/indian-express-bangla/media/media_files/2025/08/13/shai-hope-2025-08-13-11-15-44.jpg)
ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার শাই হোপ
Shai Hope: বৃহস্পতিবার (১২ অগাস্ট) পাকিস্তানের (Pakistan Cricket Team) বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং পারফরম্য়ান্স করলেন ক্যারিবিয়ান ক্রিকেটার শাই হোপ। মাত্র ৯৪ বলে তিনি ১২০ রানের একটি মারকাটারি ইনিংস খেলেছেন। আর এই ইনিংসের দৌলতেই পাকিস্তান ২০২ রানের বিশাল ব্যবধানে পরাস্ত হয়েছে। সিরিজের তৃতীয় তথা অন্তিম ওয়ানডে ম্য়াচটি তোরৌবার ব্রায়ান লারা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে ওয়ানডে কেরিয়ারের ১৮ নম্বর শতরান হাঁকালেন হোপ। আর সেইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান তোলে। পাকিস্তানের কাছে ২৯৫ রানের টার্গেট এককথায় 'অসাধ্য' ছিল। ২৯.২ ওভারের মধ্যে তারা মাত্র ৯২ রানেই অলআউট হয়ে যায়।
এই জয়ের পাশাপাশি তিন ম্য়াচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে জয়লাভ করে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১৯৯১ সালে শেষবার পাকিস্তানের বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে জয়লাভ করেছিল ক্যারিবিয়ান ক্রিকেট দল।
রিচি রিচার্ডসনের অধিনায়কত্বে সেই বছর পাকিস্তানকে প্রথম এবং তৃতীয় ওয়ানডে ম্য়াচে পরাস্ত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেইসময় পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন ইমরান খান। ১৯৯১ সালের ২২ নভেম্বর লাহোরে আয়োজিত সিরিজের দ্বিতীয় ম্য়াচটি টাই হয়ে গিয়েছিল।
যাইহোক, সিরিজের অন্তিম ম্য়াচে এমন একটি বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্সের পর শাই হোপের হাতেই প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়।
মঙ্গলবার ব্যাট হাতে এই উইকেটকিপার-ব্যাটার ১০ চার এবং ৫ গগনচুম্বী ছক্কা হাঁকিয়েছেন।
সীলস ব্রিগেডের ৬ উইকেটে জয়
২৩ বছর বয়সি এই পেস বোলার মঙ্গলবার (১২ অগাস্ট) ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের প্রথম বোলার যিনি পাকিস্তানের বিরুদ্ধে কোনও ওয়ানডে ম্য়াচে ৬ উইকেট শিকার করলেন। ক্যারিয়াবিয়ান ব্রিগেডের জয়ের পিছনে এই বোলিং পারফরম্য়ান্সও যথেষ্ঠ অর্থবহ হয়ে উঠেছিল।
Mitchell Starc: মাত্র ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, বিশ্ব ক্রিকেটে 'নয়া কীর্তি' মিচেল স্টার্কের
তৃতীয় তথা অন্তিম ওয়ানডে ম্য়াচে ত্রিনিদাদ-টোব্যাগোর এই ক্রিকেটার একাই ক্যারিবিয়ান বোলিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিলেন। তোরৌবার ব্রায়ান লারা স্টেডিয়ামে তিনি ৭.২ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন।
সীলসের আগে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে সর্বশ্রেষ্ঠ পারফরম্য়ান্স ছিল ফ্র্যাঙ্কলিন রসের। ২০০০ সালের ১২ এপ্রিল রস কিংসটনে আয়োজিত একটি ওয়ান়ডে ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে ১০ ওভারে ২৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছিলেন।