/indian-express-bangla/media/media_files/2025/10/25/rohit-sharma-9-2025-10-25-16-56-53.jpg)
শতরান করার পর স্বস্তি রোহিত শর্মার
Rohit Sharma: সিডনিতে রোহিত শর্মা এবং বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট ব্যাপক গর্জন করল। অ্যাডিলেডের পর তৃতীয় ওয়ানডে ম্য়াচেও হিটম্যান রানের বন্যা বইয়ে দিলেন। এই ম্য়াচে রোহিত শর্মা দুর্দান্ত ব্যাট করে ১২৫ বলে অপরাজিত ১২১ রানের ইনিংস খেললেন। অন্যদিকে, গত ২ ম্য়াচে শূন্য রান করার পর বিরাট কোহলিও এই ম্য়াচে ৮১ বলে ৭৪ রানের একটি ধামাকাদার ইনিংস খেললেন। দ্বিতীয় উইকেটে কোহলি এবং রোহিতের মধ্যে ১৬৮ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। সবথেকে বড় কথা, টিম ইন্ডিয়াকে (Indian Cricket Team) জিতিয়েই মাঠ ছাড়েন তাঁরা। ম্য়াচের শেষে রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে একটা বড়সড় মন্তব্য করলেন।
Ind vs Aus Live Cricket Score, 3rd ODI: সিরিজ হারল ভারত, হৃদয় জিতল রো-কো জুটি
অবসর নিয়ে কী বললেন রোহিত শর্মা
ম্য়াচের শেষে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কিংবদন্তী উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট রোহিত শর্মা একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেন। সেখানেই অবসর সংক্রান্ত প্রশ্ন উঠেছিল। জবাবে হিটম্যান স্পষ্ট জানিয়ে দেন যে এখনই তিনি অবসর গ্রহণ করছেন না। রোহিত বললেন, 'অস্ট্রেলিয়ায় ফের খেলতে আসব কি না, সেটা নিয়ে কোনও মন্তব্য করতে পারছি না। কিন্তু, এখানে খেলতে আমার খুব ভাল লাগে।'
IND vs AUS 3rd ODI Record: কলঙ্কের ভাগীদার হবে টিম ইন্ডিয়া? ৪১ বছর পর ফের লজ্জিত হবে গোটা ভারত!
কোহলি এবং রোহিতের প্রতি অস্ট্রেলিয়া সমর্থকদের ভালবাসা একেবারে অকৃত্রিম। এই সাপোর্টের জন্য টিম ইন্ডিয়ার এই ২ মহারথী তাঁদের পালটা ধন্যবাদ জানালেন। বিগত কয়েকদিন ধরে টিম ইন্ডিয়ার এই ২ তারকা ব্যাটারের ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। যাবতীয় জল্পনা যে আপাতত থেমে যাবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। এই সিরিজে হিটম্যান একমাত্র ব্যাটার যিনি ২০০-র বেশি রান করেচেন। রোহিতের ব্যাট থেকে মোট ২০২ রান বেরিয়ে এসেছে। প্রাক্তন ভারত অধিনায়কের এই নজরকাড়া পারফরম্য়ান্সের কারণে ম্য়ান অফ দ্য সিরিজের পুরস্কার দেওয়া হয়।
Ind vs Aus Cricket Score, 2nd ODI Highlights: শেষ যাবতীয় আশা, সিরিজে লজ্জার হার ভারতের
ব্যাট হাতে তাণ্ডব রোহিত-বিরাটের
এই ম্য়াচে শুভমান গিলের সঙ্গে ২৩৭ রানের টার্গেট তাড়া করতে নেমেছিলেন রোহিত শর্মা। প্রথম বল থেকেই তাঁকে যথেষ্ট ছন্দে দেখতে পাওয়া যায়। হাত খুলে শট হাঁকাচ্ছিলেন তিনি। প্রথম উইকেটে তিনি শুভমান গিলের সঙ্গে ৬৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। গিল আউট হওয়ার পর বিরাট কোহলি তাঁকে যোগ্য সঙ্গত দেন।
IND vs AUS Playing XI: টস ভাগ্য খুলল না ভারতের, কেমন হল টিম ইন্ডিয়ার প্রথম একাদশ?
কিং কোহলি এবং রোহিত দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ১৬৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। দলকে জিতিয়ে শেষপর্যন্ত মাঠ ছাড়েন। এই পার্টনারশিপের দৌলতে রো-কো জুটি একাধিক রেকর্ডও কায়েম করেন। ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় বিরাট কোহলি কুমার সঙ্গকারাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলেন। অন্যদিকে, রোহিত শর্মা সিডনিতে তাঁর রেকর্ড আরও একবার ঝালিয়ে নিলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us