/indian-express-bangla/media/media_files/2025/08/13/sushil-kumar-2025-08-13-14-23-41.jpg)
অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার
Sushil Kumar: সুপ্রিম কোর্টে এবার বড়সড় ধাক্কা খেলেন দেশের তারকা কুস্তিগীর সুশীল কুমার। জাতীয় কুস্তি চ্যাম্পিয়ন (জাতীয়) সাগর ধনখড়ের হত্যাকাণ্ডে সুশীলের নাম উঠে এসেছিল। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, এক সপ্তাহের মধ্যেই সুশীলকে আত্মসমর্পণ করতে হবে। সুশীলের জামিন ইতিমধ্যে খারিজ হয়ে গিয়েছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ৪ মার্চ সুশীলকে জামিন দিয়েছিল দিল্লি হাইকোর্ট। কিন্তু, বুধবার দেশের সর্বোচ্চ আদালত বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ বাতিল করে দিয়েছে সেই সিদ্ধান্ত। বিচারপতি সঞ্জয় করোলের কথায়, সাগর ধনখড়ের বাবা এই জামিনের বিরোধিতা করেন। সেই আবেদন ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে। আর সেকারণেই, সুশীলকে পুনরায় আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
কী হয়েছিল ঘটনাটি?
ঘটনাটি ২০২১ সালের। সম্পত্তি সংক্রান্ত ঝামেলার কারণে ৪ মে ছত্রশাল স্টেডিয়ামের পার্কিং লটে সাগরকে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় সুশীল সহ নাম জড়িয়েছিল আরও ২ জনের। এই হত্যাকাণ্ডের পর গা ঢাকা দিয়েছিলেন সুশীল। টানা ১৮ দিন ধরে তিনি পঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হরিয়ানার বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকেন। অবশেষে দিল্লি পুলিশের হাতে ধরা দেন তিনি। এই ঘটনায় গোটা দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল।
২০২২ সালে দিল্লির একটি আদালত সুশীলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় চার্জ গঠন করেন। সঙ্গে চার্জ গঠন করা হয় আরও ১৭ জনের বিরুদ্ধে। এই ধারাগুলোর মধ্যে অন্যতম উল্লেখ্য ছিল হত্যা, দাঙ্গা, ষড়যন্ত্র এবং অপহরণ। ওই চার্জশিটে দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, এই হত্যাকাণ্ডে মাস্টার মাইন্ড ছিলেন সূশীল কুমারই। তিনিই পরিচিত মহলে প্রভাব বিস্তার করে সুশীলকে খুন করেছিলেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেন সুশীল।
Asian Wrestling Championship 2025: এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে মনীষার সোনা, ব্রোঞ্জ অ্যান্টিমের
দেশের হয়ে ২ অলিম্পিক পদক জয় করেন সুশীল কুমার
ভারতীয় কুস্তিগীর (Wrestling) হিসেবে গোটা বিশ্বে নিজের পরিচয় কায়েম করেছিলেন সুশীল কুমার। ২০২১ সালের এই ঘটনাটি গোটা কুস্তি জগৎকে স্তব্ধ করে দিয়েছিল। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সুশীল কুমার ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ পদক এবং ২০১২ সালে লন্ডন অলিম্পিকে রুপোর পদক জয় করেছিলেন। ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে কুস্তিতে অলিম্পিক টুর্নামেন্ট থেকে জোড়া পদক জয় করেন সুশীল কুমার। এই ঘটনায় আপাতত আদালতের কার্যকলাপ চলছে। শেষপর্যন্ত শুনানি কী হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।