/indian-express-bangla/media/media_files/2025/08/21/ifa-football-tournament-2025-08-21-20-40-37.jpg)
Swami Vivekananda Cup: স্বামী বিবেকানন্দ কাপ।
Swami Vivekananda Cup: পশ্চিমবঙ্গের ক্রীড়া দফতর রাজ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১৩৩ বছর পূর্তি উপলক্ষে শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দ কাপ জেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
অংশ নেবে রাজ্যের ২৩টি জেলা
ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, রাজ্যের ২৩টি জেলা এই প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিটি জেলা থেকে ৮টি দল খেলবে। প্রথমে জেলা স্তরে প্রতিযোগিতা হবে, সেখান থেকে সেরা দুটি দল যাবে আন্তঃজেলা স্তরে। মোট ৩৯০টি ম্যাচ আয়োজন করা হবে, যা চলবে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর, হাওড়ার বেলুড়ে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত মাঠে।
আরও পড়ুন- কখন লাগছে কৌশিকী অমাবস্যা, পুজোর বিশেষ তিথি সম্পর্কে জানুন বিস্তারিত
অরূপ বিশ্বাস জানিয়েছেন, কলকাতার বড় ক্লাবগুলির কর্তাদেরও এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হবে। এর মাধ্যমে রাজ্যে প্রতিভাবান খেলোয়াড়দের উঠে আসার সুযোগ তৈরি হবে। বর্তমানে ভারতীয় ফুটবল ফিফা র্যাঙ্কিংয়ে ১৩৭ নম্বরে রয়েছে।
আরও পড়ুন- বিশ্ব প্রবীণ নাগরিক দিবস! আদৌ ভালো আছেন এদেশের প্রবীণরা?
ক্রীড়ামন্ত্রী মনে করেন, বাংলার নেতৃত্ব ছাড়া ভারতীয় ফুটবলের উন্নতি সম্ভব নয়। সংকীর্ণ রাজনীতির কারণে ফুটবল পিছিয়ে যাচ্ছে, আর সেই ফাঁক পূরণ করতেই এই প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত বলে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন।
আরও পড়ুন- আপনার বাড়ি, অফিসে গণেশের কোন মূর্তি পুজো শুভ? গণেশ চতুর্থীতে মাথায় রাখুন এই ৫ বিষয়
গ্রামের ও জেলার প্রতিভাবান খেলোয়াড়রা এই প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রমাণের সুযোগ পাবেন। কোচ ও ফুটবলারদের মধ্যে ইতিমধ্যেই উত্সাহ দেখা দিয়েছে। সরকারের আশা, এই উদ্যোগ শুধু ফুটবলের জনপ্রিয়তাই বাড়াবে না, জাতীয় স্তরে দক্ষ খেলোয়াড়ের জোগানও দেবে।
আরও পড়ুন- ঘরেই বানান রেস্তোরাঁর স্বাদের পালং পনির, ধন্যধন্য করবে ঘরের লোক
স্বামী বিবেকানন্দ কাপের মাধ্যমে আগামী দিনে নতুন প্রজন্মের ফুটবলারেরা সামনে আসবে। এতে রাজ্যের ফুটবল পরিকাঠামো শক্তিশালী হবে এবং ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে বলে ক্রীড়ামন্ত্রীর দাবি। আইএএফ কর্তা অনির্বাণ দত্ত জানিয়েছেন, এই প্রতিযোগিতায় বিপুল আর্থিক পুরস্কার থাকছে। পাশপাশি, খেলোয়াড়রা মাঠে অসুস্থ হয়ে গেলে দ্রুত এবং সুষ্ঠু চিকিৎসার যাবতীয় ব্যবস্থা রাখছে আইএফএ। আইএফএ কর্তা অজিত বন্দ্যোপাধ্যায় জানান, ম্যাচগুলো লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থাও থাকছে।