New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/08/sourav-and-sana-2025-07-08-15-37-13.jpg)
মেয়ে সানার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly Birthday 2025: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের আজ জন্মদিন। মঙ্গলবার অর্থাৎ ৮ জুলাই তিনি ৫৩ বছর বয়সে পা দিলেন। এই বিশেষ দিনে সৌরভের জন্য় গোটা দেশজুড়ে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।
মেয়ে সানার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের আজ জন্মদিন। মঙ্গলবার অর্থাৎ ৮ জুলাই তিনি ৫৩ বছর বয়সে পা দিলেন। এই বিশেষ দিনে সৌরভের জন্য় গোটা দেশজুড়ে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। আর এই শুভেচ্ছা জানাতে গিয়েই কেউ শেয়ার করছেন সৌরভের পাশে দাঁড়ানো সেলফি, কেউবা আবার ভিডিও। ইতিমধ্যে রেভস্পোর্টস গ্লোবালের এক্স হ্যান্ডলে একটি পুরনো ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে সৌরভের কাছে প্রশ্ন করা হয়েছিল, মেয়ে সানার সঙ্গে তাঁর সম্পর্কটা ঠিক কেমন? জবাবে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক যা বললেন, তা শুনে উপস্থিত সকলেই হেসে গড়াগড়ি খেলেন।
আন্তর্জাতিক নারী দিবসের ঠিক আগে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন সৌরভ। সেখানে তিনি বললেন, 'আমি দিনে অন্তত ১৫ বার মেয়েকে ফোন করি। কিন্তু, একবারও ফোনে পাই না। শেষকালে রাতে সাড়ে ১২টা নাগাদ যখন আমি ঘুমোতে যাই, সেইসময় মোবাইল ফোনে একটা ছোট্ট মেসেজ আসে। সেখানে লেখা থাকে - আজ সারাদিন অফিসে প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিন কাটিয়েছি। আগামীকাল তোমার সঙ্গে কথা বলব।'
Happy Birthday Sourav Ganguly: আজ বাঙালির ঔদ্ধত্যের জন্মদিন, মহারাজা তোমারে সেলাম
এরপর খানিক মজার ছলেই সৌরভ বলেন, 'একটা কথা মনে রাখবে। রতন টাটা, আম্বানি, জিন্দল যত বড়ই ব্যক্তিত্ব হোক না কেন, অফিসে থাকাকালীন তাঁদেরও যদি কেউ দিনে ১৭ বার ফোন করে, তাহলে তাঁরাও অন্তত ৫ মিনিট সময় বের করে কথা বলেন। এটুকুই হয়ত বলেন যে আমি এখন ব্যস্ত আছি কিংবা পরে ফোন করছি। কিন্তু, আমার মেয়ে সেটাও বলে না।'
Sourav Ganguly Birthday 2025: জন্মদিনে কেক কেটে কাকে খাওয়ালেন সৌরভ? নেটপাড়ায় ভাইরাল সেই ছবি
সৌরভ ওই অনুষ্ঠানে আরও যোগ করেন, 'এমন ঘটনা যখন দিনের পর দিন চলতে থাকে, তখন মেয়েকে বলি যে তুমি বাবাকে পাত্তা দিচ্ছ না। আর তখনই আমি লন্ডনে ছুটে যাই। ওকে একবার দেখে আমি। আমি গেলে যে ও খুব একটা খুশি হয়, তেমনটা একেবারেই নয়। আমি যখন ওকে বলি যে তোমার মা ৩-৪ সপ্তাহের জন্য তোমার কাছে আসবে। ও পালটা প্রশ্ন করে, কেন? কী দরকার এসবের? কলকাতায় তুমি একা হয়ে যাবে? জবাবে আমি বলি, আরে লন্ডনে তুমি একা রয়েছ। আমি কলকাতায় নিশ্চিন্তে আছি। কারণ আমি আমার মায়ের কাছে আছি। বরং তোমার সঙ্গেই কেউ নেই।' গোটা বিষয়টা যে সৌরভ নেহাতই মজার ছলে বলেছেন, সেকথা কারোর বুঝতে আর বাকি নেই।
Sourav Ganguly Turns 53: 'বাড়িতে তো থাকা যাবে না...', কোন ভয়ে একথা বলেছিলেন সৌরভ?
Celebrating Sourav Ganguly’s Birthday !
— RevSportz Global (@RevSportzGlobal) July 8, 2025
Tune in to a heartfelt Father-Daughter bond story on Dada’s special day.@TataSteelLtd @BoriaMajumdar #SouravGanguly #HappyBirthdayDada pic.twitter.com/RDXz2H31on
এরপর মহারাজ বললেন, 'তবে ভাল ব্যাপার এটাই যে গত ২ বছরে আমি ওর মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করেছি। গোটা দুনিয়াটা ও বুঝতে শিখেছে। টাকার মর্ম বুঝতে শিখেছে। আমি যদি ওর জন্য কিছু একটা কিনি, তাহলে আমাকে প্রশ্ন করে যে কেন এত দাম দিয়ে কিনলে? আমি জানতে চাই, কেন তাতে কী হয়েছে? তখন ও বলে যে আমি তো অফিসে এত টাকা মাইনে পাই না।'
Sourav Ganguly Birthday: সৌরভের জন্মদিনে শুভেচ্ছা মোদীর দাপুটে মন্ত্রীর, বিজেপিতে যাচ্ছেন মহারাজ?
শেষকালে তিনি যোগ করেন, 'এখানে উপস্থিত যাঁদের কন্যা সন্তান রয়েছে, আমি তাঁদের একটাই উপদেশ দিতে চাই। কখনও মেয়েকে নিজের থেকে দুরে কোথাও পাঠিও না। কারণ একবার পাঠালে আর কখনও সে ফিরে আসতে চাইবে না। কলকাতায় অনেক ভাল ভাল স্কুল, ইউনিভার্সিটি রয়েছে। প্রেসিডেন্সি, ক্যালকাটা, যাদবপুর, সেন্ট জেভিয়ার্স। ওরা একই শিক্ষা দেয়। কেমব্রিজ কিংবা অক্সফোর্ড আলাদা কিছু শেখায় না। ফলে মেয়েকে নিজের কাছেই রাখুন। দুরে কোথাও পাঠাবেন না।'