KKR vs RCB Live Score, IPL 2025: কলকাতার বিরুদ্ধে ৭ উইকেটে জয় বেঙ্গালুরুর, অপরাজিত কোহলি

KKR vs RCB Live Score Streaming, Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru IPL 2025: চলতি আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স ৭ উইকেটে পরাস্ত হল। বেঙ্গালুরুর হয়ে অপরাজিত ৫৯ রান করলেন বিরাট কোহলি।

KKR vs RCB Live Score Streaming, Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru IPL 2025: চলতি আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স ৭ উইকেটে পরাস্ত হল। বেঙ্গালুরুর হয়ে অপরাজিত ৫৯ রান করলেন বিরাট কোহলি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
KKR vs RCB Live 1

কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

KKR vs RCB IPL 2025 Live Updates: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ৭ উইকেটে হারিয়ে দিল। এই হারের পর কেকেআর সমর্থকরা ইতিমধ্যে হতাশায় ভেঙে পড়েছেন।

Advertisment

RCB vs KKR: ১৭ বছর পর শাপমোচন, আইপিএল ওপেনারে বিরাট ব্যাটিংয়ে পরাস্ত কেকেআর

আরসিবি অধিনায়ক রজত পতিদার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথমে ব্যাট করতে নেমনে কেকেআর ব্রিগেড ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান করে। অধিনায়ক অজিঙ্কা রাহানে ৫৬ রান করেন। অন্য়দিকে, সুনীল নারিন করেন ৪৪ রান। বল হাতে আরসিবি-র হয়ে তিনটে উইকেট তুলে নেন ক্রুনাল পান্ডিয়া। অন্যদিকে, জস হ্যাজেলউড ২ উইকেট শিকার করেছেন।

Virat Kohli Half Century: রাজার মেজাজে ব্যাটিং কোহলির, বিধ্বংসী হাফসেঞ্চুরি ইডেন গার্ডেন্সে

Advertisment

টার্গেট তাড়া করতে নেমে আরসিবি অবশ্য বিরাট কোহলি এবং ফিল সল্টের উপর ভর করে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায়। ওপেনিং জুটিতে এই দুই ব্যাটারই দুর্দান্ত পারফরম্যান্স করেন। প্রথম উইকেটে ৯৫ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। সল্ট ৫৬ রান করে আউট হয়ে গেলেও বিরাট শেষপর্যন্ত ৫৯ রানে অপরাজিত থাকেন। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। কলকাতার হয়ে বৈভব অরোরা, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী একটি করে উইকেট শিকার করেছেন।

  • Mar 22, 2025 22:51 IST

    ৭ উইকেটে জয় RCB-র

    কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আরসিবি ৭ উইকেটে জয়লাভ করল। ১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে আরসিবি মাত্র তিন উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে। আরসিবি-র হয়ে ফিল সল্ট ৫৬ রান এবং বিরাট কোহলি অপরাজিত ৫৯ রান করেন।



  • Mar 22, 2025 22:37 IST

    হাফসেঞ্চুরি বিরাট কোহলির

    দুর্দান্ত হাফসেঞ্চুরি করলেন বিরাট কোহলি। তিনি ৩০ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। আরসিবি-র স্কোর ১২৭/২।



  • Mar 22, 2025 22:35 IST

    আউট হলেন পাডিক্কল

    ১০ রান করে আউট হয়ে গেলেন দেবদত্ত পাডিক্কল। ১১.৪ ওভার শেষে আরসিবি ২ উইকেট হারিয়ে ১১৮ রান করেছে।



  • Mar 22, 2025 22:18 IST

    প্যাভিলিয়নে ফিরলেন সল্ট

    আরসিবি-র প্রথম উইকেটের পতন হল। ওপেনার ফিল সল্ট ধামাকাদার হাফসেঞ্চুরি করার পর আউট হয়ে গেলেন। সল্ট আরসিবি-র হয়ে দুর্দান্ত শুরুয়াত করেন। শেষপর্যন্ত ৩১ বলে ৫৬ রান করেন তিনি। ২ ছক্কা ছাড়াও তিনি ৮ চার মেরেছেন।



