Sourav Ganguly Head Coach: এবার 'হেড কোচ' হচ্ছেন সৌরভ, উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট সমর্থকরা

Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট দলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। অধিনায়ক হিসেবে তিনি একাধিক সাফল্য অর্জন করেছেন। এবার তাঁকে হেড কোচের ভূমিকায় দেখতে পাওয়া যাবে।

Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট দলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। অধিনায়ক হিসেবে তিনি একাধিক সাফল্য অর্জন করেছেন। এবার তাঁকে হেড কোচের ভূমিকায় দেখতে পাওয়া যাবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবার হেড কোচের ভূমিকায় দেখতে পাওয়া যাবে। রবিবার (২৪ অগাস্ট) প্রিটোরিয়া ক্যাপিটালস (Pretoria Capitals) দলের পক্ষ থেকে এমন ঘোষণাই করা হয়েছে। ইতিমধ্যেই খবরটি কার্যত ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর এই খবর শোনার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরাও যারপরনাই উচ্ছ্বাস প্রকাশ করছেন। শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স।

Advertisment

সাউথ আফ্রিকা টি-২০ ক্রিকেট লিগের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হল এই প্রিটোরিয়া ক্যাপিটালস। ২০২৩ সালে তারা রানার্স আপ হলেও, গত বছর টুর্নামেন্টের গ্রুপ পর্যায় থেকে তাদের বিদায় নিতে হয়েছে। আর সেকারণেই দলের হেড কোচ জোনাথন ট্রটকে তারা ছেঁটে ফেলেছে। আর সেই সিংহাসনেই এবার বসানো হল বাংলার মহারাজকে। ওই পোস্টে লেখা হয়েছে, 'এবার ক্যাপিটালস শিবিরে প্রিন্স রাজকীয় মেজাজ আনতে একেবারে প্রস্তুত। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দলের নতুন হেড কোচ হিসেবে ঘোষণা করছি।' 

Sourav Ganguly: স্ত্রী ডোনাকে নিয়ে 'গোপন কথা' ফাঁস করলেন সৌরভ, বলে ফেললেন সবার সামনে

দেখে নিন সেই পোস্ট:

Advertisment

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ সালে সাউথ আফ্রিকা টি-২০ লিগের প্রথম মরশুমে প্রিটোরিয়া ক্যাপিটালস রানার্স আপ হয়েছিল। ওয়েন পার্নেলের নেতৃত্বে তারা দুর্দান্ত পারফরম্য়ান্স করে। যদিও ফাইনাল ম্য়াচে তারা সানরাইজার্স ইস্টার্ন কেপের বিরুদ্ধে ৪ উইকেটে হেরে গিয়েছিল। তবে এই পারফরম্য়ান্স কিন্তু, প্রত্যাশার পারদ অনেকটাই বাড়িয়ে দিয়েছি। টুর্নামেন্টের দ্বিতীয় বছর অর্থাৎ ২০২৪ সালে তারা সেই প্রত্যাশার পারদ পূরণ করতে পারেনি। টুর্নামেন্টের ৬ দলের মধ্যে মধ্যে তারা পঞ্চম স্থান অর্জন করে। প্রসঙ্গত, SA20 লিগের তৃতীয় মরশুম আগামী ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারির মধ্যে আয়োজন করা হবে। এবার সৌরভের কোচিংয়ে দলটা ফের ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই আপাতত দেখার।

Sourav Ganguly: স্ত্রী ডোনাকে নিয়ে 'গোপন কথা' ফাঁস করলেন সৌরভ, বলে ফেললেন সবার সামনে

উল্লেখ্য, ২০১২ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর থেকে বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে তাঁকে দেখতে পাওয়া গিয়েছে। দেখা গিয়েছে উপদেষ্টার ভূমিকাতেও। জাস্টিস মুদগল কমিটির সদস্য ছিলেন তিনি। ২০১৩ সালে আইপিএল স্পট ফিক্সিংয়ের বিরুদ্ধে তদন্ত করার জন্য এই কমিটি গঠন করা হয়েছিল। এরপর ৪ বছর তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি পদে দায়িত্ব পালন করেন। ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে বিভিন্ন সময় তাঁকে ধারাভাষ্যকার হিসেবেও দেখা গিয়েছে।

Sourav Ganguly: কেন জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না অভিমন্যু? আসল কারণটা জানালেন সৌরভ

২০১৯ সালের অক্টোবর মাসে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি পদে সৌরভকে বসানো হয়। তবে তার আগে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস দলের উপদেষ্টা পদে বহাল ছিলেন তিনি। যাইহোক, ২০২৩ সালে ফের ক্যাপিটালসের টিম ডিরেক্টর হিসেবে তিনি প্রত্যাবর্তন করেন।

Sourav Ganguly: জনরোষের মুখে ঢোঁক গিললেন সৌরভ? ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উল্টো সুর মহারাজের!

২০২৪ সালের অক্টোবর মাসে JSW এবং GMR গোষ্ঠীর সঙ্গে সৌরভের চুক্তি স্বাক্ষরিত হয়। ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এরপর JSW স্পোর্টসের হেড অফ ক্রিকেট পদে তাঁকে বসানো হয়। বিশেষ দলের মহিলাদের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি এবং প্রিটোরিয়া ক্যাপিটালসকে তিনি দেখাশোনা করেন।

Sourav Ganguly Pretoria Capitals