Shoaib Akhtar: ফাইনালে যেন হেরে যায় ভারত, ঈশ্বরের কাছে 'প্রার্থনা' শোয়েবের!

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপের ফাইনাল নিয়ে ঠিক যেমনটা আশা করা হয়েছিল, ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। খেতাবি লড়াইয়ে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে।

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপের ফাইনাল নিয়ে ঠিক যেমনটা আশা করা হয়েছিল, ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। খেতাবি লড়াইয়ে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shoaib Akhtar on Handshake Controversy

এশিয়া কাপ ২০২৫ ফাইনাল নিয়ে মন্তব্য শোয়েবের

Asia Cup 2025 Final: ২০২৫ এশিয়া কাপের ফাইনাল নিয়ে ঠিক যেমনটা আশা করা হয়েছিল, ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। খেতাবি লড়াইয়ে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া চলতি টুর্নামেন্টে অপরাজেয় গতিতে এগিয়ে চলেছে। অন্যদিকে, পাকিস্তান ইতিমধ্যে ২ ম্য়াচে হেরে গিয়েছে। টুর্নামেন্টের সুপার ফোর পর্বে একটা সময় বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের পরাজয় কার্যত নিশ্চিত ছিল। কিন্তু, দুর্দান্ত বোলিং পারফরম্য়ান্সের দৌলতে পাকিস্তান এই ম্য়াচে শেষ পর্যন্ত ১১ রানে জয়লাভ করেছে। আর ফাইনালে উঠতে না উঠতেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা একের পর এক ফাঁকা আওয়াজ দিতে শুরু করেছেন। সেই তালিকায় নাম রয়েছে শোয়েব আখতারেরও (Shoaib Akhtar)। ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন, ফাইনাল ম্যাচে যেন ভারতীয় ক্রিকেট দল যেন খারাপ পারফরম্য়ান্স করে এবং টিম ইন্ডিয়া হেরে যায়।

Advertisment

India vs Pakistan: বাংলাদেশকে হারিয়েই 'লম্ফঝম্প', ভারতকে হারানোর দিবাস্বপ্ন দেখছে পাকিস্তান!

'টিম ইন্ডিয়ার দাপট চুরমার করতে হবে...'

পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন পেস তারকা শোয়েব আখতার সম্প্রতি পিটিভি স্পোর্টসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি ভারতের বিরুদ্ধে আয়োজিত ফাইনাল ম্য়াচ নিয়ে মুখ খুলেছেন। শোয়েবের সাফ কথা, 'ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়ার দাপট একেবারে চুরমার করতে হবে। একমাত্র তাহলেই পাকিস্তানের জয় সম্ভব। বাংলাদেশের বিরুদ্ধে আমরা যে কঠিন মানসিকতা নিয়ে লড়াই করেছি, ফাইনালে ভারতের বিরুদ্ধেও সেই মানসিকতা বজায় রাখতে হবে। এই মানসিকতা থাকলে একমাত্র বিপক্ষ দলকে চাপে রাখা সম্ভব হবে।'

Advertisment

Asia Cup Final 2025: শেষ হচ্ছে ৪১ বছরের খরা, প্রথমবার এমন ঘটনার সাক্ষী হচ্ছে এশিয়া কাপ!

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আমরা ২০ ওভারই বল করব, এমন চিন্তাভাবনা থাকলে একেবারেই জয় সম্ভব নয়। বরং, টিম ইন্ডিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব অলআউট করার চিন্তাভাবনা করতে হবে। এমনকী, ফিল্ডিং করার সময়ও সহজে কোনও রান দেওয়া চলবে না। ভারত যে ১ নম্বর দল, সেটা ভুলে মাঠে নামতে হবে পাকিস্তানকে। আমাদের দলে শাহিন এবং হ্যারিস রউফের মতো বিশ্বমানের পেস বোলার রয়েছে। যাঁরা একাই যে কোনও সময় ম্যাচের রং বদলে দিতে পারে।'

India vs Pakistan: 'এটাকে আর লড়াই বলবেন না...', পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে সূর্যের

২ ওভারের মধ্যেই আউট করতে হবে শোয়েবকে

এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার অভিষেক শর্মা দুর্দান্ত ব্যাটিং করছেন। এমনকী, অভিষেকের ব্যাটিং দেখে ভয়ে কাঁপছেন শোয়েবও। এই বিবৃতিতে 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' আরও যোগ করেছেন, অভিষেক শর্মাকে যে কোনও মূল্যে প্রথম ২ ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফেরত পাঠাতে হবে। কারণ অভিষেক মাঠে থাকলে পাকিস্তানি বোলারদের যে দুরমুশ করবেন, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। সেক্ষেত্রে গোটা ম্য়াচটাই একেবারে একপেশে হয়ে যাবে। শোয়েবের কথায়, 'ভারতীয় ক্রিকেট দলেরও এক না একদিন খারাপ আসবেই। আর সেটা এশিয়া কাপের ফাইনালও হতে পারে।'

Shoaib Akhtar Asia Cup 2025 Final India vs Pakistan