  • Mar 22, 2025 22:10 IST

    সল্টের ঝোড়ো হাফসেঞ্চুরি

    এই ম্য়াচে সল্ট বিধ্বংসী ব্য়াট করলেন। তিনি আরসিবি-র হয়ে শুরুটা বেশ ভাল করেন। একাধিক ধামাকাদার শট উপহার দেন। সল্ট ২৫ বলে হাফসেঞ্চুরি পূরণ করলেন। ৭ ওভার শেষে আরসিবি বিনা উইকেটে ৮৬ রান করেছে।



  • Mar 22, 2025 22:09 IST

    পাওয়ার প্লে'তে আরসিবি ধামাকা

    সল্ট এবং বিরাট কোহলির ব্যাটিং ধামাকা অব্যাহত। ২৩ বলে ৮ চার এবং ২ ছক্কা হাঁকিয়ে সল্ট ৪৯ রানে ব্যাট করছেন। অন্যদিকে বিরাট কোহলি ১৩ বলে ২৯ রানে ব্যাট করছেন। আরসিবি ৬ ওভার শেষে বিনা উইকেটে ৮০ রান করেছেন।



  • Mar 22, 2025 21:54 IST

    ধামাকাদার শুরুয়াত আরসিবি-র

    ১৭৫ রান তাড়া করতে নেমে আরসিবি শুরুটা বেশ বিধ্বংসী মেজাজে করেছে। ৩ ওভার শেষে আরসিবি বিনা উইকেটে ৩৭ রান করেছেন। বিরাট কোহলি এবং ফিল সল্ট আপাতত ব্যাট করছেন। সল্ট ১৪ বলে ২৪ রান করেছেন। অন্য়দিকে, বিরাট কোহলি ১১ রানে ব্যাট করছেন।



  • Mar 22, 2025 21:15 IST

    শেষ হল কলকাতার ইনিংস

    ২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সের ইনিংস শেষ হল। কেকেআর ব্রিগেড ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে। আরসিবি ব্রিগেডকে এই ম্য়াচটা জেতার পর ১৭৫ রান করতে হবে। এই পরিস্থিতিতে বিরাট কোহলিরা কেমন ব্যাটিং পারফরম্য়ান্স করেন, সেটাই দেখার।



  • Mar 22, 2025 20:58 IST

    ত্রাস হতে পারলেন না দ্রে রাস

    এই ম্য়াচে সূয়শ শর্মার বলে রাসেল আউট হয়ে গেলেন। সূয়শ ক্লিন বোল্ড করে দিলেন এই ক্যারিবিয়ান ব্যাটারকে। বড় শট মারতে গিয়ে আউট হয়ে গেলেন রাসেল। তিনি ৩ বলে ৪ রান করলেন। কেকেআর ১৫.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান করেছে। ১০ ওভার শেষে যেখানে কেকেআর মাত্র ১ উইকেট হারিয়েছিল, সেখানে পরবর্তী ৫ ওভারে আরসিবি দুর্দান্ত কামব্যাক করল। আরসিবি-র হয়ে ক্রুনাল পান্ডিয়া দুর্দান্ত বোলিং করলেন। তিনি ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করলেন।



  • Mar 22, 2025 20:54 IST

    প্যাভিলিয়নে ফিরলেন রিঙ্কু সিং

    এই ম্য়াচে রিঙ্কু ধামাকা দেখতে পাওয়া গেল না। ১৫ ওভারের শেষ বলে তিনি আউট হয়ে ফিরে যান। ১৫.১ ওভারে কেকেআর ব্রিগেডের স্কোর ১৪৬/৫। রিঙ্কু ১০ বলে ১২ রান করে আউট হয়ে গেলেন।



  • Mar 22, 2025 20:50 IST

    দুর্দান্ত বোলিং পান্ডিয়ার

    ১২.১ ওভারে ভেঙ্কটেশ আইয়ার আউট হয়ে গেলেন। তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন ক্রুনাল পান্ডিয়া। কেকেআরের স্কোর ১২.১ ওভারে ১২৫/১। আইয়ার ৭ বলে ৬ রান করলেন।



  • Mar 22, 2025 20:48 IST

    শেষ হল রাহানের ইনিংস

    ১০.৩ ওভারে রাহানে ৩১ বলে ৫৬ রান করে আউট হয়ে যান। তিনি কেকেআর ব্রিগেডের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন। এই ম্য়াচে তিনি শতরান করতে পারলেন না। তবে ৬ চার এবং ৪ ছক্কা হাঁকালেন। কেকেআর ১০.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান করেছে। রাহানেকে আউট করলেন ক্রুনাল পান্ডিয়া।



