Sourav Ganguly Birthday: লড়তে শেখান চোখে চোখ রেখে, সৌরভের জন্যই আজ বিশ্ব ক্রিকেটের ত্রাস টিম ইন্ডিয়া

Happy Birthday Sourav Ganguly: সৌরভ গাঙ্গুলিকে বেঙ্গল টাইগার বলা হয়। সবার প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি আজ তাঁর ৫৪তম জন্মদিন উদযাপন করছেন এবং ভক্তরা তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন।

Happy Birthday Sourav Ganguly: সৌরভ গাঙ্গুলিকে বেঙ্গল টাইগার বলা হয়। সবার প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি আজ তাঁর ৫৪তম জন্মদিন উদযাপন করছেন এবং ভক্তরা তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly Birthday: ৫ বছরে ভারতীয় ক্রিকেটের ভোল পাল্টে দেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly Birthday: ৫ বছরে ভারতীয় ক্রিকেটের ভোল পাল্টে দেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly Cricket Career: ভারতীয় ক্রিকেট ইতিহাসে অনেক অধিনায়ক এসেছেন এবং গেছেন, কিন্তু যে অধিনায়ক সত্যিই দলের ছবি বদলে দিয়েছেন, তাঁর নাম সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। এমন একজন অধিনায়ক যিনি তাঁর দলকে শিখিয়েছিলেন কীভাবে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে হয়। যিনি সতীর্থদের বলেছিলেন, ভয় পেও না, আমি আছি তোমার পাশে। এজন্যই সৌরভ গাঙ্গুলিকে বেঙ্গল টাইগার বলা হয়। সবার প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি আজ তাঁর ৫৪তম জন্মদিন উদযাপন করছেন এবং ভক্তরা তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন।

Advertisment

সৌরভ গাঙ্গুলিকে প্রথমবার ২০০০ সালে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। সেই সময় ভারতীয় দল ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ধুঁকছিল। ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দল হওয়া সত্ত্বেও ভারত তখন দুর্বল দলগুলোর মধ্যে পড়ত। বিদেশের মাটিতে জয় তখন স্বপ্নের মতো ছিল। ঠিক তখনই অধিনায়ক হন সৌরভ, আর তাঁর নেতৃত্বগুণে ভারতীয় ক্রিকেটের চেহারাই পাল্টে যায়। তাঁকে বেঙ্গল টাইগার, দাদা, প্রিন্স অফ কলকাতা নামেও ডাকা হয়।

আরও পড়ুন জন্মদিনে কেক কেটে কাকে খাওয়ালেন সৌরভ? নেটপাড়ায় ভাইরাল সেই ছবি

Advertisment

সৌরভ গাঙ্গুলির সবচেয়ে বড় শক্তি ছিল খেলোয়াড় চেনার ক্ষমতা আর তাঁদের থেকে সেরা পারফরম্যান্স বের করে আনা। অধিনায়ক হওয়ার পর তিনি এমন অনেক ক্রিকেটারকে সুযোগ দিয়েছিলেন, যারা পরবর্তীতে ভারতীয় ক্রিকেটের ইতিহাসই বদলে দিয়েছেন। যেমন যুবরাজ সিং, মহম্মদ কাইফ, হরভজন সিং, জাহির খান, আশিস নেহেরা, গৌতম গম্ভীর, এম.এস. ধোনি আর বীরেন্দ্র সেহওয়াগ। আজ এঁরা সবাই ভারতের সেরা ক্রিকেটারদের মধ্যে গণ্য হন। আর এর পিছনে ছিল সৌরভের প্রখর ক্রিকেটজ্ঞান।

সৌরভের অধিনায়কত্বে নির্ভীক ক্রিকেট 

সৌরভের অধিনায়কত্বে ভারতীয় দল নির্ভীক ক্রিকেট খেলতে শুরু করে। এর ফলেই টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই ভারত বড় সাফল্য পেতে থাকে। ২০০০ সালে ভারতের দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলে। এরপর ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয়। ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলে, যেখানে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়। তবে ১৯৮৩-এর পর এটাই প্রথমবার ছিল যখন ভারতীয় দল আবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল।

আরও পড়ুন 'বাড়িতে তো থাকা যাবে না...', কোন ভয়ে একথা বলেছিলেন সৌরভ?

বিদেশের মাটিতে জেতা শিখিয়েছিলেন দাদা 

সৌরভের অধিনায়কত্বে ভারত বিদেশের মাটিতে জেতা শিখেছিল। ন্যাটওয়েস্ট ট্রফি (২০০২) এর সবচেয়ে বড় উদাহরণ, যেখানে ভারত ফাইনালে ইংল্যান্ডকে তাদেরই মাটিতে হারায়। টেস্ট ক্রিকেটেও বিদেশের মাটিতে জেতা আর আধিপত্য দেখানো শুরু হয় সৌরভের সময়েই। ২০০৫ পর্যন্ত তিনি অধিনায়ক ছিলেন। এই পাঁচ বছরে তিনি এমন এক দল গড়ে তুলেছিলেন যারা ম্যাচ ফিক্সিংয়ের কলঙ্ক থেকে উঠে এসে বিশ্বের শক্তিশালী দলগুলোর সঙ্গে সমানতালে লড়তে শিখেছিল। ধোনির কেরিয়ার শুরুর পথ সৌরভই তৈরি করে দেন। দীনেশ কার্তিকের উপর নয়, তিনি ধোনির ওপর ভরসা রেখেছিলেন। পরবর্তীতে ধোনি শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম সফল অধিনায়ক এবং সেরা উইকেটকিপার-ব্যাটার হয়ে ওঠেন। আর এই উত্থান শুরু হয়েছিল সৌরভের হাত ধরেই।

বিরাটের জায়গায় রোহিতকে অধিনায়ক করেছিলেন 

বিসিসিআই সভাপতি থাকা অবস্থায় সৌরভ বিরাট কোহলির জায়গায় রোহিত শর্মাকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেন। এর ফলাফল আমরা দেখতে পাই T20 বিশ্বকাপ ২০২৪ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর শিরোপার মাধ্যমে। ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে অধিনায়ক হিসেবে সৌরভ ভারতের হয়ে ৪৯টি টেস্টের মধ্যে ২১টিতে জয় পেয়েছিলেন, ১৩টিতে হেরেছিলেন আর ৫টি ছিল ড্র। ওয়ানডেতে ১৪৭টি ম্যাচের মধ্যে ভারত জিতেছিল ৭৬টিতে।

আরও পড়ুন বাবা লন্ডনে গেলে খুশি হন না সানা! কারণটা নিজেই জানালেন সৌরভ

সচিন-সৌরভের ভয়ঙ্কর জুটি 

১৯৭২ সালের ৮ জুলাই কলকাতায় জন্মানো সৌরভ গাঙ্গুলিকে বিশ্বের অন্যতম সেরা বাঁ-হাতি ব্যাটার হিসেবে ধরা হয়। তিনি ১১৩টি টেস্টে ১৬টি শতরানের সাহায্যে ৭২১২ রান করেছিলেন। ৩১১টি ওয়ানডেতে ২২টি সেঞ্চুরি করে করেছিলেন ১১,৩৬৩ রান। সচিন তেন্ডুলকর আর সৌরভ গাঙ্গুলির জুটি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ওপেনিং জুটি হিসেবে পরিচিত। দুজন মিলে ১৩৬ ইনিংসে ৬৬০৯ রান করেছিলেন, যেখানে ২১টি শতরানের পার্টনারশিপ রয়েছে।

Sourav Ganguly Indian Cricket Team