Indian Football Team: ভারতীয় ফুটবল দলে মানোলো মার্কোয়েজ (Manolo Marquez) অধ্যায় আপাতত অতীত। টিম ইন্ডিয়ার মুখে চুন-কালি লেপে দিয়ে অবশেষে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এবার টিম ইন্ডিয়ার 'হেডস্যার' কাকে করা হবে, তা নিয়ে চিরুনি তল্লাশি শুরু করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। শোনা যাচ্ছে, ভারতীয় ফুটবলে এই পদের জন্য় নাকি ১৬৩ জন আবেদন করেছিলেন। সেই তালিকায় নাম ছিল বাঙালি ফুটবল কোচ সঞ্জয় সেনেরও (Sanjay Sen)। কিন্তু, তাঁর নাম ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে। কেন এমন সিদ্ধান্ত গ্রহণ করল এআইএফএফ (AIFF) টেকনিক্যাল কমিটি? এই সিদ্ধান্তের পিছনে আদৌ কি রয়েছে গভীর কোনও চক্রান্ত? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
Indian Football Team: 'এবার বিশ্বকাপ খেলব...', দাবি ভারতের তারকা ফুটবলারের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মানোলো মার্কোয়েজের উত্তরসূরি হিসেবে আপাতত তিনজনের নাম চূড়ান্ত করা হয়েছে। সূত্রের খবর, এই ৩ পদপ্রার্থী হলেন স্টিফেন কনস্ট্যানটাইন, খালিদ জামিল এবং স্লোভাকিয়ার প্রাক্তন ফুটবলার স্টেফান টারকোভিচ। বাকিদের নাম বিভিন্ন কারণে বাদ দেওয়া হয়েছে। কাউকে বাদ দেওয়া হয়েছে আকাশছোঁয়া আর্থিক দাবির কারণে, কাউকে আবার ভাষাগত সমস্যার কারণে। কিন্তু, সঞ্জয় সেনের ক্ষেত্রে তো এই দুটো ইস্যু বাধা হয়ে দাঁড়ানোর কথা নয়! তাহলে, রয়েছে অন্য কোনও কারণ?
Indian Football Team: মানোলোর পর সুনীল-সন্দেশদের হেড স্যর কে? কোচ চেয়ে বিজ্ঞপ্তি ফেডারেশনের
সঞ্জয় সেনের সাফল্য
সঞ্জয় সেন। বাঙালি ফুটবল সমর্থকদের কাছে বরাবরই একটা আবেগের নাম। তাঁর কোচিংয়ে ২০১৪-১৫ মরশুমে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব আই-লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ মরশুমে এই টুর্নামেন্টে মোহনবাগানকে তিনি রানার্স আপ করেছিলেন। এছাড়া ২০১৫-১৬ মরশুমে তিনি বাগান ব্রিগেডকে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নও করেছিলেন। এখানেই শেষ নয়। ফুটবল কোচ হিসেবে আরও সাফল্যের নজির কায়েম করেছেন তিনি। ২০২৪-২৫ মরশুমে বাংলা যখন সন্তোষ ট্রফি খেলতে নেমেছিল, তখন কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে এই দলটার মধ্যে খেতাব জয়ের ক্ষমতা রয়েছে। কিন্তু, সেই অসাধ্যসাধনই করে দেখিয়েছিলেন সঞ্জয় সেন।
Indian Football Team: মোহনবাগানকে করেছেন 'ভারতসেরা', এবার টিম ইন্ডিয়ার দায়িত্বে 'চাণক্য' হাবাস? জল্পনা তুঙ্গে
এই সাফল্যের পর অনেকেই আশা করেছিলেন সঞ্জয় সেনের হাতেই হয়ত ভারতীয় ফুটবল দলের দায়িত্ব তুলে দেওয়া হবে। কিন্তু, জানা গিয়েছে যে নির্বাচকদের পরিকল্পনাতেই নাকি তাঁর নাম ছিল না। কারণ একটাই। ইন্ডিয়ান সুপার লিগে কোচিং করানোর অভিজ্ঞতা তাঁর নেই। আর সেকারণে এই বাঙালি কোচ আবেদন করলেও, তার নাম নির্বাচকদের মনে ধরেনি। যদিও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই ব্যাপারে কোনও মন্তব্য এখনও পর্যন্ত করা হয়নি।
Sanjay Sen Exclusive: 'মুখের ওপর না বলতে পারি না...', আদৌ বাংলার কোচ হবেন সঞ্জয় সেন?
হতাশ বাঙালি ফুটবল সমর্থকরা
তবে এই কারণটা প্রকাশ্যে আশার পর বাঙালি ফুটবল সমর্থকরা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন। সকলের মনে একটাই প্রশ্ন, আইএসএল কোচিংই কি ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার মাপকাঠি হতে পারে? কারণ স্টিফেন কনস্ট্যানটাইন যে বছর (২০২২-২৩) ইস্টবেঙ্গলকে আইএসএল টুর্নামেন্টে কোচিং করিয়েছিলেন, সেই বছর লাল-হলুদ ব্রিগেড নবম স্থানে শেষ করেছিল। ২০ ম্যাচের মধ্যে মাত্র জিতেছিল ছ'টিতে। লাভের লাভ কি আদৌ হয়েছিল? যদিও ভারতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে তিনি একাধিক সাফল্য অর্জন করেছেন। অন্যদিকে, আইএসএল সেরা হয়েছেন খালিদ জামিল। ভারতীয় ফুটবলারদের তিনি যথেষ্ট ভাল করে চেনেন। যদিও খালিদ দীর্ঘমেয়াদি চুক্তি ছাড়া এই দায়িত্ব গ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কী সিদ্ধান্ত গ্রহণ করে, সেটাই দেখার।