Sourav Ganguly CAB President News: বঙ্গ ক্রিকেটের সিংহাসনে ফের মহারাজ, 'কোনও বিরোধী নেই', মন্তব্য সৌরভের

Sourav Ganguly CAB President: ফের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি বঙ্গ ক্রিকেটের সিংহাসনে আরও একবার বসলেন।

Sourav Ganguly CAB President: ফের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি বঙ্গ ক্রিকেটের সিংহাসনে আরও একবার বসলেন।

author-image
Koushik Biswas
New Update
Sourav Ganguly

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly: মঞ্চ একেবারে প্রস্তুত ছিলই। অপেক্ষা ছিল শুধুমাত্র একটা সিলমোহরের। রবিবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গ ক্রিকেটের সিংহাসনে দ্বিতীয়বার বসলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সবথেকে বড় কথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৌরভকে আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছে। সৌরভের এই সাফল্যে উচ্ছ্বসিত বাংলার ক্রিকেটমহল। তবে সামনে যে অনেক কাজ বাকি রয়েছে, তা নিজেও স্বীকার করলেন মহারাজ।

Advertisment

Sourav Ganguly CAB President: রবিতেই সিলমোহর! বঙ্গ ক্রিকেটের সভাপতি ফের সৌরভই?

রবিবার বিকেলবেলা সাংবাদিকদের মুখোমুখি হন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সেখানে তিনি বললেন, 'যাঁরা আমাকে সমর্থন করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। এখানে কোনও বিরোধী নেই। সকলে এই অ্যাসোসিয়েশনেরই অংশ। ১৪৬ জনই আমার কাছের লোক। সবাই মিলে এবার সিএবি চালাবে।' ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রশাসনকে একেবারে হাতের তালুর মতো চেনেন সৌরভ। ইতিপূর্বে, পাঁচ বছর তিনি যথেষ্ট সাফল্যের সঙ্গেই এই দায়িত্ব পালন করেছিলেন। এরপর তাঁকে ভারতীয় ক্রিকেট বোর্ডে সভাপতির আসনে বসানো হয়। তবে আবারও মহারাজ তাঁর পুরনো সাম্রাজ্যে ফিরে এলেন।

Advertisment

Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট প্রশাসনে ফের সৌরভ? এই একটা ইঙ্গিতেই স্পষ্ট যাবতীয় ছবি

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হওয়ার পর আশু লক্ষ্য কী? জবাবে সৌরভ বললেন, 'আগে এঁদের টার্ম শেষ হোক। এখনও মেয়াদ শেষ হয়নি। আগামী ২২ তারিখ পর্যন্ত এঁরাই ক্ষমতায় রয়েছেন। তারপর দেখা যাবে। প্রশাসনের দায়িত্ব তো আমি আগেও সামলেছি। ফলে, আশা করছি যে কোনও সমস্যা হবে না।'

Sourav Ganguly Head Coach: এবার 'হেড কোচ' হচ্ছেন সৌরভ, উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট সমর্থকরা

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, আগামী বছর যেহেতু টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে, তাতে বেশ কয়েকটা ম্য়াচ কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হতে পারে। এই ব্য়াপারটাকে সৌরভ কীভাবে দেখছেন? জবাবে কার্যত 'বাপি বাড়ি যা' স্টাইলে তিনি বললেন, 'হ্যাঁ, অনেকগুলো খেলাই রয়েছে। টেস্ট ম্য়াচ রয়েছে, বিশ্বকাপ আছে, আইপিএল আছে। আর রয়েছে বেঙ্গল প্রো টি-২০ লিগ। সবমিলিয়ে প্রচুর খেলা রয়েছে।' 

Sourav Ganguly on Jay Shah: বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীন সৌরভের সঙ্গে কি আদায়-কাঁচকলা সম্পর্ক ছিল জয় শাহের?
বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব সামলেছিলেন সৌরভ

এটা আমার কাছে কোনও চ্যালেঞ্জ নয়: সৌরভ

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ক্রিকেট প্রশাসনের দায়িত্ব তাঁর কাছে নতুন কোনও চ্যালেঞ্জ নয়। ইতিপূর্বে, তিনি মোট ৮ বছর ক্রিকেট প্রশাসনের দায়িত্ব সামলেছিলেন। এরমধ্যে পাঁচ বছর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে। আর তিন বছর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে। সৌরভের কথায়, প্রশাসনিক দায়িত্বের এই তৃতীয় ইনিংসে নিজের সেরা পারফরম্য়ান্স উজাড় করে দিতে চান। 

Sourav Ganguly Head Coach: এবার 'হেড কোচ' হচ্ছেন সৌরভ, উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট সমর্থকরা

বঙ্গ ক্রিকেটের প্রশাসক হিসেবে নতুন কী দিতে চান সৌরভ?

ক্রিকেটার এবং দক্ষ প্রশাসক হিসেবে সৌরভ ইতিপূর্বে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। বুঝিয়ে দিয়েছেন, উইকেট যতই কঠিন হোক না কেন, যাবতীয় সমস্যা তিনি অফ ড্রাইভে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেবেন। কিন্তু, বঙ্গ ক্রিকেটের প্রশাসক হিসেবে নতুন করে তিনি আর কী দিতে চান। জবাবে সৌরভ বললেন, 'বাংলার ক্রিকেটারদের নিয়েই আমার আগ্রহ সবথেকে বেশি। আমি তো আর খেলতে পারব না। ব্যাট-বল করতে পারব না। আমি শুধুমাত্র ওদের সাহায্য করতে পারি, সঠিক পথটা দেখাতে পারি। আমি সবসময় একটা কথা বিশ্বাস করি, প্রশাসনে যেই থাকুক না কেন, ক্রিকেটাররাই শেষ কথা বলে। কারণ ব্যাটিং এবং বোলিংটা ওরাই করে।'

Sourav Ganguly