  • Mar 22, 2025 20:45 IST

    দ্বিতীয় ধাক্কা খেল কেকেআর

    দলের ওপেনার সুনীল নারিন দুর্দান্ত ব্যাট করে আউট হলেন। দশম ওভারের শেষ বলে রসিক সালাম দার তাঁর উইকেট শিকার করেন। তিনি ২৬ বলে ৪৪ রান করলেন। ব্যাট করতে নামলেন ভেঙ্কটেশ আইয়ার।



  • Mar 22, 2025 20:44 IST

    KKR ১০০ পার

    ১০ ওভারে কেকেআর ১০০ রান করে ফেলল। ৯.৫ ওভারের পর কেকেআরের স্কোর ১০৭/১।



  • Mar 22, 2025 20:43 IST

    অজিঙ্কা রাহানের হাফসেঞ্চুরি

    রাহানে ২৫ বলে হাফসেঞ্চুরি পূরণ করলেন। ২৬ বলে ৫৩ রানে তিনি আপাতত ব্যাট করছেন। কেকেআর ব্রিগেডের স্কোর ৮.২ ওভারে ৮৩/১। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন নারিন।



  • Mar 22, 2025 20:41 IST

    প্রথম পাওয়ার প্লে'তে রাজত্ব কেকেআরের

    ৬ ওভার শেষে কেকেআরের স্কোর ৬০/১। রাহানে ১৬ বলে ৩৯ রান এবং নারিন ১৫ বলে ১৭ রান করে ব্যাট করছেন।।



  • Mar 22, 2025 20:04 IST

    এক ওভারে ১৬ রান রাহানের

    চতুর্থ ওভারে রাহানে ২ ছক্কা এবং ১ চারের দৌলতে মোট ১৬ রান করলেন। এই ম্য়াচে তিনি বিধ্বংসী মেজাজে রয়েছেন। পঞ্চম ওভারেও তিনি ক্রুনাল পান্ডিয়াকে তিনি জোড়া বাউন্ডারি মারেন। ৫.১ ওভারে কেকেআর-এর স্কোর - ৪৪/১।



  • Mar 22, 2025 19:37 IST

    শুরুতেই আউট কুইন্টন ডি কক

    প্রথম ওভারের পঞ্চম বলে আউট হয়ে গেলেন কুইন্টন ডি কক। জস হ্যাজেলউডের বলে তিনি উইকেটকিপার জীতেশ শর্মার হাতে ক্যাচ দিলেন। ৫ বলে তিনি মাত্র চার রান করলেন। কেকেআর-এর স্কোর - ৪/১।



  • Mar 22, 2025 19:18 IST

    টস জিতল আরসিবি

    আরসিবি অধিনায়ক রজত পতিদার টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন। এই ম্য়াচে কেকেআর প্রথমে ব্যাট করতে নামবে।



  • Mar 22, 2025 19:13 IST

    বদলে গেল টসের সময়

    কেকেআর বনাম আরসিবি ম্যাচে টসের সময় বদলে গেল, সন্ধ্যা সাতটায় টস হওয়ার কথা ছিল।



  • Mar 22, 2025 18:46 IST

    KKR vs RCB Live Updates: বন্দেমাতরম গানে সবাইকে মুগ্ধ করলেন শ্রেয়া



  • Mar 22, 2025 18:45 IST

    KKR vs RCB Live Updates: দেখে নিন শ্রেয়া ঘোষালের পারফরম্য়ান্স ভিডিও



  • Mar 22, 2025 18:25 IST

    KKR vs RCB Live Updates: একেবারে পরিষ্কার কলকাতার আকাশ

    কলকাতার আকাশ একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, গোটা ম্য়াচ উপভোগ করা সম্ভব হবে।



  • Mar 22, 2025 18:24 IST

    KKR vs RCB Live Updates: শ্রেয়া ঘোষালের জমকালো পারফরম্য়ান্স

    সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের জমকালো পারফরম্য়ান্স দিয়ে ওপেনিং সেরেমনি শুরু হল।



  • Mar 22, 2025 18:22 IST

    KKR vs RCB Live Updates: শুরু হল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

    ২০২৫ আইপিএল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেল। শুরুটা করলেন বলিউড অভিনেতা শাহরুখ খান।



  • Mar 22, 2025 16:42 IST

    KKR vs RCB Live Updates: বড় মাইলস্টোনের সামনে বিরাট কোহলি!

