Sourav Ganguly: সৌরভকে নিয়ে বড় খবর, CAB সভাপতি হতেই নামলেন অ্যাকশন মোডে

Sourav Ganguly: বাংলা ক্রিকেট দলের অনুশীলনের মাঝে আচমকাই হাজির হলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের নয়া সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় ২ ঘণ্টা তিনি বাংলার ক্রিকেটারদের সঙ্গে সময় কাটালেন।

Sourav Ganguly: বাংলা ক্রিকেট দলের অনুশীলনের মাঝে আচমকাই হাজির হলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের নয়া সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় ২ ঘণ্টা তিনি বাংলার ক্রিকেটারদের সঙ্গে সময় কাটালেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly Interview: রাজনীতির ময়দানে আসা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সৌরভের

সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly: আগামী ১৫ অক্টোবর থেকে রনজি অভিযানে (Ranji Trophy 2025) নামছে বাংলা ক্রিকেট দল (Bengal Cricket Team)। সেকারণে ইতিমধ্যে তারা অনুশীলন শুরু করে দিয়েছে। ইতিমধ্যে গত মঙ্গলবার অনুশীলনের মাঝে আচমকাই হাজির হলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের নয়া সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় ২ ঘণ্টা তিনি বাংলার ক্রিকেটারদের সঙ্গে সময় কাটালেন। দিলেন গুরুত্বপূর্ণ টিপসও।

Advertisment

Dickie Bird and Sourav Ganguly: সকলকে কাঁদিয়ে বিদায় জানালেন ডিকি বার্ড, সৌরভের সঙ্গে ছিল স্পেশাল কানেকশন!

নেটে অনুশীলনের পরামর্শ

মঙ্গলবার বঙ্গ ক্রিকেটারদের ব্যাটিং এবং বোলিং আলাদা করে পর্যবেক্ষণ করলেন সৌরভ। বিশেষ করে দুই পোড়েল ভাতৃদ্বয় ঈশান এবং অভিষেককে বেশ খানিকক্ষণ আলাদা করে সময় দিলেন। সৌরভের বক্তব্য স্পষ্ট। সাফল্যের ধারাবাহিকতা আনতে গেলে অনুশীলনই একমাত্র অব্যর্থ দাওয়াই। শুধুমাত্র জিমে গিয়ে ট্রেনিং করলে কোনও লাভ হবে না। নেটে যত বেশি অনুশীলন করবে, পারফরম্য়ান্স ততই নিখুঁত হবে। মোদ্দা কথা, সৌরভ জিমে কম গিয়ে মাঠে বেশি সময় কাটানোর পরামর্শ দিয়েছেন।

Advertisment
Sourav Ganguly (4)
টিপস দিচ্ছেন সৌরভ

Sourav Ganguly: কাঁধে বড় দায়িত্ব, CAB প্রেসিডেন্ট হয়ে কী কী করতে চান সৌরভ?

প্রথম ম্য়াাচে প্রতিপক্ষ উত্তরাখণ্ড

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আসন্ন রনজি টুর্নামেন্টে উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচ খেলতে নামবে বাংলা ক্রিকেট দল। এরপর তাদের খেলতে হবে গুজরাটের বিরুদ্ধে। এই জোড়া ম্য়াচের আসরই কলকাতার ইডেন গার্ডেন্সে বসতে চলেছে। সূত্রের খবর, প্রথম ম্য়াচে বাংলা ক্রিকেট দল সবুজ উইকেটে খেলতে নামবে। এই টুর্নামেন্টে মহম্মদ সামি কতগুলো ম্য়াচ খেলবেন, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। অন্যদিকে, ফিটনেসের কারণে হয়ত প্রথম ম্য়াচে খেলতে পারবেন না মুকেশ কুমারও।

Sourav Ganguly: 'বিয়ের সময় ধুতি পরেছিলাম! তারপর...', জীবনের এক অজানা গল্প ফাঁস করলেন সৌরভ

অকুতোভয় ব্যাটিংয়ের পরামর্শ সৌরভের

এরপর ব্যাটারদের উদ্দেশ্যে সৌরভের পরামর্শ, টেকনিক যতই ভালো হোক না কেন, মাঠে নেমে রান করাটাই হল আসল কথা। এই কথা বলতে গিয়ে তিনি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের প্রসঙ্গও টেনে আনেন। মহারাজের কথায়, 'স্মিথ ব‌্যাট করার সময় অনেক বেশি শাফল করেন। সেক্ষেত্রে অবশ্যই LBW হওয়ার চান্স বেশি থাকে। কিন্তু স্মিথ যদি শুধু সেটা নিয়ে ভাবত, তাহলে টেস্ট ক্রিকেটে ৩৬ শতরান করতে পারত না।' অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন, মাঠে নেমে অকুতোভয় ক্রিকেট খেলতে হবে। একমাত্র তাহলেই সাফল্য আসবে।

Ranji Trophy 2025 Bengal Cricket Team Sourav Ganguly