Sourav Ganguly: খেলার ফাঁকে জিভে জল আনা খিচুড়ি-পাঁপড়, কার হাতের রান্না আজও মনে পড়ে সৌরভের?

Sourav Ganguly Untold Story: আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে বাংলার ক্রিকেটের উত্তরণের কাহিনী শোনালেন। জানালেন কীভাবে, খিচুড়ি-পাঁপড় থেকে ফাইভ স্টারের খাবারে পৌঁছেছে বাংলার ক্রিকেট।

Sourav Ganguly Untold Story: আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে বাংলার ক্রিকেটের উত্তরণের কাহিনী শোনালেন। জানালেন কীভাবে, খিচুড়ি-পাঁপড় থেকে ফাইভ স্টারের খাবারে পৌঁছেছে বাংলার ক্রিকেট।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly-Khichuri: খেলার ফাঁকে দিদার হাতের খিচুড়ি-পাঁপড় আজও ভোলেননি সৌরভ

Sourav Ganguly-Khichuri: খেলার ফাঁকে দিদার হাতের খিচুড়ি-পাঁপড় আজও ভোলেননি সৌরভ

Sourav Ganguly: বাংলার ক্রিকেটের একাল এবং সেকাল নিয়ে এক অজানা কাহিনী প্রকাশ্যে আনলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বেহালা ফ্রেন্ডসের ৮৫ বছর পূর্তি অনুষ্ঠানে গিয়েছিলেন সৌরভ। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে বাংলার ক্রিকেটের উত্তরণের কাহিনী শোনালেন। জানালেন কীভাবে, খিচুড়ি-পাঁপড় থেকে ফাইভ স্টারের খাবারে পৌঁছেছে বাংলার ক্রিকেট।

Advertisment

সৌরভ বলেন, 'কলকাতায় রিকশ দেখা যেত ব্রহ্ম সমাজ রোডে। বেহালা ফ্রেন্ডসের কর্তাদের সঙ্গে আমার দাদুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ছোটবেলায় গরমের ছুটিতে মামার বাড়ি যেতাম। দেখতাম, আমার দিদা নিজের হাতে বড়িশা স্পোর্টিং আর বেহালা ফ্রেন্ডসের ক্রিকেটারদের জন্য রান্না করে পাঠাতেন। আমি যখন বড়িশায় খেলি তখনও দিদা রিকশ করে ডেচকিতে খিচুড়ি, পাঁপড় পাঠাতেন। আর এখন দেখি ইডেনে সিক্স বালিগঞ্জ প্লেস, বিজলি গ্রিলের খাবার আসে ক্রিকেটারদের জন্য।'

আরও পড়ুন অনেক রাতে হোটেলের রুমে চুপিচুপি...! জন্মদিনে সৌরভের ভয়ঙ্কর কীর্তি ফাঁস ক্রিকেট তারকার

Advertisment

বেহালা ফ্রেন্ডসের শীর্ষকর্তা তথা সিএবির অবজারভার কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিকের ভূয়সী প্রশংসা করেন সৌরভ। বলেন, 'বেহালা মানেই ফ্রেন্ডস! শ্রীমন্তদা আমার পাড়ার মানুষ, আমরা ভাল বন্ধু। ওঁর জন্যেই আজ এই ক্লাব এই জায়গায় পৌঁছেছে। দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে। আরও এগিয়ে চলুক।'

গত মঙ্গলবার ছিল সৌরভের জন্মদিন। তবে বুধবারেও এই অনুষ্ঠানে সৌরভকে জন্মদিনের কেক কাটতে হয় বেহালা ফ্রেন্ডসের সদস্যদের আবদারে। শ্রীমন্ত কুমার মল্লিক সৌরভ কেক খাওয়ান, তাঁকে জড়িয়ে ধরেন সৌরভ। 

আরও পড়ুন লড়তে শেখান চোখে চোখ রেখে, সৌরভের জন্যই আজ বিশ্ব ক্রিকেটের ত্রাস টিম ইন্ডিয়া

এদিন ক্রিকেটারদের সংবর্ধিত করে বেহালা ফ্রেন্ডস। অনুষ্ঠানে ছিল মনোময় ভট্টাচার্যের সঙ্গীতানুষ্ঠান। উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, বিধায়ক দেবাশিস কুমার, সিএবির ট্যুর ও ফিক্সচার ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সঞ্জয় দাস, আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়-সহ সিএবির প্রাক্তন ও বর্তমান একাধিক পদাধিকারী।

আরও পড়ুন জন্মদিনে কেক কেটে কাকে খাওয়ালেন সৌরভ? নেটপাড়ায় ভাইরাল সেই ছবি

Sourav Ganguly