    আইপিএল ২০২৪ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আর তারই মধ্যে কেকেআর বনাম আরসিবির হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উন্মাদনা চরমে উঠল। এই ম্যাচ বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। যেমন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির জন্য এই ম্যাচ হতে চলেছে এক বিশেষ মাইলস্টোনের সাক্ষী। 

    বিস্তারিত পড়ুন- কেকেআর বনাম আরসিবি ম্যাচ, বড় মাইলস্টোনের সামনে বিরাট কোহলি!



  • Mar 22, 2025 15:51 IST

    KKR vs RCB Live Updates: দলের মনোবল বাড়াতে ফের সক্রিয় কিং খান

    আজ আইপিএল শুরু। তার আগেই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে হাজির হলেন কিং খান! ফেভারিট রিঙ্কুকে চুমু, রাহানে-বেঙ্কিদের জাদু কী ঝাপ্পি বলিউড বাদশার।

    বিস্তারিত: ফেভারিট রিঙ্কুকে চুমু, রাহানে-বেঙ্কিদের জাদু কী ঝাপ্পি – আইপিএলের আগে কেকেআর শিবিরে 'ডন' শাহরুখ খান!



  • Mar 22, 2025 14:55 IST

    KKR vs RCB Live Updates: একশো সৈন্য নিয়ে প্রাণপাত ইডেনের কিউরেটরের– বাইশ গজে আজ মহা চমক!

    এবারের আইপিএল উদ্বোধনে একাধিক চমক থাকছে, যার মধ্যে অন্যতম ইডেনের পিচ। টুর্নামেন্টের শুরুতেই ব্যাটসম্যান-বোলারদের জন্য এক পারফেক্ট ব্যালান্সড পিচ তৈরি করতে নিরলস পরিশ্রম করছেন কিউরেটর ও তার দল। কিন্তু, সে তো আগেই সারা হয়ে গিয়েছিল। আসলে গতকাল থেকে প্রাকৃতিক দুর্যোগে তৈরি মাঠ এবং পিচের হাল কিছুটা হলেও খারাপ হয়েছে। অত্যাধুনিক ত্রিপল দিয়ে মাঠ এবং উইকেট বাঁচানোর চেষ্টা হয়েছে বটে। কিন্তু, তাতেও সবটা পারা যায়নি। মাঠের জল শুকিয়ে তাকে খেলার উপযুক্ত করা। পিচকে পারফেক্ট ব্যালান্সড করা- এগুলো ফের নতুন করে করতে হচ্ছে। সবচেয়ে বড় কথা, ম্যাচ শুরুর আগে এই মাঠেই রয়েছে আইপিএলের বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান। 



  • Mar 22, 2025 13:11 IST

    KKR vs RCB Live Updates: কেকেআর-আরসিবি ম্যাচ শেষ কখন শুরু করা যাবে, নিয়মটাই বা কী!

    ইডেন গার্ডেনসে আজকের কেকেআর বনাম আরসিবি ম্যাচটি বৃষ্টির কারণে বাধা পেতে পারে। বৃষ্টির জন্য ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনতে হতে পারে, এবং এই পরিস্থিতিতে কিছু নির্দিষ্ট নিয়ম ও সময়সীমা লাগু হতে পারে এই ম্যাচে। 

    বিস্তারিত পড়ুন- ইডেনে ম্যাচের ভাগ্য নির্ধারক বৃষ্টিই? কেকেআর-আরসিবি ম্যাচ শেষ কখন শুরু করা যাবে, নিয়মটাই বা কী!



