/indian-express-bangla/media/media_files/2025/04/29/lkbpjfjJIjGIwGoYmFxu.jpg)
দানিশ কানেরিয়া এবং শাহিদ আফ্রিদি
Danish Kaneria slams Shahid Afridi: পহেলগাঁও জঙ্গি হামলা (pahalgam terror attack) নিয়ে সম্প্রতি নির্লজ্জের মতো মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। এই ঘটনার পিছনে যে পাকিস্তানের হাত রয়েছেন, সেই প্রমাণ তিনি ভারতের কাছে চেয়েছেন।
আফ্রিদির এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে যথেষ্ট সমালোচনা হয়েছে। ইতিমধ্যে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শাহিদ আফ্রিদিকে আক্রমণ করেন এবং নিজের ক্ষোভ উজাড় করে দেন। কানেরিয়া স্পষ্ট জানান, পাকিস্তান ক্রিকেট দলে শাহিদ আফ্রিদিই সেই ব্যক্তি যিনি তাঁকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চাপ দিয়েছিলেন। এমনকী, একসঙ্গে নৈশভোজ করার ব্যাপারেও আপত্তি তোলেন। প্রসঙ্গত, পহেলগাঁও হামলায় ২৬ নিরাপরাধ পর্যটক প্রাণ হারিয়েছেন।
শাহিদ আফ্রিদির নির্বোধ মন্তব্য
পহেলগাঁও হামলার পর শাহিদ আফ্রিদি নির্বোধের মতো একের পর এক মন্তব্য করেই চলেছেন। পাকিস্তান সংবাদমাধ্যমের সামনে তিনি বলেছেন, 'এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে ভারত ফের একবার বিনা কারণে পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলছে। এই তো সবেমাত্র হামলা হল। আর সঙ্গে সঙ্গে ভারত এই ঘটনায় পাকিস্তানকে দোষী সাব্যস্ত করতে চাইছে। এই ধরনের ঘটনায় উত্তেজনা বাড়ে। সঙ্গে ছড়িয়ে পড়ে অশান্তিও।'
শাহিদ আফ্রিদি স্পষ্ট জানিয়ে দেন যে এই সন্ত্রাসবাদী হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগাযোগ নেই। একমাত্র আলোচনার পথে হাঁটলেই পাওয়া যাবে সমাধান সূত্র। আফ্রিদির কথায়, 'অভিযোগ এবং পালটা অভিযোগের খেলায় না মেতে উঠে ভারতের উচিত এই ব্যাপারে আলোচনা করা। কারণ একমাত্র আলোচনার পথে হাঁটলেই পাওয়া যাবে সমাধান সূত্র। ক্রিকেটকে কখনই রাজনীতির সঙ্গে জুড়ে দেওয়া উচিত হবে না। হিংসা এবং অভিযোগ, পালটা অভিযোগে পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে। ক্রিকেট খেলায় কখনই রাজনৈতিক হস্তক্ষেপ উচিত নয়।'
আফ্রিদির সমালোচনায় মুখর দানিশ কানেরিয়া
শাহিদ আফ্রিদির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন পাকিস্তানের (Pakistan Cricket Team) প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে সমালোচনায় মুখর হলেন তিনি। কানেরিয়া লিখেছেন, 'আফ্রিদি বরাবরই নিজেকে চরমপন্থী বিচারধারার সঙ্গে যুক্ত রাখতে ভালবাসেন। আমার মতে তো ওঁকে টেলিভিশন কিংবা দেশের (পাকিস্তান) কোথাও মুখ খুলতে দেওয়াই উচিত নয়। উনিই আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চাপ দিয়েছিলেন। আমার পাশে বসে নৈশভোজ করতেও অস্বীকার করেন। এই আচরণে আমি যথেষ্ট অপমানিত হয়েছিলাম।' ইতিপূর্বে, কানেরিয়া পহেলগাঁও হামলা ইস্যুতে পাকিস্তান সরকারকে যা নয় তাই বলেছিলেন।
He has consistently aligned himself with extremist views. In my opinion, he should not be given a platform on Indian television or within the country. Additionally, he tried to persuade me to convert to Islam and declined to share a meal with me, which I found deeply… https://t.co/gArYTNX1x4
— Danish Kaneria (@DanishKaneria61) April 28, 2025
আমি হিন্দু, সেকারণে যথেষ্ট গর্বিত - দানিশ কানেরিয়া
গত ২৪ এপ্রিল একটি টুইটের জবাবে দানিশ কানেরিয়া লিখেছিলেন, 'আমি একজন হিন্দু। এই ব্যাপারে আমি যথেষ্ট গর্বিত। একজন হিন্দু হিসেবে সেই দেশের হয়েই খেলেছি, যেখানে আমি জন্মগ্রহণ করেছি। কারণ গোটা বিশ্বে যেখানে যত হিন্দু ভাইবোন রয়েছেন, তাঁরা প্রত্যেকে নিজেদের দেশের প্রতি কর্তব্যপরায়ণ। পাকিস্তানের জনগণ আমাকে ভালবাসা দিয়েছে।
কিন্তু, এই দেশের শাসকবর্গ আমার সঙ্গে ঠিক তেমনই ব্যবহার করেছে, ঠিক যেমন দেশভাগের পর হিন্দু ভাই-বোনেদের সঙ্গে করা হত।' সঙ্গে তিনি আরও একটি টুইট করেন। সেখানে তিনি দেশের উপ প্রধানমন্ত্রীর সমালোচনা করেন। সন্ত্রাসবাদীদের 'স্বাধীনতা সংগ্রামী' তকমা দিতে বারণ করেন।