/indian-express-bangla/media/media_files/2024/11/10/7tf3o9iRIusDdn5U6hX5.jpg)
ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন
Sanju Samson: ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন। আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াডে তিনি সুযোগ পেয়েছেন ঠিকই, কিন্তু দলের প্রথম একাদশে তিনি সুযোগ পাবেন কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সঞ্জুর সাহসিকতায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। এশিয়া কাপে খেলার জন্য তিনি নতুন করে পরিকল্পনা শুরু করে দিয়েছেন। অর্থাৎ সঞ্জুকে ইগনোর করা অধিনায়ক সূর্যকুমার যাদবের পক্ষে এবার আর খুব একটা সহজ হবে না।
Sanju Samson Record: IPL-ইতিহাস সঞ্জু স্যামসনের, রাজস্থান রয়্যালসের প্রথম ব্যাটার হিসাবে বিরল কীর্তি
এশিয়া কাপে অভিষেক এবং শুভমানের ওপেন করার সম্ভাবনা
এশিয়া কাপের জন্য নির্বাচিত টিম ইন্ডিয়ার স্কোয়াডে সঞ্জু স্যামসনের নাম যোগ করা হয়েছে। এই স্কোয়াডে ২ উইকেটকিপার রাখা হয়েছে। এরমধ্যে প্রথম নামটা হল সঞ্জুর, আর দ্বিতীয় নামটা জীতেশ শর্মার। গত কয়েকমাস ধরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করছেন সঞ্জু। কিন্তু, এবার আর মনে হচ্ছে না যে তাঁকে টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটার হিসেবে ক্রিজে পাঠানো হবে। আশা করা হচ্ছে, অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন শুভমান গিল। তিন নম্বরে ব্যাট করতে নামবেন তিলক বর্মা। চার নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব। অর্থাৎ দলের টপ অর্ডারে সঞ্জুর জায়গা যে হবে না, তা ধরে নেওয়া যেতেই পারে। তাহলে কি প্লেয়িং ইলেভেন থেকে সঞ্জু স্যামসনকে বাদ দেওয়া হতে পারে? কারণ লোয়ার ব্যাটিং অর্ডারে বাজিমাত করতে পারেন জীতেশ শর্মা।
Sanju Samson: বৈভবের শতরানে খুশি নন স্য়ামসন? জানালেন না অভিবাদনও, ভাইরাল ভিডিও
বর্তমানে কেরালা ক্রিকেট লিগ খেলছেন সঞ্জু
আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে কেরালা ক্রিকেট লিগের ঘোষণা করা হয়েছে। এই টুর্নামেন্টে খেলতে নামছেন সঞ্জু স্যামসন। এই টুর্নামেন্টে সঞ্জু কোচি ব্লু টাইগার্সের হয়ে খেলতে নামবেন। যদিও এই দলটাকে তিনি নেতৃত্ব দিচ্ছেন না। টুর্নামেন্টের প্রথম ম্য়াচে যখন কোচি ব্লু টাইগার্স ব্যাট করতে নেমেছিল, তখন চার নম্বর পর্যন্ত সঞ্জু স্যামসন ব্যাট করতে নামেননি। অর্থাৎ, লোয়ার অর্ডারে তিনি ব্যাট করতে নামার চিন্তাভাবনা করেছিলেন। কিন্তু, শেষপর্যন্ত আর তাঁকে ব্যাট করতে নামতে হয়নি।
Sanju Samson: সত্যিই কি চোট না পিছনে অন্য গল্প? বেঙ্গালুরুর বিরুদ্ধেও খেলবেন না সঞ্জু
লোয়ার অর্ডারেও ব্যাট করতে প্রস্তুত সঞ্জু স্যামসন
এশিয়া কাপে যে ওপেন করার সুযোগ মিলবে না, সেটা বোধহয় সঞ্জু স্যামসনও খুব ভাল করেই বুঝে গিয়েছেন। এই পরিস্থিতিতে যদি প্লেয়িং ইলেভেনে জায়গা তৈরি করতে হয়, তাহলে লোয়ার অর্ডারেই ব্যাট করতে হবে। আর সেকারণেই বোধহয় কেরালা ক্রিকেট লিগে নিচের দিকে ব্যাট করার কথা চিন্তাভাবনা করেছিলেন তিনি। প্রথম ম্য়াচে সঞ্জু ব্যাট করার সুযোগ পাননি। কিন্তু, আগামী ম্য়াচে তিনি কোচি ব্রিগেডের হয়ে কোথায় ব্যাট করতে নামেন, সেটাই আপাতত দেখার। তাহলেই গোটা পরিকল্পনাটা বোঝা যাবে।