বিরাট-রোহিতের সম্পর্ক নিয়ে বিতর্কিত টুইট! আজাহারকে পাল্টা আক্রমণ গাভাসকারের

মহম্মদ আজাহারউদ্দিন বিষ্ফোরক ভঙ্গিতে জানিয়েছিলেন, কোহলি-রোহিতের সম্পর্কে ফাটল ধরতে পারে।

মহম্মদ আজাহারউদ্দিন বিষ্ফোরক ভঙ্গিতে জানিয়েছিলেন, কোহলি-রোহিতের সম্পর্কে ফাটল ধরতে পারে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিরাট কোহলি, রোহিত শর্মার সম্পর্কের বিষয়ে বিতর্কিত টুইট করেছিলেন মহম্মদ আজাহারউদ্দিন। রোহিত শর্মা চোটের কারণে খেলছেন না প্রোটিয়াজ টেস্ট সিরিজে। অন্যদিকে, রটনা ছিল, কোহলি আবার ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিচ্ছেন। নেতৃত্ব বদলের আবহে দুই তারকার এমন খবর নিয়েই আজাহারউদ্দিন ২৪ ঘন্টা আগে টুইট করেন, দুই তারকার সম্পর্কে ফাটল ধরে থাকতে পারে।

Advertisment

টুইটারে আজাহার লিখেছেন, “বিরাট কোহলি ওয়ানডে সিরিজে খেলছে না, জানিয়ে দিয়েছে। রোহিত শর্মাকেও আসন্ন টেস্ট সিরিজে পাওয়া যাবে না। বিশ্রাম নেওয়ায় কোনও দোষের কিছু নেই। তবে সময়টা আরও ভাল হলে বলার কিছু থাকত না। এটা স্রেফ সংঘাতের জল্পনা বাড়িয়ে দেয়।”

Advertisment

তবে হঠাৎ করেই আজাহারের এই বিষয়ে মুখ খোলায় অসন্তোষ প্রকাশ করলেন স্বয়ং সুনীল গাভাসকার। ইন্ডিয়া টুডে-কে লিটল মাস্টার জানিয়েছেন, "সত্যি কী উত্তপ্ত কোনও ঘটনার অস্তিত্ব রয়েছে? যতক্ষণ দুই ক্রিকেটার প্রকাশ্যে কিছু বলছেন, ততদিন সরাসরি সিদ্ধান্তে চলে আসা উচিত নয় আমাদের। আজাহারউদ্দিনেরও এই বিষয়ে কোনও বক্তব্য রয়েছে। তবে ওঁর কাছে যদি ভিতরের তথ্য থাকে, সেটা সকলকে জানাক।"

আরও পড়ুন: সৌরভের বক্তব্য সরাসরি খন্ডন! ভারতীয় ক্রিকেটে দাবানল জ্বালিয়ে পাল্টা কোহলির

"ততক্ষণ পর্যন্ত আমার বেনিফিট অফ ডাউট সবসময় ক্রিকেটারদের দিকে থাকবে। কারণ দুজনেই ভারতীয় ক্রিকেটে দারুণভাবে সেবা করেছে। আর সত্যি কারের প্রমাণ ছাড়া কারোর দিকে আঙ্গুল তোলা মোটেই ঠিক কাজ হবে না।"

আরও পড়ুন: রোহিত-কোহলি সম্পর্ক নিয়ে বেনজির গুঞ্জন! শেষমেশ মুখ খুললেন বিরাট

ঘটনাচক্রে, বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে বুধবার পুরো ঘটনা খোলসা করেছেন। জানিয়ে দিয়েছেন, ওয়ানডে সিরিজে তিনি মোটেই বিশ্রাম নিচ্ছেন না। কোহলি জানিয়েছেন, "দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের জন্য আমাকে পাওয়া যাবে। বিশ্রামের বিষয়ে বোর্ডের সঙ্গে কোনও কথাই হয়নি। যাঁরা এরকম লিখছেন, তাঁদেরকেই বরং এই প্রশ্ন করা উচিত। আমাকে নয়। এগুলো সর্বৈব মিথ্যা। বোর্ডকে মোটেই বিশ্রাম নেওয়ার কথা জানাইনি।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli Rohit Sharma Sunil Gavaskar