/indian-express-bangla/media/media_files/2025/05/07/TcByeQR8IvL1ocNttAI5.jpg)
Shikhar Dhawan Tea Jibe: পাকিস্তানের কাটা ঘায়ে নুন ধাওয়ানের ফ্যানদের
Shikhar Dhawan's Tea jibe to Pakistan: ইটের জবাব পাথরে দিয়েছে ভারত। পহেলগাঁওয়ের নৃশংস সন্ত্রাসী হামলার বদলা নিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি Operation Sindoor এয়ারস্ট্রাইকে গুঁড়িয়ে দিয়েছে ভারত। এই প্রত্যাঘাতের জেরে আত্মা কেঁপে গিয়েছে পাকিস্তানের। আর সেই পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিঁটে দিলেন 'গব্বর' শিখর ধাওয়ানের ফ্যানরা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের প্যারোডি এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট পড়শি দেশের জন্য।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam Terror Attack) পর্যটকদের লক্ষ্য করে বর্বরোচিত জঙ্গি হামলা চালানো হয়। হামলায় ২৫ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক প্রাণ হারান। এর পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে জানিয়ে দেন, ভারত এই ঘটনার উপযুক্ত জবাব দেবে। গত ২৯ এপ্রিল সেনার তিন শাখার প্রধান, সিডিএস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও কেন্দ্রীয় মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের নিয়ে এক বৈঠকে প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেন— কবে, কোথায়, কীভাবে জবাব দিতে হবে, তা সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী নিজে।
সেইমতো মঙ্গলবার গভীর রাতে এয়ারস্ট্রাইক চালিয়েছে ভারতীয় সেনা। পহেলগাঁওয়ের ঘটনার ঠিক ১৫ দিন পর, ৬ ও ৭ মে-র মাঝরাতে পাকিস্তান ও অধিকৃত কাশ্মীরের অভ্যন্তরে সেইসব জায়গায় অভিযান চালানো হয়, যেখানে জঙ্গিদের গোপন ঘাঁটি ছিল। মোট ৯টি টার্গেট চিহ্নিত করে সফলভাবে ধ্বংস করা হয়েছে। এই অভিযানে পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটির ক্ষতি না করেই শুধুমাত্র সন্ত্রাস ঘাঁটিকেই লক্ষ্যবস্তু করা হয়েছে।
আরও পড়ুন পহেলগাঁওয়ের বদলা নিল ভারত, জোশ হাই গম্ভীরের, কী লিখলেন টিম ইন্ডিয়ার কোচ?
পহেলগাঁওয়ের ঘটনার পর ভারতীয় সেনাকে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। ভারতীয় সেনাকে অপদার্থ এবং অযোগ্য কটাক্ষ করে পহেলগাঁওয়ের প্রমাণ চেয়েছিলেন আফ্রিদি। পাল্টা তাঁকে নির্লজ্জ বলে কটাক্ষ করেছিলেন শিখর ধাওয়ান।
Aur kaisi lagi chai padosiyon 👀😜 pic.twitter.com/bCZdpVUEd6
— Shikkar Dhawen🐦 (@76off43) May 7, 2025
তখন জবাবে আফ্রিদি বালাকোট এয়ারস্ট্রাইকের সময় ভারতীয় এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানের ধরা পড়া এবং চা খাওয়ানোর প্রসঙ্গ টেনে কথা বলেন। শিখরকে কটাক্ষ করে চা খাওয়ান আমন্ত্রণ জানান আফ্রিদি। এবার অপারেশন সিন্দুরের পর প্যারোডি এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন ধাওয়ানের ফ্যানরা। খালি গায়ে সুইমিং পুলে দাঁড়িয়ে চায়ের মাগ হাতে নিয়ে ধাওয়ানের ছবি। ক্যাপশনে লেখা, 'চা কেমন লাগল পড়শিরা...?' এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে গেছে।
আরও পড়ুন 'অপারেশন সিন্দুর'-এর পর বন্ধ হয়ে যাবে আইপিএল? বড় আপডেট দিল বিসিসিআই