Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বড় খবর। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB Election 2025) আসন্ন নির্বাচনে তিনি সভাপতির পদে দাঁড়াতে পারেন। ইন্ডিয়া টুডে'কে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, বার্ষিক সাধারণ সভার আগেই তিনি নমিনেশন জমা করবেন।
Sourav Ganguly: অনেক রাতে হোটেলের রুমে চুপিচুপি...! জন্মদিনে সৌরভের ভয়ঙ্কর কীর্তি ফাঁস ক্রিকেট তারকার
যদি সৌরভ এই লড়াইয়ে ফের নাম লেখান, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি যে নির্বাচনে জয়লাভ করবেন, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। বর্তমানে সিএবি-র সভাপতি পদে রয়েছেন সৌরভেরই দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। কিন্তু লোধা কমিটির নিয়ম অনুসারে, স্নেহাশিসের মেয়াদ শীঘ্রই শেষ হতে চলেছে।
Sourav Ganguly Birthday: সৌরভের জন্মদিনে শুভেচ্ছা মোদীর দাপুটে মন্ত্রীর, বিজেপিতে যাচ্ছেন মহারাজ?
বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচনের তারিখ ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। গত মঙ্গলবার (৫ অগাস্ট) আসন্ন নির্বাচন নিয়ে অ্যাপেক্স কাউন্সিলের একটি বৈঠক আয়োজন করা হয়েছিল। তবে অ্যাপেক্স কাউন্সিলের চূড়ান্ত বৈঠকটি আগামী ১৪ অগাস্ট আয়োজন করা হবে। আর আগামী ২০ সেপ্টেম্বর আয়োজন করা হবে বার্ষিক সাধারণ সভা।
Sourav Ganguly: জনরোষের মুখে ঢোঁক গিললেন সৌরভ? ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উল্টো সুর মহারাজের!
২০১৫ সালে সিএবি সচিব পদে যোগ দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ওই বছরই শেষের দিকে তিনি সভাপতির সিংহাসনে বসেন। সৌরভের আগে সিএবি সভাপতি ছিলেন জগমোহন ডালমিয়া। যাইহোক, ২০১৯ সাল পর্যন্ত সৌরভ বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির পদ সামলান। এরপর ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি।
Sourav Ganguly Birthday: লড়তে শেখান চোখে চোখ রেখে, সৌরভের জন্যই আজ বিশ্ব ক্রিকেটের ত্রাস টিম ইন্ডিয়া
বিসিসিআই এবং সিএবি-র সভাপতি হিসেবে সৌরভের যাত্রাপথ
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং পরবর্তীকালে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় যথেষ্ট উন্নতি সাধন করেছিলেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সৌরভ সিএবি-র সভাপতি পদে ছিলেন। এই সময় উন্নত প্রযুক্তির মাধ্যমে বাংলা ক্রিকেটের সামগ্রিক উন্নতি সাধন করতে চেয়েছিলেন তিনি। পাশাপাশি ক্রিকেটারদের উন্নতির উপরেও বেশি করে জোর দিয়েছিলেন।