    Ind vs Aus Live Cricket Score: অ্যালেক্স ক্যারি ফিরে যেতেই অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন হল। এই ম্য়াচে ক্যারি ২৪ রান করে হর্ষিত রানার শিকার হলেন। শ্রেয়স আইয়ার দুর্দান্ত একটি ক্য়াচ তালুবন্দি করেন। সঙ্গে চোটও পেয়েছেন তিনি। এই চোটের কারণে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছে।



  • Oct 25, 2025 11:18 IST

    Ind vs Aus Live Cricket Score: তৃতীয় ধাক্কা খেল অস্ট্রেলিয়া

    Ind vs Aus Live Cricket Score: সিডনিতে দুর্দান্ত কামব্যাক করেছে ভারতীয় ক্রিকেট দল। ওয়াশিংটন সুন্দরের বলে ম্যাথিউ শর্টের একটি দুর্দান্ত ক্যাচ নিলেন বিরাট কোহলি। গত ম্য়াচের হিরো শর্ট এদিন মাত্র ৩০ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। ২৩ ওভার পর অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ১২৪ রান করেছে।



  • Oct 25, 2025 10:19 IST

    Ind vs Aus Live Cricket Score: প্যাভিলিয়নে ফিরলেন মিচেল মার্শ

    Ind vs Aus Live Cricket Score: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দ্বিতীয় উইকেটের পতন হল। অধিনায়ক মিচেল মার্শ ৪১ রান করে অক্ষর প্যাটেলের বলে ক্লিন বোল্ড হয়ে গেলেন। ১৫.৫ ওভারে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে ৯২ রান করেছে।



  • Oct 25, 2025 10:17 IST

    Ind vs Aus Live Cricket Score: অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন

    Ind vs Aus Live Cricket Score: বড়সড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২৫ বলে ২৯ রান করে আউট হলেন ট্রাভিস হেড। মহম্মদ সিরাজ তাঁর উইকেট শিকার করে। সিরাজের বলে দুর্দান্ত ক্যাচ ধরলেন প্রসিদ্ধ কৃষ্ণা। অস্ট্রেলিয়া ১০ ওভালে ১ উইকেট হারিয়ে ৬৩ রান করেছে।



  • Oct 25, 2025 09:41 IST

    Ind vs Aus Live Cricket Score: শুরুটা ভাল করল অস্ট্রেলিয়া

    Ind vs Aus Live Cricket Score: টস জেতার পর ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শুরুটা তারা বেশ ভালই করল। ৫ ওভার শেষে অস্ট্রেলিয়া কোনও উইকেট না হারিয়ে ২৬ রান করে ফেলেছে। ট্রাভিস হেড এবং মিচেল মার্শ দুজনেই বেশ ভাল ছন্দে ব্যাট করছেন।



  • Oct 25, 2025 09:19 IST

    Ind vs Aus Live Cricket Score: শুরু হল খেলা

    Ind vs Aus Live Cricket Score: টস জেতার পর শুরু হল অস্ট্রেলিয়ার ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামলেন মিচেল মার্শ এবং ট্রাভিস হেড। ভারতের হয়ে প্রথম ওভার করতে এলেন মহম্মদ সিরাজ।



  • Oct 25, 2025 08:56 IST

    Ind vs Aus Live Cricket Score: কী বললেন শুভমান গিল

    Ind vs Aus Live Cricket Score:  টসের পর শুভমান গিল বললেন, 'সত্যি কথা বলতে কী, আজ টস জিতলে আমরা প্রথমে বল করতাম। প্রথমে একটা টার্গেট সামনে রেখে, সেটা তাড়া করার চেষ্টা করতাম। আমার মনে হয়, যেটা আমরা চেয়েছিলাম সেটাই পেয়েছি। গত ম্য়াচে আমরা প্রচুর রান করেছি। কিন্তু, কয়েকটা সুযোগ হাতছাড়া করেছি। আজ আমাদের দলে দুটো পরিবর্তন করা হয়েছে। নীতীশ রেড্ডি এবং আর্শদীপের জায়গায় যথাক্রমে কুলদীপ এবং প্রসিদ্ধ এসেছে।'



  • Oct 25, 2025 08:51 IST

    Ind vs Aus Live Cricket Score: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রথম একাদশ

    Ind vs Aus Live Cricket Score: একনজরে দেখে নিন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রথম একাদশ:

    মিচেল মার্শ, ট্রাভিস হেড, ম্যাথিউ শর্ট, ম্যাথিউ রেনেশো, অ্যালেক্স ক্যারি, কুপার কনৌলি, মিচেল আওয়েন, মিচেল স্টার্ক, নাথান এলিস, অ্যাডাম জ়াম্পা, জস হ্যাজেলউড।



  • Oct 25, 2025 08:43 IST

    Ind vs Aus Live Cricket Score: টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

    Ind vs Aus Live Cricket Score: একনজরে দেখে নিন টিম ইন্ডিয়ার প্রথম একাদশ:

    শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ।



  • Oct 25, 2025 08:33 IST

    Ind vs Aus Live Cricket Score: টস আপডেট

    Ind vs Aus Live Cricket Score: টসে জিতল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল।



  • Oct 25, 2025 08:29 IST

    Ind vs Aus Live Cricket Score: বিরাট কোহলির উপর সকলের নজর

    Ind vs Aus Live Cricket Score: পারথ এবং অ্যাডিলেডে শূন্য রানে আউট হওয়ার পর আপাতত সকলের নজর বিরাট কোহলির উপরেই রয়েছে। সিডনিতে ধামাকাদার পারফরম্যান্স করার জন্য কোহলি একেবারে প্রস্তুত। আর সেইসঙ্গে সমালোচকদের যোগ্য জবাব দিতে চাইবেন।



  • Oct 25, 2025 08:21 IST

    Ind vs Aus Live Cricket Score: সিরিজ হাতছাড়া ভারতের

    Ind vs Aus Live Cricket Score: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের প্রথম ২ ম্যাচ ভারত ইতিমধ্যে হেরে গিয়েছে। শনিবার হোয়াইটওয়াশ বাঁচাতে মাঠে নামছে টিম ইন্ডিয়া।



  • Oct 25, 2025 08:19 IST

    Ind vs Aus Live Cricket Score: ভারত বনাম অস্ট্রেলিয়া

    Ind vs Aus Live Cricket Score: শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ম্যাচ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে।



India vs Australia Indian Cricket Team