  • Mar 22, 2025 11:45 IST

    KKR vs RCB Live Updates: ইডেন গার্ডেনস সাক্ষী থাকবে তারকাখচিত সন্ধ্যার

    ২২ মার্চ, ২০২৫ তারিখে কলকাতার ইডেন গার্ডেনসে আয়োজিত হবে IPL-এর ১৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। এই জমকালো সন্ধ্যায় উপস্থিত থাকবেন বলিউডের তারকা দিশা পাটানি, জনপ্রিয় পাঞ্জাবি গায়ক করণ আওজলা ও সুরের জাদু ডালি নিয়ে শ্রেয়া ঘোষাল। তাঁদের পারফরম্যান্সে মুগ্ধ করবে ইডেনে উপস্থিত দর্শকদের। উদ্বোধনী অনুষ্ঠানের পর, রাত্রি ৭:৩০ নাগাদ শুরু হয় কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে এবারের আইপিএলের প্রথম ম্যাচ।

    বিস্তারিত: উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট, কলকাতার ইডেন গার্ডেনস সাক্ষী থাকবে তারকাখচিত সন্ধ্যার



  • Mar 22, 2025 11:34 IST

    KKR vs RCB Live Updates: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পূর্ণাঙ্গ স্কোয়াড

    রজত পতিদার, ক্রুনাল পাণ্ডিয়া, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, ফিলিপ সল্ট, ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড, মনোজ ভাণ্ডগে, টিম ডেভিড, স্বস্তিক চিকারা, মোহিত রাঠি, লিয়াম লিভিংস্টোন, রোমারিও শেফার্ড, জেকব বেটেল, স্বপ্নীল সিং, জীতেশ শর্মা, নুয়াল তুষারা, লুঙ্গি এনগিডি, যশ দয়াল, রসিক দার সালাম, সুয়শ শর্মা, অভিনন্দন সিং।



  • Mar 22, 2025 11:34 IST

    KKR vs RCB Live Updates: কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড

    অজিঙ্কা রাহানে, মণীশ পাণ্ডে, অনরিক নোর্কিয়া, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলি, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, অনুকূল রায়, রোভম্যান পাওয়েল, লভনিথ শিশোদিয়া, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সুনীল নারিন, বৈভব অরোরা, মায়াঙ্ক মার্কণ্ডে, স্পেনসার জনসন, চেতন সাকারিয়া।



  • Mar 22, 2025 11:33 IST

    KKR vs RCB Live Updates: নাইট ব্রিগেডকে শাহরুখের পেপ-টক



  • Mar 22, 2025 11:31 IST

    KKR vs RCB Live Updates: কেমন হবে ইডেন গার্ডেন্সের উইকেট?

    ক্রিকেটের নন্দনকানন যে বরাবরই ব্যাটিং সহায়ক হয়, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। এখানে শুরুর দিকে পেস বোলাররা কিছুটা হলেও সাহায্য পেতে পারেন। উইকেটে যথেষ্ট বাউন্স থাকার কারণ বল সহজেই ব্যাটে আসে। এর পাশাপাশি স্পিনাররা যথেষ্ট সুবিধা পেয়ে থাকেন। সুতরাং, বলা যেতেই পারে যে এই উইকেট থেকে ব্যাটার এবং বোলার দুই পক্ষই যথেষ্ট ফায়দা তুলতে পারবেন। এই উইকেটে গড়পড়তা ১৮০ রান উঠতে পারে। কলকাতায় এখনও পর্যন্ত ৯৩ আইপিএল ম্যাচ আয়োজন করা হয়েছে। এরমধ্যে প্রথম ইনিংসে ব্যাট করা দল ৩৮ বার এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল ৫৫ ম্যাচে জয়লাভ করেছে। সেকারণে যে দলই টসে জিতুক না কেন, তারা প্রথমে বল করতে চাইবে।



  • Mar 22, 2025 11:30 IST

    KKR vs RCB Live Updates: সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত

    শনিবার শহর কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মুষল বৃষ্টিপাতের কারণে এই ম্যাচ ভেস্তেও যেতে পারে। ম্যাচের দিন ৮০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।



  • Mar 22, 2025 11:27 IST

    KKR vs RCB Live Updates: দুই দলের হেড টু হেড রেকর্ড

    একনজরে দুই দলের হেড টু হেড রেকর্ড:

    মোট ম্য়াচের সংখ্যা - ৩৪

    কলকাতা নাইট রাইডার্স - ২০

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - ১৪



  • Mar 22, 2025 11:23 IST

    KKR vs RCB Live Updates: শুরু হচ্ছে আইপিএল টুর্নামেন্ট

    শুরু হচ্ছে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট। প্রথম ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলতে নামবে।



Kolkata Knight Riders KKR IPL Royal Challengers Bengaluru Eden Gardens RCB