/indian-express-bangla/media/media_files/2025/06/06/A5LyefuWSl3HtLwxSItO.jpg)
টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার
India vs England: আগামী ২০ জুন থেকে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হবে। এতদিন ধরে এই সিরিজের নাম 'পতৌদি ট্রফি' নামেই খ্যাত ছিল। কিন্তু, এবার সেই নাম বদলে 'তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি' (Tendulkar-Anderson Trophy) রাখা হয়েছে। কিন্তু, এই নাম বদলের ঘটনায় রীতিমতো রেগে গিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার (Sunil Gavaskar)।
এই ব্যাপারটা নিয়ে তিনি যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০০৭ সালে ভারত এবং ইংল্যান্ডের মধ্য়ে আয়োজিত এই টেস্ট সিরিজের নাম দেওয়া হয়েছিল 'পতৌদি ট্রফি'। কিন্তু, এবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এই ট্রফিকে রিটায়ার করার সিদ্ধান্ত নিয়েছে।
IND vs ENG: ইংল্যান্ডে যাওয়ার আগেই বুমরাহকে নিয়ে 'বড় সিদ্ধান্ত', গম্ভীরের গোপন চালে হতবাক সবাই!
রেগে আগুন গাভাসকার
এমন একটি পরিস্থিতিতে গাভাসকার এই সিরিজের নাম পরিবর্তন নিয়ে বেজায় খাপ্পা হয়েছেন। এমনকী, এই ব্যাপারে তিনি নিজের মতামতও প্রকাশ করেছেন। স্পোর্টসস্টারে প্রকাশিত একটি কলামে সুনীল গাভাসকার লিখেছেন, 'সম্প্রতি ইসিবি একটি চাঞ্চল্যকর সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভারত এবং ইংল্যান্ডের মধ্য়ে আয়োজিত টেস্ট সিরিজ ইতিপূর্বে পতৌদি ট্রফি নামে খ্যাত ছিল। কিন্তু, এবার সেই পতৌদি ট্রফি নামটা বদলে তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি করা হয়েছে। এই সিদ্ধান্তে আমি যথেষ্ট হতবাক। এই প্রথমবার কোনও ট্রফি থেকে ক্রিকেটারের নাম সরিয়ে দেওয়া হল। তবে এটা একেবারেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। বিসিসিআই এই ব্য়াপারে আদৌ অবগত ছিল কি না, তা আমি জানি না। ভারত এবং ইংল্যান্ড ক্রিকেটে পতৌদি পরিবারের যে অবদান রয়েছে, সেটাকে চূড়ান্ত অসম্মান জানানো হল।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ২০ জুন থেকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ শুরু হবে। এই সিরিজে দুই দলের মধ্যে পাঁচটি টেস্ট ম্য়াচ খেলা হবে।
Ind vs Eng: হাঁটুর অস্ত্রোপচার! ভারতের বিরুদ্ধে সিরিজ থেকেই ছিটকে গেলেন আন্তর্জাতিক তারকা
ইংল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের ভারতীয় ক্রিকেট দল: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক এবং উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের জন্য ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশীর. জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভারটন, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জস টং, ক্রিস ওকস।