/indian-express-bangla/media/media_files/2025/08/13/suresh-raina-2025-08-13-22-27-15.jpg)
ইডি দফতরে সুরেশ রায়না
Suresh Raina: টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) প্রাক্তন তারকা ব্যাটার সুরেশ রায়নার মাথায় আচমকা আকাশ ভেঙে পড়েছে। সময় যত এগোচ্ছে, ততই সমস্যার ঘেরাটোপে নিজেকে জড়িয়ে ফেলছেন তিনি। বুধবার (১৩ অগাস্ট) রায়নাকে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে তাঁকে প্রায় ৯ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করা হয়। আসলে, গত বছর রায়না একটি অবৈধ বেটিং অ্যাপের ব্র্যান্ড অ্য়াম্বাসাডার হয়েছিল। এই অ্যাপের মাধ্যমে ক্রিকেট সহ বিশ্বের বড় বড় স্পোর্টস ইভেন্টের অনলাইন বেটিং করা হয়। যদিও ভারতে এই অ্যাপটি আইনত নিষিদ্ধ। বিগত কয়েকদিন ধরে ইডি এই ধরনের অনলাইন অ্যাপ এবং এই অ্যাপ সংক্রান্ত বিভিন্ন ধোঁকাদারির ঘটনায় তদন্ত শুরু করেছে। এই পরিস্থিতিতে রায়নাকে ডেকে পাঠানো হয়েছিল।
Suresh Raina: ক্রিকেট ছেড়ে এবার সিনেমায় 'চিন্না থালা'! ২২ গজ কাঁপিয়ে অভিনয়ে পা রাখছেন 'মিস্টার IPL'
টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় সুরেশ রায়নাকে
বুধবার সকালেই নয়াদিল্লিতে অবস্থিত ইডি-র সদর দফতরে হাজির হয়েছিলেন সুরেশ রায়না। 1xBET অ্যাপ সংক্রান্ত ঘটনায় রায়নাকে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এই অ্যাপের সঙ্গে জড়িত থাকার কারণে ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন ব্যাটারকে একাধিক প্রশ্ন করা হয়। উল্লেখ্য, গত বছরই এই অ্যাপ সংস্থাটির সঙ্গে যুক্ত হয়েছিলেন সুরেশ রায়না। এমনকী, তাঁকে এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডারও করা হয়।
ধারণা করা হচ্ছে, এই অ্যাপ থেকে রায়না যে টাকা-পয়সা পেয়েছেন, সেই ব্যাপারেই ইডি তাঁকে প্রশ্ন করেছেন। এমনকী, এই অ্যাপের জন্য বিজ্ঞাপনও করেছিলেন সুরেশ রায়না। বিগত কয়েক বছর ধরে এই ধরনের অনলাইন অ্যাপ সাধারণ মানুষের আর্থিক তছরূপ করে যাচ্ছে। আর সেকারণেই ইডি এবার এই ধরনের অ্যাপ নির্মূল করতে কোমর বেঁধেছে। আপাতত, 1xBET অ্যাপ সংক্রান্ত যাবতীয় তথ্য একত্রিত করছে ইডি।
রায়নার বিরুদ্ধে হতে পারে তদন্ত?
সুরেশ রায়নাকে ইডি-র সদর দফতরে ডেকে পাঠানো হলেও, তাঁর বিরুদ্ধে কোনও গুরুতর অভিযোগ নেই। এই অ্যাপের সঙ্গে রায়না যুক্ত হয়েছিলেন। আর সেকারণেই ইডি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল। যদি এই অ্যাপের পাশাপাশি অন্য কোনও অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে রায়নার নাম যুক্ত হয়, সেক্ষেত্রে তাঁর সমস্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে সুরেশ রায়নার জবানবন্দি নিয়েছে ইডি। এই তথ্য়ের ভিত্তিতে এবার তদন্ত শুরু হবে।