/indian-express-bangla/media/media_files/2025/10/09/rohit-sharma-and-sourav-ganguly-2025-10-09-19-08-31.jpg)
রোহিত শর্মা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly: আর মাত্র কয়েকটা দিন বাকি। আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। তবে যে বিষয়টা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, ওয়ানডে ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়কত্ব রোহিত শর্মার (Rohit Sharma) হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। আর সেই ব্যাটন তুলে দেওয়া হয়েছে শুভমান গিলের (Shubman Gill) হাতে। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে ব্যাপক জলঘোলা হয়েছে। অবশেষে এই ব্যাপারে মুখ খুললে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
Sourav Ganguly: সৌরভকে নিয়ে বড় খবর, CAB সভাপতি হতেই নামলেন অ্যাকশন মোডে
কী বললেন সৌরভ?
বৃহস্পতিবার (৯ অক্টোবর) কলকাতার একটি পাঁচতারা হোটেলে এসেছিলেন সৌরভ। সেখানেই সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন তিনি। ইতিমধ্যে একজন সৌরভকে প্রশ্ন করেন, রোহিত শর্মার হাত থেকে ওয়ানডে ক্রিকেটের অধিনায়কত্ব যে কেড়ে নেওয়া হল, এই ব্যাপারে কী বলবেন? জবাবে মহারাজ বললেন, 'আমি নিশ্চিত যে রোহিতের সঙ্গে এই ব্যাপারে বোর্ডের আগেই আলোচনা হয়ে গিয়েছে। গোটা ব্যাপারটা একেবারেই আচমকা হয়নি। ফলে ওকে সরিয়ে দেওয়া হয়েছে কি না, সেটা আমি বলতে পারব না।'
Sourav Ganguly: কাঁধে বড় দায়িত্ব, CAB প্রেসিডেন্ট হয়ে কী কী করতে চান সৌরভ?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪ টি-২০ বিশ্বকাপ জয়ের পরই এই ফরম্য়াট থেকে অবসর গ্রহণ করেছিলেন রোহিত। চলতি বছর মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও তিনি অবসর গ্রহণ করেন। ২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন অস্ট্রেলিয়ার মাটিতে রোহিতের ব্যাটিং পারফরম্য়ান্স একেবারেই নজর কাড়তে পারেনি। তারপর ইংল্যান্ড সিরিজের আগেই তিনি অবসর গ্রহণ করেন। এরপর টেস্ট ক্রিকেট দলের নেতৃত্ব শুভমান গিলের হাতে তুলে দেওয়া হয়েছিল। এবার অবশ্য রোহিত ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার আগেই দলের ক্যাপ্টেন্সি শুভমানকে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রোহিত আগামী বিশ্বকাপে (২০২৭) আদৌ খেলবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই অনুষ্ঠানে সৌরভ আরও জানালেন, 'আমি নিশ্চিত যে বোর্ড এবং রোহিতের মধ্যে পারষ্পরিক আলোচনার পরই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রোহিত এককথায় একজন অসাধারণ অধিনায়ক। গত ২ বছরে ওর নেতৃত্বেই টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ফলে পারফরম্য়ান্সটা এক্ষেত্রে কোনও ইস্যু নয়। কিন্তু, ২০২৭ সালে ও যখন দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে, তখন ওর বয়স প্রায় ৪০ বছর হয়ে যাবে। ফলে ও আদৌ বিশ্বকাপ খেলতে চায় কি না, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কেউ নিশ্চিত নয়। এটা কোনও খারাপ সিদ্ধান্ত নয়। সকলের সঙ্গেই এমনটা ঘটতে পারে।'