Sourav Ganguly: প্রায় তিন বছর ধরে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে (Indian Cricket Team) রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। কিন্তু, এখনও টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ঠাঁই হল না। এই বিষয়ে ইতিমধ্যে যথেষ্ট আলোচনা এবং সমালোচনা হয়েছে। অনেকে তো আবার একথাও বলতে শুরু করেছেন, অভিমন্যু যেহেতু বাংলার হয়ে ক্রিকেট খেলেন, সেকারণেই নাকি তাঁকে বঞ্চিত করা হচ্ছে। রবিবার একটি বিজ্ঞাপনী অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল। সৌরভের মুখ থেকেই অবশেষে আসল কথাটা বেরিয়ে এল।
টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বললেন, 'অবশ্যই ও সুযোগ পাবে। অনেক সময়, অনেক ভাল ক্রিকেটার একসঙ্গে ভারতীয় ক্রিকেট দলে থাকে। সেইসময় অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় থাকে না। সেটাই আপাতত করতে হবে। তবে ওর বয়স এখনও অনেকটাই কম। এখনও সুযোগ রয়েছে। ঘরোয়া ক্রিকেটে তো দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে।'
Sourav Ganguly: ফের সিএবি মসনদে ফিরতে চলেছেন সৌরভ? জল্পনা তুঙ্গে
তিন নম্বর জায়গাটা খালি আছে: সৌরভ
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আমি মনে করি, ভারতীয় ক্রিকেট দলে তিন নম্বর জায়গাটা এখনও খালি রয়েছে। রাহুল, জয়সওয়াল, গিল, পন্থ, জাদেজা এবং সুন্দর রয়েছে। ফলে তিন নম্বর জায়গাটা এখনও খালিই রয়েছে। আশা করছি, খুব তাড়াতাড়িই ও সুযোগ পাবে। তবে সবথেকে বড় কথা, সুযোগ পেলে যেন একটা লম্বা রান করতে পারে। একটা-দুটো টেস্ট ম্য়াচ নয়, বরং ৬-৭ টেস্ট ম্য়াচ যেন নিশ্চিন্তে খেলতে পারে। ও যে আর সুযোগ পাবে না, এমনটা ভাবার কোনও কারণই নেই।'
Sourav Ganguly: অনেক রাতে হোটেলের রুমে চুপিচুপি...! জন্মদিনে সৌরভের ভয়ঙ্কর কীর্তি ফাঁস ক্রিকেট তারকার
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য স্ট্যান্ডবাই হিসেবে ডাক পান অভিমন্যু। এরপর ২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য প্রথমবার টিম ইন্ডিয়া স্কোয়াডে রাখা হয় তাঁকে। তবে এখনও পর্যন্ত ভারতীয় টেস্ট একাদশে জায়গা পাননি তিনি।
Sourav Ganguly Birthday: লড়তে শেখান চোখে চোখ রেখে, সৌরভের জন্যই আজ বিশ্ব ক্রিকেটের ত্রাস টিম ইন্ডিয়া
কয়েকদিন আগে অভিমন্যু ঈশ্বরণের বাবাও এই ব্যাপারে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, 'আমার ছেলে যখন রান করেই চলেছে, তখনও কেন করুণ নায়ারকে তাঁর আগে প্রাধান্য দেওয়া হচ্ছে?' তিনি জানান, অস্ট্রেলিয়া সফরে অভিমন্যু 'এ' ম্যাচে ভাল খেলতে না পারার কারণে তাঁর সুযোগ না পাওয়া যুক্তিযুক্ত ছিল, কিন্তু তার আগে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভাল পারফর্ম করার সময়ও তাঁকে উপেক্ষা করা হয়েছে।
Sourav Ganguly: বাবা লন্ডনে গেলে খুশি হন না সানা! কারণটা নিজেই জানালেন সৌরভ
তিনি আরও বলেন, 'অভিমন্যু হতাশ, এটা স্বাভাবিক। আমি ওঁর সঙ্গে নিয়মিত কথা বলি, ওঁকে অনুপ্রাণিত রাখার চেষ্টা করি। কিন্তু কিছু খেলোয়াড় আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে টেস্ট স্কোয়াডে জায়গা পাচ্ছে, যা ঠিক নয়।'