Shubman Gill Blood Report: সামনে এল শুভমানের ব্লাড রিপোর্ট, চারদিকে তুলকালাম কাণ্ড!

Shubman Gill Health Update: দলীপ ট্রফি শুরু হওয়ার ঠিক আগেই শুভমানের শরীর খারাপ হয়ে যায়। এবার তাঁর ব্লাড রিপোর্ট নিয়ে একটা বড়সড় আপডেট প্রকাশ্যে এসেছে।

Shubman Gill Health Update: দলীপ ট্রফি শুরু হওয়ার ঠিক আগেই শুভমানের শরীর খারাপ হয়ে যায়। এবার তাঁর ব্লাড রিপোর্ট নিয়ে একটা বড়সড় আপডেট প্রকাশ্যে এসেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill Blood Report

প্রকাশ্যে এল শুভমান গিলের ব্লাড রিপোর্ট

Shubman Gill: সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে যথেষ্ট নজরকাড়া পারফরম্য়ান্স করেছিলেন শুভমান গিল। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি সকলের প্রশংসা কুড়িয়েছে। এরপর আসন্ন দলীপ ট্রফিতে নর্থ জোনের নেতৃত্ব পেয়েছিলেন শুভমান। যদিও এই টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগেই তাঁর শরীর খারাপ হয়ে যায়। এবার গিলের ব্লাড রিপোর্ট নিয়ে একটা বড়সড় আপডেট প্রকাশ্যে এসেছে। এর পাশাপাশি হার্দিক পান্ডিয়া, মহম্মদ সিরাজ এবং ঋষভ পন্থকে নিয়েও বড় আপডেট এসেছে।

Advertisment

Cheteshwar Pujara on Shubman Gill: অবসর নিতে না নিতেই 'বিস্ফোরক' পূজারা, শুভমানকে নিয়ে করলেন বড় মন্তব্য!

এখন কেমন আছেন শুভমান গিল

সম্প্রতি ইংল্যান্ড সফরে সর্বাধিক রান করেছিলেন শুভমান গিল। এর যথাযোগ্য পুরস্কারও পেয়েছিলেন তিনি। বিগত কয়েকবছর শুভমানকে ভারতীয় ক্রিকেট দলের টি-২০ স্কোয়াডে দেখতে পাওয়া যায়নি। তবে ২০২৫ এশিয়া কাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের টি-২০ স্কোয়াডে তাঁর নাম নির্বাচন করা হয়েছে। কিন্তু, এরপর আচমকাই তাঁর শরীর খারাপ হয়ে যায়। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, শুভমান গিলের ব্লাড রিপোর্ট আপাতত একেবারে ঠিক আছে। বর্তমানে তিনি মোহালিতে রয়েছে। আশা করা হচ্ছে, শীঘ্রই এশিয়া কাপের জন্য পুরোদমে অনুশীলন শুরু করে দেবেন। এই খবরটা টিম ইন্ডিয়ার কাছে যে কত বড় আনন্দের, সেকথা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। ভারতীয় ম্য়ানেজমেন্টের আশা, ২০২৫ এশিয়া কাপে শুভমান দুর্দান্ত পারফরম্য়ান্স করতে পারবেন। আর সেকারণে তাঁর কাঁধে সহ অধিনায়কের দায়িত্বও তুলে দেওয়া হয়েছে।

Advertisment

Shubman Gill: শুভমানের আগে কে ছিলেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন? খেলেছেন ১৫৩ ম্য়াচ

হার্দিক, পন্থ এবং সিরাজকে নিয়েও এল বড় আপডেট

অন্যদিকে, আসন্ন এশিয়া কাপের জন্য় হার্দিক পান্ডিয়াও যথেষ্ট অনুশীলন করছেন। টাইমস অফ ইন্ডিয়ার ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি আপাতত বরোদায় অনুশীলন করছেন। এর পাশাপাশি মহম্মদ সিরাজ এবং ঋষভ পন্থও শীঘ্রই বিসিসিআই-এর Centre of Excellence-য়ে যাবেন। সেখানে তাঁরা নিজেদের ফিটনেস এবং রিকভারির উপর জোর দেবেন।

Shubman Gill: শুভমানকে ফেরাতেই 'বলির পাঁঠা' হচ্ছেন এই ক্রিকেটার? বোর্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

সর্বাধিক রান করেছিলেন শুভমান গিল

সম্প্রতি ইংল্য়ান্ড সফরে সর্বাধিক রান করেছিলেন শুভমান গিল। এই সিরিজে ৫ ম্য়াচের ১০ ইনিংসে তিনি মোট ৭৫৪ রান করেন। ব্যাটিং গড় ৭৫.৪০। ২০২৫ এশিয়া কাপেও শুভমানের থেকে ভাল পারফরম্য়ান্সের আশা করা হচ্ছে।

Shubman Gill